ETV Bharat / state

Jhargram School Donation : শিক্ষিকা দিদির স্মরণে স্কুলে অর্থ দান ভাইয়ের - প্রয়াত শিক্ষিকা দিদির স্মরণে তাঁর জমানো অর্থ স্কুলে দান ভাইয়ের পরিবারের

ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম বাণীতীর্থ হাইস্কুল (Jhargram Banitirtha High School) ৷ এই স্কুলেই শিক্ষকতা করতেন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় ৷

Jhargram School Donation
প্রয়াত শিক্ষিকা দিদির স্মরণে তাঁর জমানো অর্থ স্কুলে দান ভাইয়ের পরিবারের
author img

By

Published : Feb 22, 2022, 10:13 PM IST

ঝাড়গ্রাম, 22 ফেব্রুয়ারি : স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা করতেন তিনি । নাম জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় ৷ অবসর নেওয়ার প্রায় 15 বছর পর প্রয়াত হন ওই শিক্ষিকা । স্কুলের উন্নতিকল্পে ওই শিক্ষিকার জমানো প্রায় 2 লক্ষ টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন তাঁর পরিবারের সদস্যরা ৷

ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম বাণীতীর্থ হাইস্কুল (Jhargram Banitirtha High School) । 1960 সালে বাণীতীর্থ সোসাইটির উদ্যোগে প্রথম এই স্কুল শুরু হয় । তার কিছুদিন পরেই সরকারি মান্নতা পায় এই বিদ্যালয় । সেই সময় থেকেই ওই স্কুলে শিক্ষকতা শুরু করেন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় । তিনি ইতিহাসের শিক্ষিকা ছিলেন । স্কুল শুরু থেকেই তিলে তিলে স্কুলের বড় হয়ে ওঠা সবকিছুরই সাক্ষী তিনি । 2003 সালে অবসর নেন তিনি । অবিবাহিতই ছিলেন ৷ ভাই, ভাইয়ের স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর পরিবার । 2020 তে 75 বছর বয়সে প্রয়াত হন তিনি ৷

আরও পড়ুন : ধরা পড়া দুই বাঘকে সুন্দরবনের জঙ্গলে ফেরাল বন দফতর

তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি করে গিয়েছিলেন ভাই দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ৷ দিদির মৃত্যুর পর তিনি জানতে পারেন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে ৷ এরপরই সরকারি নিয়ম-নীতি মেনে তিনি দিদির অ্যাকাউন্টের টাকা স্কুল উন্নয়নের স্বার্থে বাণীতীর্থ হাই স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ মঙ্গলবার দেবাশীষবাবু ও তাঁর স্ত্রী গৌরী দেবী স্কুল কর্তৃপক্ষের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন ৷ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুদেব কুমার সিংহ প্রমুখ ৷ জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়ের নামে একটি স্মৃতি পুরস্কার প্রদানের বিষয়ে চিন্তা ভাবনা করছে স্কুল কর্তৃপক্ষ ৷

ঝাড়গ্রাম, 22 ফেব্রুয়ারি : স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা করতেন তিনি । নাম জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় ৷ অবসর নেওয়ার প্রায় 15 বছর পর প্রয়াত হন ওই শিক্ষিকা । স্কুলের উন্নতিকল্পে ওই শিক্ষিকার জমানো প্রায় 2 লক্ষ টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন তাঁর পরিবারের সদস্যরা ৷

ঝাড়গ্রাম শহরের ঝাড়গ্রাম বাণীতীর্থ হাইস্কুল (Jhargram Banitirtha High School) । 1960 সালে বাণীতীর্থ সোসাইটির উদ্যোগে প্রথম এই স্কুল শুরু হয় । তার কিছুদিন পরেই সরকারি মান্নতা পায় এই বিদ্যালয় । সেই সময় থেকেই ওই স্কুলে শিক্ষকতা শুরু করেন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায় । তিনি ইতিহাসের শিক্ষিকা ছিলেন । স্কুল শুরু থেকেই তিলে তিলে স্কুলের বড় হয়ে ওঠা সবকিছুরই সাক্ষী তিনি । 2003 সালে অবসর নেন তিনি । অবিবাহিতই ছিলেন ৷ ভাই, ভাইয়ের স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর পরিবার । 2020 তে 75 বছর বয়সে প্রয়াত হন তিনি ৷

আরও পড়ুন : ধরা পড়া দুই বাঘকে সুন্দরবনের জঙ্গলে ফেরাল বন দফতর

তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি করে গিয়েছিলেন ভাই দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ৷ দিদির মৃত্যুর পর তিনি জানতে পারেন জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে ৷ এরপরই সরকারি নিয়ম-নীতি মেনে তিনি দিদির অ্যাকাউন্টের টাকা স্কুল উন্নয়নের স্বার্থে বাণীতীর্থ হাই স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন ৷ মঙ্গলবার দেবাশীষবাবু ও তাঁর স্ত্রী গৌরী দেবী স্কুল কর্তৃপক্ষের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন ৷ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুদেব কুমার সিংহ প্রমুখ ৷ জ্যোৎস্না বন্দ্যোপাধ্যায়ের নামে একটি স্মৃতি পুরস্কার প্রদানের বিষয়ে চিন্তা ভাবনা করছে স্কুল কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.