ETV Bharat / state

Journalists of JangalMahal পাশে দাঁড়ালেন সাংবাদিকরা, ডেটলাইন লালগড়ের রয়্যালটিতে ভরল স্কুলের গ্রন্থাগার - Journalists help School Library

চলতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল ডেটলাইন লালগড় এর । বইটির রয়্যালটির টাকায় লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের লাইব্রেরিতে অসংখ্য বই তুলে দিলেন 24 জন বিশিষ্ট সাংবাদিক (Journalists help School Library) । বইটিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখেছেন ইটিভি ভারতের শৈবাল গুপ্ত ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2022, 11:47 AM IST

Updated : Aug 16, 2022, 1:14 PM IST

লালগড়, 16 অগস্ট: রাজ্যের পালাবদলে অন্যতম ভূমিকা নিয়েছিল জঙ্গলমহলের লালগড় । মাওবাদীদের সেই 'রক্তক্ষয়ী' আন্দোলনের প্রতিটা মুহূর্তের সাক্ষী থেকেছিলেন সাংবাদিকরা । তাঁদের চোখে দেখা লালগড় আন্দোলনের জ্বলন্ত সত্য ঘটনাকে ইতিহাসের সাক্ষী হিসেবে ধরে রাখার জন্য লিপিবদ্ধ করেন 24 জন বিশিষ্ট সাংবাদিক । লেখা হয় 'ডেটলাইন লালগড়' (Prominent Journalist support JangalMahal School) । বইটিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখেছেন ইটিভি ভারতের শৈবাল গুপ্ত ।

চলতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বইটির । তারপর থেকেই বঙ্গের রাজনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দলিল কেনার হিড়িক পড়েছিল ক্রেতাদের মধ্যে । উদ্বোধনের দিনেই সাংবাদিক-লেখকরা সবাই জানিয়েছিলেন, বইটি থেকে যে রয়্যালটি পাওয়া যাবে তা লালগড়ের উন্নয়নের কাজে ব্যবহার হবে । সেই মতোই বহু ঘটনার সাক্ষী লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের হাতে বইটির রয়্যালটির টাকায় বিদ্যালয়ের লাইব্রেরিতে অসংখ্য বই তুলে দেওয়া হয়।

লাইব্রেরিতে অসংখ্য বই তুলে দিলেন 24 জন বিশিষ্ট সাংবাদিক

আরও পড়ুন: নোবেল শান্তি সম্মান দুই সাংবাদিকের

76তম স্বাধীনতা দিবসে লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের লাইব্রেরিতে বই দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ডেটলাইন লালগড়ের সম্পাদক চিত্রদীপ চক্রবর্তী । তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক সপ্তর্ষি সোম-সহ একাধিক সাংবাদিকরা । স্বাধীনতা দিবসের দিন এমন উপহার পেয়ে যারপরনাই খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ।

Etv Bharat
ডেটলাইন লালগড়ের রয়্যালটিতে ভরল স্কুলের গ্রন্থাগার

ডেটলাইন লালগড়ের সম্পাদক সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী বলেন, "আমরা 24 জন সাংবাদিক মিলে লালগড় নিয়ে বইটি লিখেছিলাম । কলকাতা বইমেলায় উদ্বোধনের দিনই ঠিক করেছিলাম, বইটি থেকে যে রয়্যালটি পাওয়া যাবে সেই টাকা লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের হাতে তুলে দেব । কারণ আমরা দেখেছিলাম, লালগড় আন্দোলনের সময় এখানকার পড়ুয়ারা কতটা সমস্যায় পড়েছিল । স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই রয়্যালটির টাকায় বই কিনে এনে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম ।"

লালগড়, 16 অগস্ট: রাজ্যের পালাবদলে অন্যতম ভূমিকা নিয়েছিল জঙ্গলমহলের লালগড় । মাওবাদীদের সেই 'রক্তক্ষয়ী' আন্দোলনের প্রতিটা মুহূর্তের সাক্ষী থেকেছিলেন সাংবাদিকরা । তাঁদের চোখে দেখা লালগড় আন্দোলনের জ্বলন্ত সত্য ঘটনাকে ইতিহাসের সাক্ষী হিসেবে ধরে রাখার জন্য লিপিবদ্ধ করেন 24 জন বিশিষ্ট সাংবাদিক । লেখা হয় 'ডেটলাইন লালগড়' (Prominent Journalist support JangalMahal School) । বইটিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখেছেন ইটিভি ভারতের শৈবাল গুপ্ত ।

চলতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বইটির । তারপর থেকেই বঙ্গের রাজনৈতিক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দলিল কেনার হিড়িক পড়েছিল ক্রেতাদের মধ্যে । উদ্বোধনের দিনেই সাংবাদিক-লেখকরা সবাই জানিয়েছিলেন, বইটি থেকে যে রয়্যালটি পাওয়া যাবে তা লালগড়ের উন্নয়নের কাজে ব্যবহার হবে । সেই মতোই বহু ঘটনার সাক্ষী লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের হাতে বইটির রয়্যালটির টাকায় বিদ্যালয়ের লাইব্রেরিতে অসংখ্য বই তুলে দেওয়া হয়।

লাইব্রেরিতে অসংখ্য বই তুলে দিলেন 24 জন বিশিষ্ট সাংবাদিক

আরও পড়ুন: নোবেল শান্তি সম্মান দুই সাংবাদিকের

76তম স্বাধীনতা দিবসে লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের লাইব্রেরিতে বই দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ডেটলাইন লালগড়ের সম্পাদক চিত্রদীপ চক্রবর্তী । তাঁর সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক সপ্তর্ষি সোম-সহ একাধিক সাংবাদিকরা । স্বাধীনতা দিবসের দিন এমন উপহার পেয়ে যারপরনাই খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ।

Etv Bharat
ডেটলাইন লালগড়ের রয়্যালটিতে ভরল স্কুলের গ্রন্থাগার

ডেটলাইন লালগড়ের সম্পাদক সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী বলেন, "আমরা 24 জন সাংবাদিক মিলে লালগড় নিয়ে বইটি লিখেছিলাম । কলকাতা বইমেলায় উদ্বোধনের দিনই ঠিক করেছিলাম, বইটি থেকে যে রয়্যালটি পাওয়া যাবে সেই টাকা লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের হাতে তুলে দেব । কারণ আমরা দেখেছিলাম, লালগড় আন্দোলনের সময় এখানকার পড়ুয়ারা কতটা সমস্যায় পড়েছিল । স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই রয়্যালটির টাকায় বই কিনে এনে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম ।"

Last Updated : Aug 16, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.