ঝাড়গ্রাম, 26 ডিসেম্বর: দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপে (Blind T-20 World Cup) ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ যে দলের সদস্য ছিলেন বাংলার ঝাড়গ্রামের বাসিন্দা শুভেন্দু মাহাতো ৷ সোমবার সকালে ঝাড়গ্রামের বাড়িতে ফিরলেন শুভেন্দু (Indian Cricketer Suvendu Mahata Returns Home) ৷ আর তিনি ফিরতেই উৎসবের মেজাজ ঝাড়গ্রামে ৷ এদিন সকাল 9টার সময় তিনি কলকাতা-সাঁতরাগাছি লোকালে ঝাড়গ্রাম স্টেশনে নামেন ৷ সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ৷ এর পর কৈমা গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দেন বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য শুভেন্দু মাহাতো ৷
শুভেন্দু মাহাতো এদিন ঝাড়গ্রাম স্টেশনে শুভেন্দুকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় ৷ সেখানে তাঁকে ঝাড়গ্রাম পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো এবং 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ প্রধান তাঁকে সংবর্ধনা দেন ৷ ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন শুভেন্দুর মা দিপালী মাহাতো-সহ কৈমা গ্রামের শতাধিক মানুষ ৷ এছাড়া উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও জনপ্রতিনিধিরা ৷ স্টেশনেই শুভেন্দুকে মিষ্টিমুখ করান তাঁর মা দিপালী মাহাতো ৷ এমনকি শুভেন্দুর সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় লোকজনের ৷
বিশ্বকাপ জয়ী শুভেন্দু বলেন, ‘‘ঝাড়গ্রামে ফিরে খুব ভালো লাগছে ৷ আমার মা ও গ্রামের সকল মানুষজন এসেছে, খুবই ভালো লাগছে ৷ এই জয় আমার একটা স্বপ্ন ছিল ৷ আমার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পেরে খুবই আনন্দিত ৷ ভবিষ্যতেও ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা জারি রাখব ৷ কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যদি আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে আমার এগিয়ে যেতে আরও সুবিধা হবে ৷’’
আরও পড়ুন: ব্লাইন্ড টি-20 বিশ্বকাপ জিতেছেন ঝাড়গ্রামের শুভেন্দু, ছেলের অপেক্ষায় মা
ঝাড়গ্রাম রেলস্টেশন থেকে ফুল দিয়ে সাজানো টেম্পোয়, ব্যান্ড পার্টির তালে মিছিল করে শুভেন্দু মাহাতোকে তাঁর গ্রামে নিয়ে যাওয়া হয় ৷ কৈমা গ্রামে পৌঁছনোর পর আরেক পর্ব উৎসব শুরু হয়ে যায় ৷ সেখানেও কয়েকশো মানুষ শুভেন্দু মাহাতোকে নিয়ে বিশাল শোভাযাত্রা করে গ্রামবাসীরা ৷ কৈমা গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর মাহাতো বলেন, ‘‘গ্রামের মানুষ খুবই আনন্দিত-গর্বিত ৷ এক কথায় বলা যায়, এই পৌষ সংক্রান্তির প্রাক্কালে গ্রামের মানুষ আগাম-পৌষ সংক্রান্তির উৎসবে মেতে উঠেছে ৷’’
পশ্চিমবঙ্গ থেকে শুভেন্দু ভারতের জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের একমাত্র সদস্য ছিলেন ৷ ব্লাইন্ড টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল ৷ এ নিয়ে পরপর 3 বার বিশ্বজয়ী হল ভারতীয় ব্লাইন্ড ক্রিকেট দল ৷