ETV Bharat / bharat

ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি হিংসা বাড়ছে ভারতে, ইউএস কমিশনের রিপোর্টে উদ্বেগ - Abuses against Religious Minorities

author img

By PTI

Published : 2 hours ago

United States Commission on International Religious Freedom Report: ধর্মীয় স্বাধীনতা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ৷ সেখানে দাবি করা হয়েছে, ভারতে সংখ্যালঘুরা হেনস্তার শিকার হচ্ছে ৷

United States Commission on International Religious Freedom Report
ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি হিংসা বাড়ছে ভারতে (প্রতীকী ছবি)

ওয়াশিংটন, 3 অক্টোবর: ভারতে ক্রমশ বাড়ছে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অত্যাচার ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কমিশনের রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ যা শুধুমাত্র সংখ্যালঘুদের নিরাপত্তার সঙ্গেই জড়িত নয়, দেশের নিরাপত্তা এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওই রিপোর্টে স্বাধীনতার পর থেকে দেশে কীভাবে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে তা তুলে ধরা হয়েছে ৷ রিপোর্টে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসাবেও বর্ণনা করা হয়েছে ৷ নীতি বিশ্লেষক সেমা হাসানের ওই রিপোর্টে ভারতে ধর্মীয় সংখ্যালঘু ও তাঁদের উপাসনালয়ে আক্রমণের তথ্য রয়েছে ৷ পাশাপাশি সেই আক্রমণ উসকে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে সরকারি আধিকারিক ও নেতা-মন্ত্রীদের বিভিন্ন ঘৃণামূলক বক্তব্য ৷ এক বিবৃতি দিয়ে এই রিপোর্টের কথা জানিয়েছে USCIRF ।

বার্ষিক প্রতিবেদনে কমিশন জানিয়েছে, ইউএসসিআইআরএফ সুপারিশ করেছে, মার্কিন বিদেশ দফতর ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক, চলমান এবং গুরুতর বিষয় লঙ্ঘনের জন্য ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসাবে চিহ্নিত করুক । যদিও সরকারিভাবে এখনও এ জাতীয় চিহ্নিতকরণ হয়নি ৷

ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে কীভাবে 2024 জুড়ে, বিভিন্ন গোষ্ঠীর দ্বারা ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়েছে ৷ ধর্মের নামে একাধিক হত্যালীলা চলেছে ৷ কীভাবে ধর্মীয় উগ্রবাদকে সামনে রেখে মারধর করা হয়েছে, ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে ৷ কীভাবে সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়গুলি ভেঙে ফেলা হয়েছে । রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনাগুলি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে ৷ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ভারতের আইনি কাঠামোর পরিবর্তন এবং প্রয়োগ করা হচ্ছে বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে ৷ যার মধ্যে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act), অভিন্ন নাগরিক আইন (Uniform Civil Code), এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় পর্যায়ের ধর্মান্তর বিরোধী এবং গো-হত্যা আইন (Cow Slaughter Laws) ৷’’

একই সঙ্গে রিপোর্টে অভিযোগ করা হয়েছে, কীভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের সময় থেকে বারবার USCIRF সদস্যদের ভিসা বাতিল করেছে ভারত ৷ অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ উল্লেখ করে, ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে । প্রসঙ্গত, ভারত এবং বেশ কয়েকটি ইন্দো-মার্কিন গোষ্ঠী অতীতে ইউএসসিআইআরএফ’কে পক্ষপাতদুষ্ট, অবৈজ্ঞানিক এবং অ্যাজেন্ডা-ভিত্তিক রিপোর্টের জন্য কাঠগড়ায় তুলেছে ।

ওয়াশিংটন, 3 অক্টোবর: ভারতে ক্রমশ বাড়ছে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অত্যাচার ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কমিশনের রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ যা শুধুমাত্র সংখ্যালঘুদের নিরাপত্তার সঙ্গেই জড়িত নয়, দেশের নিরাপত্তা এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওই রিপোর্টে স্বাধীনতার পর থেকে দেশে কীভাবে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে তা তুলে ধরা হয়েছে ৷ রিপোর্টে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসাবেও বর্ণনা করা হয়েছে ৷ নীতি বিশ্লেষক সেমা হাসানের ওই রিপোর্টে ভারতে ধর্মীয় সংখ্যালঘু ও তাঁদের উপাসনালয়ে আক্রমণের তথ্য রয়েছে ৷ পাশাপাশি সেই আক্রমণ উসকে দেওয়ার জন্য দায়ী করা হয়েছে সরকারি আধিকারিক ও নেতা-মন্ত্রীদের বিভিন্ন ঘৃণামূলক বক্তব্য ৷ এক বিবৃতি দিয়ে এই রিপোর্টের কথা জানিয়েছে USCIRF ।

বার্ষিক প্রতিবেদনে কমিশন জানিয়েছে, ইউএসসিআইআরএফ সুপারিশ করেছে, মার্কিন বিদেশ দফতর ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক, চলমান এবং গুরুতর বিষয় লঙ্ঘনের জন্য ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসাবে চিহ্নিত করুক । যদিও সরকারিভাবে এখনও এ জাতীয় চিহ্নিতকরণ হয়নি ৷

ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে কীভাবে 2024 জুড়ে, বিভিন্ন গোষ্ঠীর দ্বারা ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়েছে ৷ ধর্মের নামে একাধিক হত্যালীলা চলেছে ৷ কীভাবে ধর্মীয় উগ্রবাদকে সামনে রেখে মারধর করা হয়েছে, ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে ৷ কীভাবে সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়গুলি ভেঙে ফেলা হয়েছে । রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনাগুলি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে ৷ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু ও ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ভারতের আইনি কাঠামোর পরিবর্তন এবং প্রয়োগ করা হচ্ছে বলেও উল্লেখ রয়েছে রিপোর্টে ৷ যার মধ্যে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act), অভিন্ন নাগরিক আইন (Uniform Civil Code), এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় পর্যায়ের ধর্মান্তর বিরোধী এবং গো-হত্যা আইন (Cow Slaughter Laws) ৷’’

একই সঙ্গে রিপোর্টে অভিযোগ করা হয়েছে, কীভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের সময় থেকে বারবার USCIRF সদস্যদের ভিসা বাতিল করেছে ভারত ৷ অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ’ উল্লেখ করে, ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে । প্রসঙ্গত, ভারত এবং বেশ কয়েকটি ইন্দো-মার্কিন গোষ্ঠী অতীতে ইউএসসিআইআরএফ’কে পক্ষপাতদুষ্ট, অবৈজ্ঞানিক এবং অ্যাজেন্ডা-ভিত্তিক রিপোর্টের জন্য কাঠগড়ায় তুলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.