ETV Bharat / state

Monkey Attack a School girl: স্কুলে হনুমানের তাণ্ডব, মাথা ফাটল দশম শ্রেণীর ছাত্রীর - জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক

স্কুলে টিফিন টাইমে হনুমানের অতর্কিত আক্রমণে গুরুতর আহত এক স্কুল ছাত্রী ৷ চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তাকে ৷ হনুমানটিকে বন দফতরের তরফ থেকে উদ্ধার করা হয়েছে ৷

Etv Bharat
স্কুলে হনুমানের তাণ্ডব
author img

By

Published : Jul 12, 2023, 11:04 PM IST

ঝাড়গ্রাম, 12 জুলাই: গার্লস স্কুলে হনুমানের তাণ্ডব। টিফিন চলাকালীন আচমকা হনুমানের আক্রমণ ৷ গুরুতর আহত দশম শ্রেণীর এক ছাত্রী ৷ রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আহত ছাত্রীর নাম সঞ্চিতা মান্না । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, "স্কুলে টিফিন টাইম চলাকালীন একটি হনুমান হঠাৎ করে ঢুকে পড়ে এবং একটি ছাত্রীকে সজোরে ধাক্কা মারে ৷ যার জেরে ছাত্রী মাথায় গুরুতরভাবে আঘাত পায়। আমরা তড়িঘড়ি ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাই এবং অবস্থা আশঙ্কাজনক থাকায় কলকাতা স্থানান্তর করা হয়েছে । বিষয়টি মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়িকা বীরবাহা হাঁসদাকে জানালে তৎক্ষণাৎ তিনি হাসাপাতালে পৌঁছান এবং সমস্ত বন্দোবস্ত করে দেন । বনদফতরের কর্মীরা এসে হনুমানটিকে পাকড়াও করে নিয়ে যায় ।"

জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে বলেন, "মানুষের ভক্তির জন্য হনুমানের স্বাভাবিক আচরণ মাঝেমধ্যে খারাপ হয়ে যাচ্ছে। মানুষ দেখলেই তারা মানুষের কাছে যাচ্ছে, ভাবছে তাদের কিছু খেতে দেবে আর এই ভাবেই অঘটন ঘটছে । বন্যপ্রাণ থেকে মানুষের সাবধানতা অবলম্বন করা উচিত।"

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুপুর দু'টোর সময় স্কুলের টিফিন টাইম চলাকালীন স্কুল চত্বরে ঢুকে পড়ে একটি বিশাল আকৃতির নর হনুমান । স্কুল চত্বরে থাকা একটি বকুল গাছের তলায় বসে পড়ে হনুমানটি । সেই সময় টিফিন টাইম চলায় স্কুল চত্বরের বাইরে ছাত্রীরা ঘোরাফেরা করছিল । বেশ কিছু ছাত্রী হনুমানটিকে দেখার জন্য জটলাও করেছিল ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বাঁদরের ধাক্কায় মৃত্যু 2 মাসের শিশুর

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই নর হনুমানটি ছাত্রীদের দিকে তেড়ে আসে ৷ ভয় পেয়ে ছাত্রীদের হুড়োহুড়ি পড়ে যায় ৷ হনুমানটি দশম শ্রেণীর ছাত্রী সঞ্চিতার পিঠে গিয়ে সজোরে লাথি মারে বলে জানা যায় ৷ যার জেরে ছিটকে পড়ে ওই ছাত্রী ৷ তার মাথা ঠুকে যায় স্কুলের বারান্দার প্লাস্টারের বিটে ৷ রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে সঞ্চিতা ৷ আশঙ্কাজনক হওয়ায় তাকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷

ঝাড়গ্রাম, 12 জুলাই: গার্লস স্কুলে হনুমানের তাণ্ডব। টিফিন চলাকালীন আচমকা হনুমানের আক্রমণ ৷ গুরুতর আহত দশম শ্রেণীর এক ছাত্রী ৷ রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আহত ছাত্রীর নাম সঞ্চিতা মান্না । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ে ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, "স্কুলে টিফিন টাইম চলাকালীন একটি হনুমান হঠাৎ করে ঢুকে পড়ে এবং একটি ছাত্রীকে সজোরে ধাক্কা মারে ৷ যার জেরে ছাত্রী মাথায় গুরুতরভাবে আঘাত পায়। আমরা তড়িঘড়ি ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাই এবং অবস্থা আশঙ্কাজনক থাকায় কলকাতা স্থানান্তর করা হয়েছে । বিষয়টি মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়িকা বীরবাহা হাঁসদাকে জানালে তৎক্ষণাৎ তিনি হাসাপাতালে পৌঁছান এবং সমস্ত বন্দোবস্ত করে দেন । বনদফতরের কর্মীরা এসে হনুমানটিকে পাকড়াও করে নিয়ে যায় ।"

জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে বলেন, "মানুষের ভক্তির জন্য হনুমানের স্বাভাবিক আচরণ মাঝেমধ্যে খারাপ হয়ে যাচ্ছে। মানুষ দেখলেই তারা মানুষের কাছে যাচ্ছে, ভাবছে তাদের কিছু খেতে দেবে আর এই ভাবেই অঘটন ঘটছে । বন্যপ্রাণ থেকে মানুষের সাবধানতা অবলম্বন করা উচিত।"

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুপুর দু'টোর সময় স্কুলের টিফিন টাইম চলাকালীন স্কুল চত্বরে ঢুকে পড়ে একটি বিশাল আকৃতির নর হনুমান । স্কুল চত্বরে থাকা একটি বকুল গাছের তলায় বসে পড়ে হনুমানটি । সেই সময় টিফিন টাইম চলায় স্কুল চত্বরের বাইরে ছাত্রীরা ঘোরাফেরা করছিল । বেশ কিছু ছাত্রী হনুমানটিকে দেখার জন্য জটলাও করেছিল ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বাঁদরের ধাক্কায় মৃত্যু 2 মাসের শিশুর

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকাই নর হনুমানটি ছাত্রীদের দিকে তেড়ে আসে ৷ ভয় পেয়ে ছাত্রীদের হুড়োহুড়ি পড়ে যায় ৷ হনুমানটি দশম শ্রেণীর ছাত্রী সঞ্চিতার পিঠে গিয়ে সজোরে লাথি মারে বলে জানা যায় ৷ যার জেরে ছিটকে পড়ে ওই ছাত্রী ৷ তার মাথা ঠুকে যায় স্কুলের বারান্দার প্লাস্টারের বিটে ৷ রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে সঞ্চিতা ৷ আশঙ্কাজনক হওয়ায় তাকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.