ETV Bharat / state

Jhargram municipality area shut down : করোনা সংক্রমণ রুখতে ঝাড়গ্রাম পৌর এলাকার দোকান-বাজার আজ বন্ধ - Jhargram municipality area is shut down due to covid

ঝাড়গ্রামে ফিরল লকডাউনের স্মৃতি ৷ জেলাশাসক জয়শি দাশগুপ্তের নির্দেশে সংক্রমণ রুখতে বন্ধ করা হল সমস্ত বাজার-দোকান (Jhargram municipality area is shut down due to covid) ৷

Jhargram shut down
রাজ্যে প্রথম সম্পূর্ণ বন্ধ ঝাড়গ্রাম
author img

By

Published : Jan 10, 2022, 12:02 PM IST

Updated : Jan 10, 2022, 2:24 PM IST

ঝাড়গ্রাম, 10 জানুয়ারি : প্রথম পর্বে লকডাউনের স্মৃতিকেই ফের একবার মনে করিয়ে দিল ঝাড়গ্রাম । রাজ্যজুড়ে চলছে করোনার বাড়বাড়ন্ত ৷ একদিকে যেমন দেশে 1 লক্ষ 80 হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, তেমনি রাজ্যেও আক্রান্তের সংখ্যা 24 হাজার পার করেছে ৷ এর সংক্রমণ শৃঙ্খল ভাঙতে সোমবার একদিনের জন্য কার্যত লকডাউন করা হল ঝাড়গ্রামে ৷ সকাল ছটা থেকে দশটা অবধি জারি এই কড়া বিধি নিষেধের জেরে শহরের প্রতিটি রাস্তাই আজ একেবারে জনশূন্য (Jhargram municipality area is shut down due to covid)।

ঝাড়গ্রাম জেলা শহরের উপর দিয়ে যাওয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ছবিটাও একই । করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার ঝাড়গ্রাম পৌর এলাকা সম্পুর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়শি দাশগুপ্ত । সেইমতো এদিন সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে ঝাড়গ্রাম পৌর এলাকায় । ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি রাস্তার ব্যারিকেড লাগিয়েছে পুলিশ । যেমন দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম ঢোকার পথে জামদা এলাকার নহড়খালের সামনে ব্যারিকেড করেছে পুলিশ ৷ মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম আসার পথে সেবায়তনের কাছেও রয়েছে পুলিশি ব্যারিকেড এবং লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ মোড়, জামবনি হয়ে ঝাড়গ্রাম ঢোকার পথে পেপার মিলের মোড়েও ব্যারিকেড করেছে পুলিশ ।

করোনার প্রকোপ রুখতে একদিনের জন্য দোকান বাজার বন্ধ ঝাড়গ্রাম পৌর এলাকায়

আরও পড়ুন :আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার

কেবলমাত্র স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত যানবাহনকেই শহরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে । এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম শহরের সবজি মার্কেট বন্ধ রয়েছে । কোর্ট রোড়ের বাজার এলাকাও বন্ধ রয়েছে, এছাড়া জুবলি মার্কেট এবং শহরের মধ্যে প্রায় সমস্ত দোকানও বন্ধ রয়েছে । রাস্তায় কোনও সরকারি বাস তো দূরের কথা বেসরকারি বাসেরও দেখা নেই । জেলা শহরের সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে । কেবলমাত্র ব্যাঙ্ক ,পোস্ট অফিস, পেট্রোল পাম্প ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কিছু খোলা রয়েছে । ঝাড়গ্রামে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী । রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রামে প্রতিদিন গড়ে 100 জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 106 জন । বর্তমানে জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 382 জন ।

ঝাড়গ্রাম, 10 জানুয়ারি : প্রথম পর্বে লকডাউনের স্মৃতিকেই ফের একবার মনে করিয়ে দিল ঝাড়গ্রাম । রাজ্যজুড়ে চলছে করোনার বাড়বাড়ন্ত ৷ একদিকে যেমন দেশে 1 লক্ষ 80 হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, তেমনি রাজ্যেও আক্রান্তের সংখ্যা 24 হাজার পার করেছে ৷ এর সংক্রমণ শৃঙ্খল ভাঙতে সোমবার একদিনের জন্য কার্যত লকডাউন করা হল ঝাড়গ্রামে ৷ সকাল ছটা থেকে দশটা অবধি জারি এই কড়া বিধি নিষেধের জেরে শহরের প্রতিটি রাস্তাই আজ একেবারে জনশূন্য (Jhargram municipality area is shut down due to covid)।

ঝাড়গ্রাম জেলা শহরের উপর দিয়ে যাওয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ছবিটাও একই । করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার ঝাড়গ্রাম পৌর এলাকা সম্পুর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক জয়শি দাশগুপ্ত । সেইমতো এদিন সকাল থেকেই ব্যাপক প্রভাব পড়েছে ঝাড়গ্রাম পৌর এলাকায় । ঝাড়গ্রাম শহরে ঢোকার প্রতিটি রাস্তার ব্যারিকেড লাগিয়েছে পুলিশ । যেমন দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম ঢোকার পথে জামদা এলাকার নহড়খালের সামনে ব্যারিকেড করেছে পুলিশ ৷ মেদিনীপুর হয়ে ঝাড়গ্রাম আসার পথে সেবায়তনের কাছেও রয়েছে পুলিশি ব্যারিকেড এবং লোধাশুলি হয়ে ঝাড়গ্রাম ঢোকার মুখে সারদা বিদ্যাপীঠ মোড়, জামবনি হয়ে ঝাড়গ্রাম ঢোকার পথে পেপার মিলের মোড়েও ব্যারিকেড করেছে পুলিশ ।

করোনার প্রকোপ রুখতে একদিনের জন্য দোকান বাজার বন্ধ ঝাড়গ্রাম পৌর এলাকায়

আরও পড়ুন :আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার

কেবলমাত্র স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত যানবাহনকেই শহরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে । এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম শহরের সবজি মার্কেট বন্ধ রয়েছে । কোর্ট রোড়ের বাজার এলাকাও বন্ধ রয়েছে, এছাড়া জুবলি মার্কেট এবং শহরের মধ্যে প্রায় সমস্ত দোকানও বন্ধ রয়েছে । রাস্তায় কোনও সরকারি বাস তো দূরের কথা বেসরকারি বাসেরও দেখা নেই । জেলা শহরের সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে । কেবলমাত্র ব্যাঙ্ক ,পোস্ট অফিস, পেট্রোল পাম্প ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কিছু খোলা রয়েছে । ঝাড়গ্রামে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী । রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী ঝাড়গ্রামে প্রতিদিন গড়ে 100 জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন । রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 106 জন । বর্তমানে জেলায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 382 জন ।

Last Updated : Jan 10, 2022, 2:24 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.