ঝাড়গ্রাম, 7 জুন: সিআইডির আবেদন ফের খারিজ করে দিল ঝাড়গ্রাম আদালত । ফলে কুড়মি নেতাদের নিজেদের হেফাজতে পেল না সিআইডি । ফলে আদালতের আগে দেওয়া নির্দেশ অনুযায়ী ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে ৷ আগামী 12 জুন আবার তাঁদের আদালতে পেশ করা হবে ৷ এর আগেও একবার কুড়মি নেতাদের হেফাজতে নেওয়ার জন্য সিআইডির আবেদন খারিজ করে দিয়েছিল আদালত ৷
বুধবার জেল হেফাজতে থাকা কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাতো, আদিবাসী নেগাচারী কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাতো-সহ ন’জন কুড়মি নেতা ও আন্দোলনকারীকে ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে পেশ করা হয় । যদিও আগে এই ন’জন কুড়মি নেতা ও আন্দোলনকারীকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়ে দিয়েছিল প্রথম জেলা ও দায়রা আদালত । আগামী 12 জুন আদালতে হাজিরার নির্দেশ রয়েছে কুড়মি নেতা ও আন্দোলনকারীদের । এরই মধ্যেই কুড়মি নেতাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সোমবার ঝাড়গ্রামের প্রথম জেলা ও দায়রা আদালতে আবেদন জানায় সিআইডি । গতকাল অর্থাৎ মঙ্গলবার ঝাড়গ্রামে আদিবাসী কুড়মি সমাজের ডাকে কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সভা ছিল, তাই ধৃতদের আদালতে হাজির করানো হয়নি ।
আরও পড়ুন: 'সরকারকে সমর্থন নয়', প্রতিবাদ জনসভা থেকে জানালেন কুড়মি নেতা
জানা গিয়েছে, সিআইডির হেফাজতে থাকা কুড়মি আন্দোলনকারী তথা বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ধনঞ্জয় মাহাতো ওরফে জয় মাহাতোর কাছ থেকে বিজেপির দলীয় পতাকা ও কুড়মি সমাজের রশিদ, বই উদ্ধার করে । মঙ্গলবার জয়কে আদালতে পেশ করার সময় এই তথ্যই জানিয়েছিল সিআইডি । মঙ্গলবার জয়কে ছ’দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
উল্লেখ্য, গত 26 মে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে ঝাড়গ্রামের গড় শালবনি এলাকায় । এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে আটজন কুড়মি নেতাকে গ্রেফতার করে । তারপর ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে । সিআইডি পরে আরও তিনজন কুড়মি নেতা ও আন্দোলনকারীকে গ্রেফতার করে । সিআইডি তদন্তভার নেওয়ার সময়ই ঝাড়গ্রাম আদালতে কুড়মি নেতাদের তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল । আদালত সিআইডির আবেদন খারিজ করে গ্রেফতার হওয়া কুড়মি নেতাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল । বুধবার আবার সিআইডির আবেদন খারিজ করে দিল আদালত ৷ অভিযুক্ত পক্ষের আইনজীবী দেবনাথ চৌধুরী বলেন, "সিআইডির আবেদন খারিজ করে 12 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷"
আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলা, কুড়মি নেতা কৌশিক মাহাতকে গ্রেফতার করল সিআইডি
আদালত থেকে বেরোনোর সময় রাজেশ মাহাতো বলেন, "আমাদের ঘাঘর ঘেরা আন্দোলন চলছে চলবে । গতকাল যাঁরা ঝাড়গ্রামে প্রতিবাদী জনসভাতে এসেছিলেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাই ৷" শিবাজী মাহাতো বলেন, "আমাদের ঘাঘর ঘেরা আন্দোলন চলছে চলবে । আইনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে । বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি । আমরা এখান থেকে বেরিয়ে আমাদের আন্দোলন জারি রাখব ৷"
প্রসঙ্গত, কুড়মি নেতাদের গ্রেফতার, পুলিশি সন্ত্রাসের অভিযোগ প্রতিবাদ ও কুড়মি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিকে সামনে রেখে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের অফিসার ক্লাব ময়দানে জমায়েত করে প্রতিবাদ সভা করে আদিবাসী কুড়মি সমাজ । উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূলখুঁটি মূলমানতা অজিত প্রসাদ মাহাতো । সেখান থেকে অজিত প্রসাদ মাহাতো অভিযোগ করেন, কুড়মি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে ।
আরও পড়ুন: কনভয়ে হামলার ঘটনায় সংশোধনাগারে গিয়ে কুড়মি নেতাদের জেরা সিআইডি-র, অনুমতি আদালতের