ETV Bharat / state

গ্রামে কুয়োর জলে বিষ মিশিয়েছে BJP, অভিযোগ বাসিন্দাদের - bjp

ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার পিডড়াগেরিয়া গ্রামের 91 নম্বর বুথের অদূরে একটি কুয়োর জলে বিষ মেশানো হয় । গ্রামবাসীদের একাংশের অভিযোগ BJP আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে । তদন্তে নেমেছে গোপীবল্লভপুর থানার পুলিশ ।

ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : May 12, 2019, 8:00 PM IST

Updated : May 12, 2019, 8:53 PM IST

নয়াগ্রাম, 12 মে : ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত পিডড়াগেরিয়া গ্রামের 91 নম্বর বুথ থেকে 50 কিলোমিটার দূরে একটি কুয়োর জলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের । তাদের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে এবং তাদের গ্রেপ্তার করতে হবে।

আজ বিকালে আদিবাসী অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা ওই কুয়োর জল তুলতে এসেছিল। কুয়োর জলের রং ঘোলাটে সাদা দেখে তাদের সন্দেহ হয় । তারা ওই জলে কয়েকটি পিঁপড়ে ছেড়ে দিলে সেগুলি মরে যায়। তারা অভিযোগ করে কুয়োর জলে বিষ মেশানো হয়েছে। এরপর তারা বুথের ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, "যতক্ষণ না পানীয় জলের ব্যবস্থা করা হবে ততক্ষণ ভোটকর্মীদের গ্রাম ছেড়ে বেরোতে দেওয়া হবে না । " খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান গোপীবল্লভপুর থানার পুলিশ । নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদাও ঘটনাস্থানে পৌঁছেছেন ।

সুকুমার হাঁসদা বলেন, "এখানে একটাই খাবার জলের সোর্স । সেই কুয়োতেই কে বা কারা কিছু একটা মিশিয়ে দিয়েছে । নিশ্চয়ই বিরোধিতা যারা করছে তারাই কিছু মিশিয়েছে। কারণ এখানে সবাই তৃণমূল সমর্থক । খুঁজে বার করতে হবে কে বা কারা করেছে ? তাদের শাস্তি হওয়া দরকার । "

ভিডিয়োয় দেখুন

দুলাল মুর্মু বলেন, "আমাদের গ্রামের 90 থেকে 95 শতাংশ মানুষ মমতা ব্যানার্জির সাথে । আমাদের লোকদের মেরে ফেলার বড় ধরনের চক্রান্ত করেছে BJP । আমরা চাই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক । "

নয়াগ্রাম, 12 মে : ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত পিডড়াগেরিয়া গ্রামের 91 নম্বর বুথ থেকে 50 কিলোমিটার দূরে একটি কুয়োর জলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের । তাদের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে এবং তাদের গ্রেপ্তার করতে হবে।

আজ বিকালে আদিবাসী অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা ওই কুয়োর জল তুলতে এসেছিল। কুয়োর জলের রং ঘোলাটে সাদা দেখে তাদের সন্দেহ হয় । তারা ওই জলে কয়েকটি পিঁপড়ে ছেড়ে দিলে সেগুলি মরে যায়। তারা অভিযোগ করে কুয়োর জলে বিষ মেশানো হয়েছে। এরপর তারা বুথের ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, "যতক্ষণ না পানীয় জলের ব্যবস্থা করা হবে ততক্ষণ ভোটকর্মীদের গ্রাম ছেড়ে বেরোতে দেওয়া হবে না । " খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান গোপীবল্লভপুর থানার পুলিশ । নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদাও ঘটনাস্থানে পৌঁছেছেন ।

সুকুমার হাঁসদা বলেন, "এখানে একটাই খাবার জলের সোর্স । সেই কুয়োতেই কে বা কারা কিছু একটা মিশিয়ে দিয়েছে । নিশ্চয়ই বিরোধিতা যারা করছে তারাই কিছু মিশিয়েছে। কারণ এখানে সবাই তৃণমূল সমর্থক । খুঁজে বার করতে হবে কে বা কারা করেছে ? তাদের শাস্তি হওয়া দরকার । "

ভিডিয়োয় দেখুন

দুলাল মুর্মু বলেন, "আমাদের গ্রামের 90 থেকে 95 শতাংশ মানুষ মমতা ব্যানার্জির সাথে । আমাদের লোকদের মেরে ফেলার বড় ধরনের চক্রান্ত করেছে BJP । আমরা চাই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক । "

Intro:বাঁকুড়া কোতুলপুর থানার দেশরা কোয়ালপাড়া অঞ্চলে এম এস কে 247 এবং 248 নম্বর বুথে বিজেপি সমর্থকদের হাতে আক্রান্ত তৃণমূল সমর্থক।Body:বাঁকুড়ার কোতুলপুর থানার দেশরা কোয়ালপাড়া অঞ্চলের দেশরা তে বিজেপি সমর্থকদের ভোট দিতে আশায় তৃণমূল সমর্থকরা বাধা দেওয়ায় বিজেপির হাতে আক্রান্ত এক তৃণমূল কর্মী। তারপর দু'পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।Conclusion:বাঁকুড়া ১০০% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা কথা থাকলেও কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ বেশি সংখ্যক বুথে। ভোট হচ্ছে রাজ্য পুলিশ দিয়ে।
Last Updated : May 12, 2019, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.