ETV Bharat / state

Elephant Attack: ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু যুবকের

author img

By

Published : Dec 18, 2022, 2:19 PM IST

হাতির দল হানা দিয়েছিল কলাইকুণ্ডা রেঞ্জে ৷ তাদের তাড়াতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক (College Student died in Elephant attack) ৷

Elephant
ETV Bharat

ঝাড়গ্রাম, 18 ডিসেম্বর: হাতির হানায় মৃত্যু এক কলেজ পড়ুয়ার ৷ ঘটনাটি ঝাড়গ্রামের সাঁকরাইল থানার বনকাটি এলাকার ৷ জানা গিয়েছে, শনিবার রাতে খড়গপুর বন বিভাগের অন্তর্গত কলাইকুণ্ডা রেঞ্জের কলাইকুণ্ডা বিটের বনকাটি গ্রামের সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে দু'টি হাতি ৷ সে হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর চেষ্টা করছিল স্থানীয় গ্রামবাসী ও হুলাপার্টির সদস্যরা ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনদফতরের কর্মীরা (Youth death reported by Elephant in Jhargram) ।

বনকর্মীদের সামনে হীরক মাহাতো (18) নামে এক কলেজ পড়ুয়াকে হাতি শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হীরককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ জানা গিয়েছে হীরক, ঝাড়গ্রামের সেবাইতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজে পড়তেন ৷

আরও পড়ুন: সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে একশোর বেশি হাতি, ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় চাষিরা

এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে বনকাটি গ্রামে ৷ মৃত হীরকের বাড়ি আতাডিহা গ্রামে ৷ জানা গিয়েছে, কলাইকুণ্ডা রেঞ্জে শনিবার সকাল থেকে 24টি হাতি এসেছিল ৷ তার মধ্যে বারডাঙা বিটে একটি হাতির দল এবং কলাইকুণ্ডা বিটে আরেকটি হাতির দল ছিল ৷ রাতে হাতির দল থেকে আলাদা ভাবে দু'টি হাতি বনকাটি গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ এবং কলাইকুণ্ডা রেঞ্জের রেঞ্জ আধিকারিক ৷ আধিকারিক অঙ্কন পাণ্ডা বলেন, "বনকাটি এলাকায় হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে ৷"

ঝাড়গ্রাম, 18 ডিসেম্বর: হাতির হানায় মৃত্যু এক কলেজ পড়ুয়ার ৷ ঘটনাটি ঝাড়গ্রামের সাঁকরাইল থানার বনকাটি এলাকার ৷ জানা গিয়েছে, শনিবার রাতে খড়গপুর বন বিভাগের অন্তর্গত কলাইকুণ্ডা রেঞ্জের কলাইকুণ্ডা বিটের বনকাটি গ্রামের সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে দু'টি হাতি ৷ সে হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর চেষ্টা করছিল স্থানীয় গ্রামবাসী ও হুলাপার্টির সদস্যরা ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনদফতরের কর্মীরা (Youth death reported by Elephant in Jhargram) ।

বনকর্মীদের সামনে হীরক মাহাতো (18) নামে এক কলেজ পড়ুয়াকে হাতি শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হীরককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ জানা গিয়েছে হীরক, ঝাড়গ্রামের সেবাইতন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজে পড়তেন ৷

আরও পড়ুন: সাঁকরাইলে দাপিয়ে বেড়াচ্ছে একশোর বেশি হাতি, ফসলের ক্ষতিতে দুশ্চিন্তায় চাষিরা

এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে বনকাটি গ্রামে ৷ মৃত হীরকের বাড়ি আতাডিহা গ্রামে ৷ জানা গিয়েছে, কলাইকুণ্ডা রেঞ্জে শনিবার সকাল থেকে 24টি হাতি এসেছিল ৷ তার মধ্যে বারডাঙা বিটে একটি হাতির দল এবং কলাইকুণ্ডা বিটে আরেকটি হাতির দল ছিল ৷ রাতে হাতির দল থেকে আলাদা ভাবে দু'টি হাতি বনকাটি গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ এবং কলাইকুণ্ডা রেঞ্জের রেঞ্জ আধিকারিক ৷ আধিকারিক অঙ্কন পাণ্ডা বলেন, "বনকাটি এলাকায় হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.