নয়াগ্রাম, 12 মে : ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত পিডড়াগেরিয়া গ্রামের 91 নম্বর বুথ থেকে 50 কিলোমিটার দূরে একটি কুয়োর জলে বিষ মেশানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের । তাদের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে এবং তাদের গ্রেপ্তার করতে হবে।
আজ বিকালে আদিবাসী অধ্যুষিত গ্রামটির বাসিন্দারা ওই কুয়োর জল তুলতে এসেছিল। কুয়োর জলের রং ঘোলাটে সাদা দেখে তাদের সন্দেহ হয় । তারা ওই জলে কয়েকটি পিঁপড়ে ছেড়ে দিলে সেগুলি মরে যায়। তারা অভিযোগ করে কুয়োর জলে বিষ মেশানো হয়েছে। এরপর তারা বুথের ভোটকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান । তাঁদের দাবি, "যতক্ষণ না পানীয় জলের ব্যবস্থা করা হবে ততক্ষণ ভোটকর্মীদের গ্রাম ছেড়ে বেরোতে দেওয়া হবে না । " খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান গোপীবল্লভপুর থানার পুলিশ । নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু ও বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদাও ঘটনাস্থানে পৌঁছেছেন ।
সুকুমার হাঁসদা বলেন, "এখানে একটাই খাবার জলের সোর্স । সেই কুয়োতেই কে বা কারা কিছু একটা মিশিয়ে দিয়েছে । নিশ্চয়ই বিরোধিতা যারা করছে তারাই কিছু মিশিয়েছে। কারণ এখানে সবাই তৃণমূল সমর্থক । খুঁজে বার করতে হবে কে বা কারা করেছে ? তাদের শাস্তি হওয়া দরকার । "
দুলাল মুর্মু বলেন, "আমাদের গ্রামের 90 থেকে 95 শতাংশ মানুষ মমতা ব্যানার্জির সাথে । আমাদের লোকদের মেরে ফেলার বড় ধরনের চক্রান্ত করেছে BJP । আমরা চাই যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক । "