ঝাড়গ্রাম, 29 ডিসেম্বর: দাঁতালের হামলায় প্রাণ গেল বৃদ্ধার ৷ ঘুমন্ত বৃদ্ধাকে শুঁড়ে তুলে বাড়ির বাইরে আছড়ে মারল মত্ত দাঁতাল হাতি ৷ শুক্রবার ভোরে ঢেঁকিপুড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি ৷ মৃত বৃদ্ধার নাম কোকিলা মাহাতো (70) ৷ বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে ৷ তবে বাড়ির অন্য সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, খাবারের সন্ধানে এদিন ভোররাতে একটি দলছুট দাঁতাল হাতি ঢেঁকিপুড়া গ্রামে হানা দেয় । সামনেই কোকিলা মাহাতোর বাড়ির পড়ায় প্রথমে জানালা ভেঙে ফেলে । জানালা দিয়ে শুঁড় ঢুকিয়ে খাবারের খোঁজ করতে থাকে । অবশেষে খাবার না পেয়ে বাড়ির মূল দরজায় সজরে ধাক্কা দেয় ৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় । খাবারের খোঁজ করেত থাকে । ঘরের মধ্যেই ঘুমচ্ছিলেন বৃদ্ধা ৷ খাবার না পেয়ে শুঁড়ে করে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে হাতিটিকে । ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও, মত্ত দাঁতালের কাছে যেতে ভয় পান ৷ প্রাণ বাঁচাতে বাড়িতে নিরাপদ আশ্রয়ে চলে যান ৷ এদিকে তাণ্ডব চালিয়ে হাতিটি বাড়ি থেকে অন্যত্র চলে যায় ৷ তারপর গ্রামবাসীরা কোকিলা মাহাতোর বাড়ির কাছে জমায়েত হন ৷ বনদফতরে খবর দেওয়া হয় ৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বিস্তীর্ণ এলাকায় একটি দলছুট দাঁতাল হাতি ঘুরে বেড়াচ্ছে ৷ মাঝেমধ্যে খাবারের সন্ধানে বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে ৷ ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে । গ্রামবাসীদের অনুমান এই ঘটনা দলছুট হাতিটি ঘটিয়েছে । ঢেঁকিপুড়া গ্রামের বাসিন্দা দীপক মাহাতো বলেন,"বাড়ির মধ্যে ঘুমচ্ছিলেন ওই বৃদ্ধা ৷ ভোররাতে হাতিটি হানা দিয়ে বৃদ্ধাকে আছড়ে মারে । খাবারের সন্ধানে প্রতিনিয়ত বিভিন্ন গ্রামে এইভাবেই হানা দিচ্ছে হাতিগুলি । আমরা বাড়ির মধ্যেও নিরাপদ নয় । বনদফতরকে অবিলম্বে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
আরও পড়ুন: