ETV Bharat / state

Money Robbery ফিল্মি কায়দায় বাবার কিস্তির টাকা লুঠ করে গ্রেফতার গুণধর ছেলে - গ্রেফতার অভিযুক্ত

ট্রাক্টরের কিস্তি দিতে এজেন্টকে বাড়িতে ডেকেছিলেন বাবা ৷ এরপর ফিল্মি কায়দায় সেই কিস্তির টাকা সুপারি দিয়ে ছিনতাই করল ছেলে (Money Robbery) ৷ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Three Arrested) ৷ তাঁদের শনিবার আদালতে তোলা হয় ৷

Son robbed father installment money in Filmy style
Money Robbery in Jhargram
author img

By

Published : Aug 20, 2022, 8:58 PM IST

ঝাড়গ্রাম, 20 অগস্ট: ট্রাক্টরের কিস্তি দেওয়ার জন্য ফাইন্যান্সের এজেন্টকে বাড়িতে ডাকেন বাবা ৷ এরপর সেই কিস্তির টাকাই রাস্তায় ফিল্মি কায়দায় ছিনতাই করল ট্রাক্টরের মালিকের ছেলে (Son robbed father installment money in Filmy style)। ঘটনার 48 ঘণ্টার মধ্যে 'গুণধর' ছেলকে গ্রেফতার করল পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত রাজপাহাড়ি এলাকায় । জানা গিয়েছে, রাজপাহাড়ি এলাকার বাসিন্দা দীপঙ্কর জানা ও তাঁর স্ত্রী অঞ্জুরানি জানার নামে একটি ট্রাক্টর কিনেছিল । দীর্ঘ কয়েক মাস ধরে সঠিক সময়ে ট্রাক্টরের কিস্তি না-দেওয়ায় প্রায় 54 হাজার টাকা বাকি পড়ে থাকে ।

কিস্তির জন্য হামেশাই এজেন্টরা ফোন করতেন । সেই মত 17 অগস্ট নয়াগ্রাম থানার অন্তর্গত রাজপাহাড়ি এলাকায় দীপঙ্কর জানার বাড়িতে ট্রাক্টরের কিস্তি দেওয়ার জন্য সুদীপ শীল নামে এক এজেন্ট যায় । দীপঙ্কর জানা সুদীপ শীলের হাতে 48 হাজার টাকা কিস্তি জমা দেন এবং বাকি টাকা পরে দেবে বলে আশ্বাস দেন । সেই মতো টাকা নিয়ে ফেরার পথে রাজপাহাড়ি গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গভীর জঙ্গলের মধ্যে এজেন্ট সুদীপ শীলের বাইক থামায় এক যুবক । সুদীপ কিছু বুঝে ওঠার আগেই তাঁর মাথায় বাঁশ দিয়ে মারে ওই যুবক । সুদীপ বাইক থেকে পড়ে যায় । সেই অবস্থায় সুদীপকে মারধর করে তাঁর ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতরের দিকে পালিয়ে যায় ওই যুবক ।

দুষ্কৃতী যখন জঙ্গলে চলে যায় তখন তাঁর সঙ্গে আরও একজনকে দেখা যায় । ঘটনাস্থল থেকে কোনোক্রমে সুদীপ রক্ষা পেয়ে গ্রামের দিকে চলে আসে । কিছুক্ষণ পরে ঘটনাটি তিনি সকলকে জানান । সেই মতো নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ । অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে নয়াগ্রাম থানার পুলিশ ।

পুলিশ তদন্ত শুরু করতেই বেরিয়ে এল আসল তথ্য । এজেন্ট সুদীপ শীলকে বাড়িতে ডেকে টাকা দিয়ে, রাস্তায় সেই টাকাই ছিনতাই-এর পরিকল্পনা আগে থেকেই করেছিল ট্রাক্টরের মালিকের ছেলে সজল জানা । পুলিশ সজল জানাকে হেফাজতে নিতেই আরও দুই অভিযুক্তের নাম বেরিয়ে আসে ।

ফিল্মি কায়দায় ঝাড়গ্রামে বাবার কিস্তির টাকা লুঠ ছেলের

পুলিশ সুত্রে জানা গিয়েছে, সজল টাকা ছিনতাই করার জন্য পরিচিত দুই বন্ধু মঙ্গল রানা ও রহিম খানকে সুপারি দিয়েছিলেন । ছিনতাই হলে পুরো টাকা সমান সমান ভাগ হবে বলে তাঁদের বলেছিলেন । সেই মত এজেন্ট টাকা নিয়ে বাড়ি থেকে বেরোতেই সজল ফোন করে মঙ্গল ও রহিমকে জানায় । মঙ্গল ও রহিম টাকা ছিনতাই করে । পরে পুলিশ নয়াগ্রাম থানার গঘা গ্রাম থেকে মঙ্গল রানা ও গোপীবল্লভপুর থানার অন্তর্গত ধনকামড়া গ্রাম থেকে রহিম খানকে গ্রেফতার করে (Three Arrested) । তাঁদের কাছ থেকে 23 হাজার 700 টাকা উদ্ধার করে পুলিশ ।

আরও পড়ুন: ভোররাতে ডাকাতি হাওড়ায়, লুঠ নগদ টাকাসহ 20 ভরি সোনার গয়না

অভিযুক্ত তিনজনকে এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক সজল জানাকে জেল হেফাজত (Jail Custody) এবং মঙ্গল রানা ও রহিম খানকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঝাড়গ্রাম, 20 অগস্ট: ট্রাক্টরের কিস্তি দেওয়ার জন্য ফাইন্যান্সের এজেন্টকে বাড়িতে ডাকেন বাবা ৷ এরপর সেই কিস্তির টাকাই রাস্তায় ফিল্মি কায়দায় ছিনতাই করল ট্রাক্টরের মালিকের ছেলে (Son robbed father installment money in Filmy style)। ঘটনার 48 ঘণ্টার মধ্যে 'গুণধর' ছেলকে গ্রেফতার করল পুলিশ ।

ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত রাজপাহাড়ি এলাকায় । জানা গিয়েছে, রাজপাহাড়ি এলাকার বাসিন্দা দীপঙ্কর জানা ও তাঁর স্ত্রী অঞ্জুরানি জানার নামে একটি ট্রাক্টর কিনেছিল । দীর্ঘ কয়েক মাস ধরে সঠিক সময়ে ট্রাক্টরের কিস্তি না-দেওয়ায় প্রায় 54 হাজার টাকা বাকি পড়ে থাকে ।

কিস্তির জন্য হামেশাই এজেন্টরা ফোন করতেন । সেই মত 17 অগস্ট নয়াগ্রাম থানার অন্তর্গত রাজপাহাড়ি এলাকায় দীপঙ্কর জানার বাড়িতে ট্রাক্টরের কিস্তি দেওয়ার জন্য সুদীপ শীল নামে এক এজেন্ট যায় । দীপঙ্কর জানা সুদীপ শীলের হাতে 48 হাজার টাকা কিস্তি জমা দেন এবং বাকি টাকা পরে দেবে বলে আশ্বাস দেন । সেই মতো টাকা নিয়ে ফেরার পথে রাজপাহাড়ি গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গভীর জঙ্গলের মধ্যে এজেন্ট সুদীপ শীলের বাইক থামায় এক যুবক । সুদীপ কিছু বুঝে ওঠার আগেই তাঁর মাথায় বাঁশ দিয়ে মারে ওই যুবক । সুদীপ বাইক থেকে পড়ে যায় । সেই অবস্থায় সুদীপকে মারধর করে তাঁর ব্যাগ নিয়ে জঙ্গলের ভেতরের দিকে পালিয়ে যায় ওই যুবক ।

দুষ্কৃতী যখন জঙ্গলে চলে যায় তখন তাঁর সঙ্গে আরও একজনকে দেখা যায় । ঘটনাস্থল থেকে কোনোক্রমে সুদীপ রক্ষা পেয়ে গ্রামের দিকে চলে আসে । কিছুক্ষণ পরে ঘটনাটি তিনি সকলকে জানান । সেই মতো নয়াগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ । অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে নয়াগ্রাম থানার পুলিশ ।

পুলিশ তদন্ত শুরু করতেই বেরিয়ে এল আসল তথ্য । এজেন্ট সুদীপ শীলকে বাড়িতে ডেকে টাকা দিয়ে, রাস্তায় সেই টাকাই ছিনতাই-এর পরিকল্পনা আগে থেকেই করেছিল ট্রাক্টরের মালিকের ছেলে সজল জানা । পুলিশ সজল জানাকে হেফাজতে নিতেই আরও দুই অভিযুক্তের নাম বেরিয়ে আসে ।

ফিল্মি কায়দায় ঝাড়গ্রামে বাবার কিস্তির টাকা লুঠ ছেলের

পুলিশ সুত্রে জানা গিয়েছে, সজল টাকা ছিনতাই করার জন্য পরিচিত দুই বন্ধু মঙ্গল রানা ও রহিম খানকে সুপারি দিয়েছিলেন । ছিনতাই হলে পুরো টাকা সমান সমান ভাগ হবে বলে তাঁদের বলেছিলেন । সেই মত এজেন্ট টাকা নিয়ে বাড়ি থেকে বেরোতেই সজল ফোন করে মঙ্গল ও রহিমকে জানায় । মঙ্গল ও রহিম টাকা ছিনতাই করে । পরে পুলিশ নয়াগ্রাম থানার গঘা গ্রাম থেকে মঙ্গল রানা ও গোপীবল্লভপুর থানার অন্তর্গত ধনকামড়া গ্রাম থেকে রহিম খানকে গ্রেফতার করে (Three Arrested) । তাঁদের কাছ থেকে 23 হাজার 700 টাকা উদ্ধার করে পুলিশ ।

আরও পড়ুন: ভোররাতে ডাকাতি হাওড়ায়, লুঠ নগদ টাকাসহ 20 ভরি সোনার গয়না

অভিযুক্ত তিনজনকে এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক সজল জানাকে জেল হেফাজত (Jail Custody) এবং মঙ্গল রানা ও রহিম খানকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.