ETV Bharat / state

Elephant Attack in Jhargram: ঝাড়গ্রামে 13 দিনে হাতির হানায় মৃত 7 - thirteen Days Due to Elephant Attack

হাতির হানায় ফের মৃত্যু ৷ এই নিয়ে ঝাড়গ্রামে গত 13 দিনে হাতির হানার মোট সাতজনের মৃত্যু হল (One Killed by Elephant Attack in Jhargram) ৷

Elephant Attack in Jhargram
গত 13 দিনে হাতির হানায় মৃত সাতজন
author img

By

Published : Sep 7, 2022, 1:05 PM IST

ঝাড়গ্রাম, 7 সেপ্টেম্বর: বুধবার ভোরে ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল একজনের (One Killed by Elephant Attack in Jhargram) । 13 দিনে এই নিয়ে ঝাড়গ্রামে হাতি হানায় মৃত্যু হল 7 জনের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের জামব্যাদা গ্রামে এদিন সকালে হাতি হানায় মৃত্যু হয় সুনির্মল পাল (46) নামে এক ব্যক্তির । এদিন জঙ্গলে পাতা আনতে যাচ্ছিলেন সুনির্মল নামে ওই ব্যক্তি । জঙ্গলে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে একটি হাতি তাঁর সামনে চলে আসে । ধরে ফেলে তাঁকে । শুঁড়ে তুলে বারে বারে আছাড় মারতে থাকে সুনির্মলকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । তাঁর বাড়ি ভাঙাবাঁধের কিসমোত এলাকায় । এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদফতরের কর্মীরা ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল 1 দীনমজুরের

প্রসঙ্গত, গত মাসের 24 তারিখ ঝাড়গ্রাম শহরে রাত্রি আটটা নাগাদ হাতি ঢুকে পড়েছিল । সেদিনের ঘটনায় মৃত্যু হয়েছিল তিন জনের । পরে কটকের চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয় । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘটিডুবা এলাকায় এক বৃদ্ধার মৃত্যুর হয় হাতির হানায় । চলতি মাসের 4 সেপ্টেম্বর শিলদার রেঞ্জের কাকো গ্রামে সমীর দাস নামে এক ব্যক্তিরও মৃত্যু হয় হাতির হানায় । সবমিলিয়ে 13 দিনে ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল সাতজনের । গত জুলাই মাসেও হাতির হানায় মৃত্যু হয় ঝাড়গ্রামের এক দীনমজুরের ৷ কোনও মতে প্রাণে বাঁচেন ওই ব্যক্তির স্ত্রী ৷ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ভাস্করকাটা এলাকায় ৷

ঝাড়গ্রাম, 7 সেপ্টেম্বর: বুধবার ভোরে ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল একজনের (One Killed by Elephant Attack in Jhargram) । 13 দিনে এই নিয়ে ঝাড়গ্রামে হাতি হানায় মৃত্যু হল 7 জনের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের জামব্যাদা গ্রামে এদিন সকালে হাতি হানায় মৃত্যু হয় সুনির্মল পাল (46) নামে এক ব্যক্তির । এদিন জঙ্গলে পাতা আনতে যাচ্ছিলেন সুনির্মল নামে ওই ব্যক্তি । জঙ্গলে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে একটি হাতি তাঁর সামনে চলে আসে । ধরে ফেলে তাঁকে । শুঁড়ে তুলে বারে বারে আছাড় মারতে থাকে সুনির্মলকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । তাঁর বাড়ি ভাঙাবাঁধের কিসমোত এলাকায় । এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদফতরের কর্মীরা ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল 1 দীনমজুরের

প্রসঙ্গত, গত মাসের 24 তারিখ ঝাড়গ্রাম শহরে রাত্রি আটটা নাগাদ হাতি ঢুকে পড়েছিল । সেদিনের ঘটনায় মৃত্যু হয়েছিল তিন জনের । পরে কটকের চিকিৎসাধীন অবস্থায় আর একজনের মৃত্যু হয় । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘটিডুবা এলাকায় এক বৃদ্ধার মৃত্যুর হয় হাতির হানায় । চলতি মাসের 4 সেপ্টেম্বর শিলদার রেঞ্জের কাকো গ্রামে সমীর দাস নামে এক ব্যক্তিরও মৃত্যু হয় হাতির হানায় । সবমিলিয়ে 13 দিনে ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল সাতজনের । গত জুলাই মাসেও হাতির হানায় মৃত্যু হয় ঝাড়গ্রামের এক দীনমজুরের ৷ কোনও মতে প্রাণে বাঁচেন ওই ব্যক্তির স্ত্রী ৷ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের ভাস্করকাটা এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.