ETV Bharat / state

বন্যা দেখতে গিয়ে সুবর্ণরেখায় তলিয়ে গেল 3 যুবক, মৃত 1 - ঝাড়গ্রামে তলিয়ে গেল যুবক

বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে জলে তলিয়ে গেল তিন যুবক । মৃত এক । আজ উদ্ধার হয় তার দেহ ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 28, 2020, 4:35 PM IST

ঝাড়গ্রাম, 28 অগাস্ট : বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বাইক সমেত জলে তলিয়ে যায় তিন যুবক । চিৎকার শুনে জীবিত অবস্থায় দু'জনকে উদ্ধার করে গেলেও একজন তলিয়ে যায় । গতকাল বিকেল থেকে নিখোঁজ থাকায় রাতে তাকে খুঁজতে সুবর্ণরেখা নদীতে নামানো হয় NDRF । আজ সকালে যুবকের দেহ উদ্ধার হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শম্ভু মাইতি (16) নামে ওই যুবক ঝাড়গ্রামের সাঁকরাইলের বসিন্দা । ঘটনাটি ঝাড়গ্রামের বাঁশিখালের । যে দু'জনকে উদ্ধার করা হয়েছে তারা সুস্থ রয়েছে ।

জানা গেছে, গতকাল বিকেলে একটি বাইক নিয়ে বাঁশিখালে বন্যা পরিস্থিতি দেখতে এসেছিল তিন বন্ধু । বাঁশিখাল ব্রিজে দাঁড়িয়ে থাকার সময় জলের তোড়ে হঠাৎই বাইক-সহ জলে পড়ে যায় তারা । চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা গিয়ে দু'জনকে জল থেকে উদ্ধার করে । কিন্তু, জলের স্রোতে তলিয়ে যায় ক্লাস টেনের পড়ুয়া শম্ভু মাইতি । গ্রামবাসীরা খবর দেয় সাঁকরাইল থানা এবং সাঁকরাইল BDO অফিসে । গ্রামবাসীর অভিযোগ, বিকেল সাড়ে 4টেয় এই দুর্ঘটনা ঘটলেও রাত 8টা পর্যন্ত প্রশাসনের কোনও দেখা মেলেনি । অবশেষে রাত 8টার পর নিখোঁজ শম্ভু মাইতিকে খোঁজার জন্য নামানো হয় NDRF- এর বিশেষ দলকে । গোটা রাত খোঁজাখুঁজির পর সকালে বাঁশিখালে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে তারা ।

এই বিষয়ে রবি মাহাত নামে এক গ্রামবাসী জানান, গতকাল বিকেলে সাড়ে 4টে নাগাদ তিনজন বন্যা দেখতে আসে । তারা বন্যা থেকে অনেক দূরে এই বাঁশিখালের পাড়ে দাঁড়িয়েছিল । কোনওভাবে তারা জলে পড়ে যায় । আজ একজনের মৃতদেহ উদ্ধার হয় । পাওয়া যায়নি বাইকটি ।

ঝাড়গ্রাম, 28 অগাস্ট : বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে বাইক সমেত জলে তলিয়ে যায় তিন যুবক । চিৎকার শুনে জীবিত অবস্থায় দু'জনকে উদ্ধার করে গেলেও একজন তলিয়ে যায় । গতকাল বিকেল থেকে নিখোঁজ থাকায় রাতে তাকে খুঁজতে সুবর্ণরেখা নদীতে নামানো হয় NDRF । আজ সকালে যুবকের দেহ উদ্ধার হয় । চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । শম্ভু মাইতি (16) নামে ওই যুবক ঝাড়গ্রামের সাঁকরাইলের বসিন্দা । ঘটনাটি ঝাড়গ্রামের বাঁশিখালের । যে দু'জনকে উদ্ধার করা হয়েছে তারা সুস্থ রয়েছে ।

জানা গেছে, গতকাল বিকেলে একটি বাইক নিয়ে বাঁশিখালে বন্যা পরিস্থিতি দেখতে এসেছিল তিন বন্ধু । বাঁশিখাল ব্রিজে দাঁড়িয়ে থাকার সময় জলের তোড়ে হঠাৎই বাইক-সহ জলে পড়ে যায় তারা । চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা গিয়ে দু'জনকে জল থেকে উদ্ধার করে । কিন্তু, জলের স্রোতে তলিয়ে যায় ক্লাস টেনের পড়ুয়া শম্ভু মাইতি । গ্রামবাসীরা খবর দেয় সাঁকরাইল থানা এবং সাঁকরাইল BDO অফিসে । গ্রামবাসীর অভিযোগ, বিকেল সাড়ে 4টেয় এই দুর্ঘটনা ঘটলেও রাত 8টা পর্যন্ত প্রশাসনের কোনও দেখা মেলেনি । অবশেষে রাত 8টার পর নিখোঁজ শম্ভু মাইতিকে খোঁজার জন্য নামানো হয় NDRF- এর বিশেষ দলকে । গোটা রাত খোঁজাখুঁজির পর সকালে বাঁশিখালে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে তারা ।

এই বিষয়ে রবি মাহাত নামে এক গ্রামবাসী জানান, গতকাল বিকেলে সাড়ে 4টে নাগাদ তিনজন বন্যা দেখতে আসে । তারা বন্যা থেকে অনেক দূরে এই বাঁশিখালের পাড়ে দাঁড়িয়েছিল । কোনওভাবে তারা জলে পড়ে যায় । আজ একজনের মৃতদেহ উদ্ধার হয় । পাওয়া যায়নি বাইকটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.