ETV Bharat / state

'ওয়াশরুমেও যেতে দেয়নি', লালবাজারের পথে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রূপার - Rupa Ganguly

author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 29 minutes ago

Police Takes Roopa Ganguly to Lalbazar: বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুর ঘটনায় রাতভর বাঁশদ্রোণী থানায় ধর্না দিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ এরপর বৃহস্পতিবার সকালে তাঁকে সেখান থেকে তুলে লালবাজারে নিয়ে গেল পুলিশ ৷

Rupa Ganguly
গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি)

কলকাতা, 3 অক্টোবর: সারারাত বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেছিলেন পর অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ এরপর বৃহস্পতিবার সকালে তাঁকে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷ বুধবার বাঁশদ্রোণীতে নবম শ্রেণির ছাত্রের মৃত্যুর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷ তাঁকে শৌচাগারে যাওয়ার সময়টুকুও দেয়নি পুলিশ, অভিযোগ করেন রূপা ৷

এদিন সকালে ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বাচ্চাটাকে মেরে গাড়িটা চলে গেল ৷ পুলিশ আটকাল না ৷ অভিযুক্তদের গ্রেফতারির প্রসঙ্গ তুলেছিলাম ৷ বলেছিলাম, সাধারণ মানুষদের কেন ধরছেন ? ওদের কেন পালাতে সময় দিলেন ? গ্রেফতার করুন ৷ কিন্তু তাঁরা গ্রেফতার করার বিষয়ে কোনও আশ্বাসই দেননি ৷ বললেন, আইন আইনের পথে চলবে ৷ এখন আমি হরিশ চ্যাটার্জি স্ট্রিট দিয়ে যাচ্ছি ৷ লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে ৷ এরা দোষীকে ধরে না ৷ বিরোধীদের ধরে ৷ এভাবে বিরোধী কণ্ঠ আটকানো যায় ?"

তিনি আরও বলেন, "আমি চুপ করে থানায় কোনও আওয়াজ না করে, কোনও ঝগড়া, তাঁদের সঙ্গে কোনও দুর্ব্যবহার না করে এক কোণায় বসেছিলাম ৷ একটাও তর্ক করিনি ৷ তাও ওরা আমাকে নিয়ে যাচ্ছে ৷ লালবাজারে নিয়ে যাওয়ার আগে আমি পাঁচ মিনিট সময় চেয়েছিলাম ৷ একবার ওয়াশরুমে যেতে চেয়েছিলাম ৷ আমাকে সেটুকু পর্যন্ত যেতে দেওয়া হয়নি ৷ যাতে আমি মানসিকভাবে ও শারীরিকভাবে কষ্ট পাই ৷ আর কত কষ্ট দেবে ? মার খেয়ে তো ব্রেন হ্যামারেজ সহ্য করে নিয়েছি ৷ আর কী চাই ? সব সহ্য করতে হবে শুধু বিজেপি করি বলে ?"

বুধবার সকালে নবম শ্রেণির ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল ৷ সে কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ কোচিং সেন্টারের কাছে চলছিল রাস্তা সারাইয়ের কাজ ৷ সেখানেই থাকা এক জেসিবি ওই ছাত্রকে প্রথমে ধাক্কা মারে পরে পিষে দেয় গাছের সঙ্গে ৷ মাথায় গুরুতর আঘাত লাগে পড়ুয়ার ৷

এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় নবম শ্রেণির ওই ছাত্রের ৷ এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী এলাকা ৷ এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপির প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি বুধবারেই জানান, যত দিন না অভিযুক্তদের গ্রেফতার করা হবে তত দিন তিনি থানায় ধর্নায় বসে থাকবেন ৷ বৃহস্পতিবার সকালেও বাঁশদ্রোণী থানা চত্বরে ধর্নায় ছিলেন তিনি ৷

কলকাতা, 3 অক্টোবর: সারারাত বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেছিলেন পর অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ এরপর বৃহস্পতিবার সকালে তাঁকে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷ বুধবার বাঁশদ্রোণীতে নবম শ্রেণির ছাত্রের মৃত্যুর প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷ তাঁকে শৌচাগারে যাওয়ার সময়টুকুও দেয়নি পুলিশ, অভিযোগ করেন রূপা ৷

এদিন সকালে ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বাচ্চাটাকে মেরে গাড়িটা চলে গেল ৷ পুলিশ আটকাল না ৷ অভিযুক্তদের গ্রেফতারির প্রসঙ্গ তুলেছিলাম ৷ বলেছিলাম, সাধারণ মানুষদের কেন ধরছেন ? ওদের কেন পালাতে সময় দিলেন ? গ্রেফতার করুন ৷ কিন্তু তাঁরা গ্রেফতার করার বিষয়ে কোনও আশ্বাসই দেননি ৷ বললেন, আইন আইনের পথে চলবে ৷ এখন আমি হরিশ চ্যাটার্জি স্ট্রিট দিয়ে যাচ্ছি ৷ লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে ৷ এরা দোষীকে ধরে না ৷ বিরোধীদের ধরে ৷ এভাবে বিরোধী কণ্ঠ আটকানো যায় ?"

তিনি আরও বলেন, "আমি চুপ করে থানায় কোনও আওয়াজ না করে, কোনও ঝগড়া, তাঁদের সঙ্গে কোনও দুর্ব্যবহার না করে এক কোণায় বসেছিলাম ৷ একটাও তর্ক করিনি ৷ তাও ওরা আমাকে নিয়ে যাচ্ছে ৷ লালবাজারে নিয়ে যাওয়ার আগে আমি পাঁচ মিনিট সময় চেয়েছিলাম ৷ একবার ওয়াশরুমে যেতে চেয়েছিলাম ৷ আমাকে সেটুকু পর্যন্ত যেতে দেওয়া হয়নি ৷ যাতে আমি মানসিকভাবে ও শারীরিকভাবে কষ্ট পাই ৷ আর কত কষ্ট দেবে ? মার খেয়ে তো ব্রেন হ্যামারেজ সহ্য করে নিয়েছি ৷ আর কী চাই ? সব সহ্য করতে হবে শুধু বিজেপি করি বলে ?"

বুধবার সকালে নবম শ্রেণির ছাত্র কোচিং সেন্টারে যাচ্ছিল ৷ সে কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ কোচিং সেন্টারের কাছে চলছিল রাস্তা সারাইয়ের কাজ ৷ সেখানেই থাকা এক জেসিবি ওই ছাত্রকে প্রথমে ধাক্কা মারে পরে পিষে দেয় গাছের সঙ্গে ৷ মাথায় গুরুতর আঘাত লাগে পড়ুয়ার ৷

এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় নবম শ্রেণির ওই ছাত্রের ৷ এই ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী এলাকা ৷ এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপির প্রাক্তন রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও ৷ তিনি বুধবারেই জানান, যত দিন না অভিযুক্তদের গ্রেফতার করা হবে তত দিন তিনি থানায় ধর্নায় বসে থাকবেন ৷ বৃহস্পতিবার সকালেও বাঁশদ্রোণী থানা চত্বরে ধর্নায় ছিলেন তিনি ৷

Last Updated : 29 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.