ETV Bharat / state

Recipe of Jungle Mahal: হাতে ধরে জঙ্গলমহলের সুস্বাদু পদ রান্না শেখালেন রাজবাড়ির রাঁধুনি, উচ্ছ্বসিত পড়ুয়ারা - Cook of Jhargram Rajbari shares some recipes of Cook of Jhargram Rajbari shares some recipes of Jungle Mahal with Hotel Management Students

জঙ্গলমহলের মানুষদের পছন্দের খাবারের রেসিপি শিখছে পড়ুয়ারা । আর তা শেখাচ্ছেন ঝাড়গ্রাম রাজ পরিবারের দীর্ঘদিনের রাঁধুনি ইন্দ্ররাজ সিংহদেব (Cook of Jungle Mahal Rajbari shares some recipes)।

Cook of Jhargram
জঙ্গলমহলের পছন্দের রান্না ছাত্রদের শেখালেন ঝাড়গ্রাম রাজবাড়ির রাঁধুনি
author img

By

Published : Jul 17, 2022, 11:12 AM IST

ঝাড়গ্রাম, 17 জুলাই: এবার জঙ্গলমহলের পছন্দের খাবারের রেসিপি শিখছে হোটেল ম্যানেজমেন্টের ছাত্র-ছাত্রীরা । ঝাড়গ্রাম রাজবাড়িতে পৌঁছয় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ছাত্র-ছাত্রীরা (Cook of Jhargram Rajbari shares some recipes of Jungle Mahal)। হোটেল ম্যানেজমেন্টের মাধ্যমে ভালো রান্না শিখে নামীদামি শেফ হয়ে চলে যাবে দেশ-বিদেশের নানা প্রান্তে । তার আগে জঙ্গলমহলে এসে সেখানকার মানুষদের পছন্দসই রান্নার খুঁটিনাটি হাতে-কলমে শিখলেন তাঁরা । তাঁদের রান্না শেখালেন ঝাড়গ্রাম রাজ পরিবারের দীর্ঘদিনের রাঁধুনি ইন্দ্ররাজ সিংহদেব । ইন্দ্ররাজ প্রায় 35 বছরের বেশি সময় ধরে রাজবাড়িতে রান্না করছেন ।

রাজ পরিবারের পাশাপাশি রাজবাড়ির গেস্ট হাউসের অতিথিদের জন্যও রান্না করেন তিনি । এদিন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের খালা পোড়া মাছ নামে একটি বিশেষ রেসিপি তৈরি করা শেখালেন তিনি । যেখানে মাছের পিসকে নুন, হলুদ মাখিয়ে তার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন বাটা-সহ নানা ধরনের মশলা মাখিয়ে কাঁচা শালপাতার মধ্যে সরষের তেল দিয়ে মুড়ে হালকা আঁচে পোড়ানো হয় । এইভাবেই তৈরি হয় খালা পোড়া মাছ । এছাড়া হোটেল ম্যানেজমেন্ট এর ছাত্রছাত্রীদের টমেটো পুড়িয়ে কীভাবে চাটনি করা হয় তাও সেখান রাজবাড়ির রাঁধুনি ।

আরও পড়ুন : ওহ লাভলি ! শ্রীতমার সঙ্গে এবার রাঁধুনি অবতারে মদন

রাঁধুনি ইন্দ্ররাজ বলেন, "কলকাতা থেকে হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা আমাদের এখানকার রান্না শেখার জন্য এসেছে । আমি তাঁদের ভাত, ডাল, শাক ভাজা, পাঁচমিশালি সবজি, টমেটোর পোড়া ও খালা পোড়া মাছ বানানো শেখাচ্ছি ৷"

জঙ্গলমহলের পছন্দের রান্না ছাত্রদের শেখালেন ঝাড়গ্রাম রাজবাড়ির রাঁধুনি

হোটেল ম্যানেজমেন্টের পড়ুয়া সৌম্য সেন বলেন, "আমি হোটেল ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট । আমাদেরকে ঝাড়গ্রাম নিয়ে আসা হয়েছে, এখানকার মানুষ কী ধরনের খাবার খেতে ভালোবাসে তা শেখানোর জন্য । আমাদেরকে মাছের একটি রেসিপি হচ্ছে যেটা আমার কাছে একেবারেই নতুন । এখানে এসে শিখতে পেরে খুবই ভালো লাগছে ৷"

ঝাড়গ্রাম, 17 জুলাই: এবার জঙ্গলমহলের পছন্দের খাবারের রেসিপি শিখছে হোটেল ম্যানেজমেন্টের ছাত্র-ছাত্রীরা । ঝাড়গ্রাম রাজবাড়িতে পৌঁছয় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ছাত্র-ছাত্রীরা (Cook of Jhargram Rajbari shares some recipes of Jungle Mahal)। হোটেল ম্যানেজমেন্টের মাধ্যমে ভালো রান্না শিখে নামীদামি শেফ হয়ে চলে যাবে দেশ-বিদেশের নানা প্রান্তে । তার আগে জঙ্গলমহলে এসে সেখানকার মানুষদের পছন্দসই রান্নার খুঁটিনাটি হাতে-কলমে শিখলেন তাঁরা । তাঁদের রান্না শেখালেন ঝাড়গ্রাম রাজ পরিবারের দীর্ঘদিনের রাঁধুনি ইন্দ্ররাজ সিংহদেব । ইন্দ্ররাজ প্রায় 35 বছরের বেশি সময় ধরে রাজবাড়িতে রান্না করছেন ।

রাজ পরিবারের পাশাপাশি রাজবাড়ির গেস্ট হাউসের অতিথিদের জন্যও রান্না করেন তিনি । এদিন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের খালা পোড়া মাছ নামে একটি বিশেষ রেসিপি তৈরি করা শেখালেন তিনি । যেখানে মাছের পিসকে নুন, হলুদ মাখিয়ে তার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন বাটা-সহ নানা ধরনের মশলা মাখিয়ে কাঁচা শালপাতার মধ্যে সরষের তেল দিয়ে মুড়ে হালকা আঁচে পোড়ানো হয় । এইভাবেই তৈরি হয় খালা পোড়া মাছ । এছাড়া হোটেল ম্যানেজমেন্ট এর ছাত্রছাত্রীদের টমেটো পুড়িয়ে কীভাবে চাটনি করা হয় তাও সেখান রাজবাড়ির রাঁধুনি ।

আরও পড়ুন : ওহ লাভলি ! শ্রীতমার সঙ্গে এবার রাঁধুনি অবতারে মদন

রাঁধুনি ইন্দ্ররাজ বলেন, "কলকাতা থেকে হোটেল ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা আমাদের এখানকার রান্না শেখার জন্য এসেছে । আমি তাঁদের ভাত, ডাল, শাক ভাজা, পাঁচমিশালি সবজি, টমেটোর পোড়া ও খালা পোড়া মাছ বানানো শেখাচ্ছি ৷"

জঙ্গলমহলের পছন্দের রান্না ছাত্রদের শেখালেন ঝাড়গ্রাম রাজবাড়ির রাঁধুনি

হোটেল ম্যানেজমেন্টের পড়ুয়া সৌম্য সেন বলেন, "আমি হোটেল ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট । আমাদেরকে ঝাড়গ্রাম নিয়ে আসা হয়েছে, এখানকার মানুষ কী ধরনের খাবার খেতে ভালোবাসে তা শেখানোর জন্য । আমাদেরকে মাছের একটি রেসিপি হচ্ছে যেটা আমার কাছে একেবারেই নতুন । এখানে এসে শিখতে পেরে খুবই ভালো লাগছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.