ETV Bharat / state

Birbaha Hansda: নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি'র উপদেষ্টার পথ থেকে বহিষ্কৃত মন্ত্রী বীরবাহা - Jhargram News

নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি'র উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হল মন্ত্রী-বিধায়ক বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda Expelled from Netai Shaheed Smriti Raksha Committee) ৷

Birbaha Hansda
নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টার পদ থেকে বহিষ্কার বিরবাহা হাঁসদা
author img

By

Published : Dec 14, 2022, 8:19 AM IST

Updated : Dec 14, 2022, 10:58 AM IST

ঝাড়গ্রাম, 14 ডিসেম্বর: শহিদ দিবসের 25 দিন আগেই রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda) লালগড়ের নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি (Netai Shaheed Smriti Raksha Committee)-র উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হল (Birbaha Hansda Expelled from Netai Shaheed Smriti Raksha Committee) । মঙ্গলবার সন্ধ্যায় নেতাইয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি । সেখানে উপস্থিত ছিলেন কমিটির প্রায় 60 জন সদস্য । এদিনের সভায় মূল তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় । প্রথমত, আগামী 7 জানুয়ারি নেতাই শহিদ দিবস পালন । দ্বিতীয়ত, আহতদের চিকিৎসা এবং মামলা সংক্রান্ত আলোচনা এবং তৃতীয়ত, নেতাই গ্রামে সামগ্রিক সুবিধা এবং অসুবিধা সংক্রান্ত আলোচনা ।

এই তিনটি এজেন্ডার উপর ভিত্তি করে এদিনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নেতাই গ্রাম থেকে শাসকদল তৃণমূলের সংগঠনে কোনও প্রতিনিধি এই মুহূর্তে নেই । নেতাই গ্রামের প্রতিনিধি শাসকদলের সংগঠনে না-থাকায় তাঁরা সুবিধা-অসুবিধার কথা কাকে জানাবেন বলে সভায় প্রশ্ন ওঠে । রাজ্যে ক্ষমতা পালাবদলে অন্যতম নাম নেতাই । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা প্রতিবছর নেতাই শহিদ দিবস পালন করে আসছে । সেখানে তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকতেন ।

নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি'র (Netai Shaheed Smriti Raksha Committee) সম্পাদক স্মরজিৎ রায় তৃণমূলের লালগড় অঞ্চল যুব সভাপতি পদে ছিলেন । গত পরশু দিন তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় । ফলে নেতাই গ্রামের কোনও বাসিন্দা এই মুহূর্তে আর শাসক দলের সংগঠনের দায়িত্বে নেই । বিষয়টি স্থানীয় বিধায়ক বীরবাহা হাঁসদাকে জানানো হলেও কোনও ফল হয়নি ৷ নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি'র সভায় এ নিয়ে রেজুলেশন করা হয়েছে । নিচে স্বাক্ষর করেছেন কমিটির সভাপতি নন্তু অধিকারী । তিনি বলেন, "আমরা সর্বসম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা কমিটির পদ থেকে বীরবাহা হাঁসদাকে বহিষ্কার করেছি ।'

আরও পড়ুন: 12 ডিসেম্বরে শুভেন্দুর চমক কি লালনের মৃত্যু? হাজরার সভা থেকে প্রশ্ন তৃণমূলের

নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটি'র সম্পাদক স্মরজিৎ রায় বলেন, 'বিধায়ক বীরবাহা হাঁসদা 2011 সালের পরিবর্তনে নেতাইয়ের ভূমিকাকে অস্বীকার করছেন । নাহলে নেতাই থেকে কাউকে সংগঠনে রাখা হত । এটা নেতাইবাসীর কাছে অপমানজনক বলে মনে হয়েছে । তাই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ৷" এই বিষয়ে জানার জন্য বীরবাহা হাঁসদাকে ফোন করা হলে ফোনে পাওয়া যায়নি ।

ঝাড়গ্রাম, 14 ডিসেম্বর: শহিদ দিবসের 25 দিন আগেই রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda) লালগড়ের নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি (Netai Shaheed Smriti Raksha Committee)-র উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হল (Birbaha Hansda Expelled from Netai Shaheed Smriti Raksha Committee) । মঙ্গলবার সন্ধ্যায় নেতাইয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি । সেখানে উপস্থিত ছিলেন কমিটির প্রায় 60 জন সদস্য । এদিনের সভায় মূল তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় । প্রথমত, আগামী 7 জানুয়ারি নেতাই শহিদ দিবস পালন । দ্বিতীয়ত, আহতদের চিকিৎসা এবং মামলা সংক্রান্ত আলোচনা এবং তৃতীয়ত, নেতাই গ্রামে সামগ্রিক সুবিধা এবং অসুবিধা সংক্রান্ত আলোচনা ।

এই তিনটি এজেন্ডার উপর ভিত্তি করে এদিনের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নেতাই গ্রাম থেকে শাসকদল তৃণমূলের সংগঠনে কোনও প্রতিনিধি এই মুহূর্তে নেই । নেতাই গ্রামের প্রতিনিধি শাসকদলের সংগঠনে না-থাকায় তাঁরা সুবিধা-অসুবিধার কথা কাকে জানাবেন বলে সভায় প্রশ্ন ওঠে । রাজ্যে ক্ষমতা পালাবদলে অন্যতম নাম নেতাই । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা প্রতিবছর নেতাই শহিদ দিবস পালন করে আসছে । সেখানে তৃণমূলের প্রথম সারির নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকতেন ।

নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি'র (Netai Shaheed Smriti Raksha Committee) সম্পাদক স্মরজিৎ রায় তৃণমূলের লালগড় অঞ্চল যুব সভাপতি পদে ছিলেন । গত পরশু দিন তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় । ফলে নেতাই গ্রামের কোনও বাসিন্দা এই মুহূর্তে আর শাসক দলের সংগঠনের দায়িত্বে নেই । বিষয়টি স্থানীয় বিধায়ক বীরবাহা হাঁসদাকে জানানো হলেও কোনও ফল হয়নি ৷ নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি'র সভায় এ নিয়ে রেজুলেশন করা হয়েছে । নিচে স্বাক্ষর করেছেন কমিটির সভাপতি নন্তু অধিকারী । তিনি বলেন, "আমরা সর্বসম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা কমিটির পদ থেকে বীরবাহা হাঁসদাকে বহিষ্কার করেছি ।'

আরও পড়ুন: 12 ডিসেম্বরে শুভেন্দুর চমক কি লালনের মৃত্যু? হাজরার সভা থেকে প্রশ্ন তৃণমূলের

নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটি'র সম্পাদক স্মরজিৎ রায় বলেন, 'বিধায়ক বীরবাহা হাঁসদা 2011 সালের পরিবর্তনে নেতাইয়ের ভূমিকাকে অস্বীকার করছেন । নাহলে নেতাই থেকে কাউকে সংগঠনে রাখা হত । এটা নেতাইবাসীর কাছে অপমানজনক বলে মনে হয়েছে । তাই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ৷" এই বিষয়ে জানার জন্য বীরবাহা হাঁসদাকে ফোন করা হলে ফোনে পাওয়া যায়নি ।

Last Updated : Dec 14, 2022, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.