ঝাড়গ্রাম, 23 ফেব্রুয়ারি: জঙ্গলমহল ঝাড়গ্রামের মুকুটে নতুন পালক ৷ প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো থার্ড লাইনের সূচনা।এতে খুশির হাওয়া জঙ্গলমহলে। ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম সবাইকে শুভেচ্ছা জানান । ঝাড়গ্রাম থেকে কলাইকুন্ডা পর্যন্ত দীর্ঘ 30 কিলোমিটার থার্ড লাইনের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোমবার বিকেলে ভার্চুয়ালের মাধ্যমে রেললাইনে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। টাটা থেকে খড়্গপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ শুরু হয়েছে। কিন্তু গতবছর করোনা মহামারীর কারণে লাইনের কাজের গতি অনেক কমে গিয়েছিল। মোটামুটি স্বাভাবিক হতে রেললাইনের কাজ জোর কদমে শুরু হয়। ঝাড়গ্রাম ও কলাইকুন্ডার মাঝে বাঁশতলা ও খেমাশুলি স্টেশনের কাজ সম্পূর্ণ হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আজ ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ দিল্লি থেকে প্রথমে অসমে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে বিমানে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছান দুপুর তিনটে নাগাদ। কলকাতা থেকে হেলিকপ্টারে করে হুগলির চুঁচুড়া এবং সেখান থেকে ডানলপ ময়দানের সভামঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। জনসভা শেষে রেলের একাধিক প্রকল্প ও পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খড়্গপুর-আদিত্যপুর শাখার অন্তর্গত কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইনের উদ্বোধন হয় । পাশাপাশি আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন, হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : খড়্গপুরে শ্যামাপ্রসাদের নামে হাসপাতাল উদ্বোধনে প্রধানমন্ত্রী
টাটা থেকে খড়্গপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ শুরু হয়েছে। ঝাড়গ্রাম ও কলাইকুন্ডার মাঝে বাঁশতলা ও খেমাশুলি স্টেশনের কাজও সম্পূর্ণ হয়েছে। এর ফলে জঙ্গলমহলের ছোট ও বড় শিল্প-কারখানা ব্যবসা-বাণিজ্যের জন্য আশার আলো দেখছে ৷ এই নতুন পথের সূচনার ফলে সুলভ মূল্যে দ্রব্য আমদানি-রপ্তানিতে সুবিধা হবে বলে মত জঙ্গলমহলের বাসিন্দাদের।