ঝাড়গ্রাম, 3রা নভেম্বর: হাতির ছবি তুলতে গিয়ে প্রাণ হারালেন এক পর্যটক ৷ ঘটনাটি ঝাড়গ্রাম জেলার খুদমরাই অঞ্চলের আতাডিহা জঙ্গলের ৷ নিহত যুবকের নাম আশিস সিট (35) তিনি হাওড়া জেলার আন্দুলের এলাকার বাসিন্দা ছিলেন ৷ বন্ধুদের সঙ্গে ঝাড়গ্রামের আতাডিহা জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন আশিস ৷
আতাডিহা জঙ্গল লাগোয়া এলাকায় একটি জলাশয় আছে ৷ সেই জলাশয়ের কাছে একটি হাতির পাল এসেছিল ৷ পালে 12 টি হাতি ছিল ৷ আশিস ক্যামেরা বের করে ছবি তোলার চেষ্টা করছিল ৷ সেই সময় একটি দাঁতাল আশিসের দিকে তেড়ে আসে ৷ আশিসকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে ফেলে মাটিতে ৷
পুলিশ ও বনকর্মীরা এসে আশিসকে উদ্ধার করেন ৷ ভাঙাগড় স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন | আগামীকাল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে আশিসের দেহের ময়না তদন্ত হবে |