ETV Bharat / state

ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে শুঁড়ে তুলে আছড়ে মারল মত্ত দাঁতাল!

Elephant Attack: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্য়ু বৃদ্ধার ৷ বাড়ির দরজা ভেঙে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছড়ে মাল দাঁতাল ৷ হাতির হামলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনদফতরের কর্মীরা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 9:32 AM IST

Updated : Dec 29, 2023, 10:16 AM IST

ঝাড়গ্রাম, 29 ডিসেম্বর: দাঁতালের হামলায় প্রাণ গেল বৃদ্ধার ৷ ঘুমন্ত বৃদ্ধাকে শুঁড়ে তুলে বাড়ির বাইরে আছড়ে মারল মত্ত দাঁতাল হাতি ৷ শুক্রবার ভোরে ঢেঁকিপুড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি ৷ মৃত বৃদ্ধার নাম কোকিলা মাহাতো (70) ৷ বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে ৷ তবে বাড়ির অন্য সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, খাবারের সন্ধানে এদিন ভোররাতে একটি দলছুট দাঁতাল হাতি ঢেঁকিপুড়া গ্রামে হানা দেয় । সামনেই কোকিলা মাহাতোর বাড়ির পড়ায় প্রথমে জানালা ভেঙে ফেলে । জানালা দিয়ে শুঁড় ঢুকিয়ে খাবারের খোঁজ করতে থাকে । অবশেষে খাবার না পেয়ে বাড়ির মূল দরজায় সজরে ধাক্কা দেয় ৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় । খাবারের খোঁজ করেত থাকে । ঘরের মধ্যেই ঘুমচ্ছিলেন বৃদ্ধা ৷ খাবার না পেয়ে শুঁড়ে করে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে হাতিটিকে । ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও, মত্ত দাঁতালের কাছে যেতে ভয় পান ৷ প্রাণ বাঁচাতে বাড়িতে নিরাপদ আশ্রয়ে চলে যান ৷ এদিকে তাণ্ডব চালিয়ে হাতিটি বাড়ি থেকে অন্যত্র চলে যায় ৷ তারপর গ্রামবাসীরা কোকিলা মাহাতোর বাড়ির কাছে জমায়েত হন ৷ বনদফতরে খবর দেওয়া হয় ৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বিস্তীর্ণ এলাকায় একটি দলছুট দাঁতাল হাতি ঘুরে বেড়াচ্ছে ৷ মাঝেমধ্যে খাবারের সন্ধানে বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে ৷ ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে । গ্রামবাসীদের অনুমান এই ঘটনা দলছুট হাতিটি ঘটিয়েছে । ঢেঁকিপুড়া গ্রামের বাসিন্দা দীপক মাহাতো বলেন,"বাড়ির মধ্যে ঘুমচ্ছিলেন ওই বৃদ্ধা ৷ ভোররাতে হাতিটি হানা দিয়ে বৃদ্ধাকে আছড়ে মারে । খাবারের সন্ধানে প্রতিনিয়ত বিভিন্ন গ্রামে এইভাবেই হানা দিচ্ছে হাতিগুলি । আমরা বাড়ির মধ্যেও নিরাপদ নয় । বনদফতরকে অবিলম্বে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

আরও পড়ুন:

  1. এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি
  2. হাতির তাড়া খেয়ে জলে ঝাঁপ কৃষকের, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বনবিভাগ
  3. হাতির আক্রমণে মৃত প্রৌঢ়! রাতভর জঙ্গলেই পড়ে রইলেন জখম স্ত্রী

ঝাড়গ্রাম, 29 ডিসেম্বর: দাঁতালের হামলায় প্রাণ গেল বৃদ্ধার ৷ ঘুমন্ত বৃদ্ধাকে শুঁড়ে তুলে বাড়ির বাইরে আছড়ে মারল মত্ত দাঁতাল হাতি ৷ শুক্রবার ভোরে ঢেঁকিপুড়া গ্রামে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি ৷ মৃত বৃদ্ধার নাম কোকিলা মাহাতো (70) ৷ বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে ৷ তবে বাড়ির অন্য সদস্যরা নিরাপদে আছেন বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, খাবারের সন্ধানে এদিন ভোররাতে একটি দলছুট দাঁতাল হাতি ঢেঁকিপুড়া গ্রামে হানা দেয় । সামনেই কোকিলা মাহাতোর বাড়ির পড়ায় প্রথমে জানালা ভেঙে ফেলে । জানালা দিয়ে শুঁড় ঢুকিয়ে খাবারের খোঁজ করতে থাকে । অবশেষে খাবার না পেয়ে বাড়ির মূল দরজায় সজরে ধাক্কা দেয় ৷ দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় । খাবারের খোঁজ করেত থাকে । ঘরের মধ্যেই ঘুমচ্ছিলেন বৃদ্ধা ৷ খাবার না পেয়ে শুঁড়ে করে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে হাতিটিকে । ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও, মত্ত দাঁতালের কাছে যেতে ভয় পান ৷ প্রাণ বাঁচাতে বাড়িতে নিরাপদ আশ্রয়ে চলে যান ৷ এদিকে তাণ্ডব চালিয়ে হাতিটি বাড়ি থেকে অন্যত্র চলে যায় ৷ তারপর গ্রামবাসীরা কোকিলা মাহাতোর বাড়ির কাছে জমায়েত হন ৷ বনদফতরে খবর দেওয়া হয় ৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বিস্তীর্ণ এলাকায় একটি দলছুট দাঁতাল হাতি ঘুরে বেড়াচ্ছে ৷ মাঝেমধ্যে খাবারের সন্ধানে বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে ৷ ঘরবাড়ি ও ফসলের ক্ষতি করছে । গ্রামবাসীদের অনুমান এই ঘটনা দলছুট হাতিটি ঘটিয়েছে । ঢেঁকিপুড়া গ্রামের বাসিন্দা দীপক মাহাতো বলেন,"বাড়ির মধ্যে ঘুমচ্ছিলেন ওই বৃদ্ধা ৷ ভোররাতে হাতিটি হানা দিয়ে বৃদ্ধাকে আছড়ে মারে । খাবারের সন্ধানে প্রতিনিয়ত বিভিন্ন গ্রামে এইভাবেই হানা দিচ্ছে হাতিগুলি । আমরা বাড়ির মধ্যেও নিরাপদ নয় । বনদফতরকে অবিলম্বে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"

আরও পড়ুন:

  1. এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি
  2. হাতির তাড়া খেয়ে জলে ঝাঁপ কৃষকের, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় বনবিভাগ
  3. হাতির আক্রমণে মৃত প্রৌঢ়! রাতভর জঙ্গলেই পড়ে রইলেন জখম স্ত্রী
Last Updated : Dec 29, 2023, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.