ঝাড়গ্রাম, 17 জানুয়ারি: জঙ্গলমহল উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে । কিন্তু এবার গতবারের মতো উৎসবের জৌলুস থাকছে না । কারণ প্রতিবছর রাজ্যস্তরীয়ভাবে হয় জঙ্গলমহল উৎসব ৷ এবার আর তা হচ্ছে না ৷ এ বছর জেলাস্তরীয়ভাবেই হবে এই জঙ্গলমহল উৎসব । কাঁটছাট করা হয়েছে মেলার দিনক্ষণেও ৷ আটদিনের পরিবর্তে এবার এই উৎসব চলবে তিন দিন ধরে ৷ জেলাস্তরে উৎসব হওয়ায় এবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোকশিল্পীদের আগমন আর হচ্ছে না ৷ কেবল থাকছে স্থানীয় লোকশিল্পীরা । এবার জেলাস্তরীয় জঙ্গলমহল উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় লোকশিল্পীদের উপর ৷ তাঁদের গুরুত্ব বাড়াতে ও সকলের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগ বলে দাবি জেলা প্রশাসনের ।
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীলকুমার আগরওয়াল বলেন ,"জানুয়ারির 18, 19 ও 20 তারিখ এই তিন দিন ধরে অনুষ্ঠিত হবে জঙ্গলমহল উৎসব । রাজ্যের 9টি জেলাতে জঙ্গলমহল উৎসব হচ্ছে । তবে ঝাড়গ্রামে রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসব হচ্ছে না । 9টি জেলাতেই স্থানীয় জঙ্গলমহল উৎসব হবে । ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব । বিভিন্ন সরকারি দফতরের স্টলের পাশাপাশি একটি কারিগরি হাট থাকছে । বিভিন্ন হাতের কাজ করেন সেসব শিল্পীরা থাকছেন ৷ স্থানীয়দের জিনিস কেনা-বেচার জন্যই এই কারিগরি হাট । তিন দিন ধরে মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের নাচ গানের অনুষ্ঠানও ।"
জেলাশাসক আরও বলেন, "যেহেতু 9টি জেলাতে জঙ্গলমহল উৎসব হচ্ছে তাই রাজ্যে থেকে সেরকম কোনও শিল্পী থাকছে না । কেবলমাত্র লোকশিল্পীদের উপর জোর দেওয়া হচ্ছে এবার ।" পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর ও পর্যদের উদ্যোগে প্রত্যেক বছর জঙ্গলমহল রাজ্যস্তরীয় উৎসব ঝাড়গ্রামে হতো । এ জন্য কোটি কোটি টাকা খরচ করা হতো । 2021 সালে করোনার সময় 8 দিন ধরে জঙ্গলমহল উৎসব হয়েছিল । সেবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার প্রায় দুই হাজার লোকসংস্কৃতি দলের প্রায় 8 হাজার লোকশিল্পী যোগ দিয়েছিলেন । চাং, রণ-পা, পাতা, পাইক, ভাদু, টুসু, ঝুমুর, সাড়পা, নাটুয়া, বাহা, ভুয়া, ছৌ, ঘোড়া নাচ, বাউল গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ।
গত বছরও করোনা বিধি মেনে 17 থেকে 19 জানুয়ারি জঙ্গলমহল উৎসব হয়েছিল । খরচ হয়েছিল প্রায় কোটি টাকা । এই কয়েকবছর ধরে উৎসব প্রাঙ্গণের কারিগরি হাটে পশ্চিমাঞ্চলের হস্তশিল্পী ও কারুশিল্পীদের তৈরি সামগ্রী বিক্রি হত । লক্ষ লক্ষ টাকার ব্যবসা হতো । আগে প্রতিটি ব্লকে অনুষ্ঠান হতো । কিন্তু এ বার বরাদ্দ কমে যাওয়ায় ব্লকস্তরের অনুষ্ঠানও হবে না । কেবলমাত্র তিন দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে জঙ্গলমহল উৎসব ।
আরও পড়ুন: সোনাঝুরির আদলে ঝাড়গ্রামে শুরু হচ্ছে লালমাটির হাট