ঝাড়গ্রাম, 29 মার্চ : ভোটের পরেই ছত্রধর মাহাতকে এনআইএ হেফাজতে নেওয়ার ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছেন ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাত । নিয়তিদেবীর দাবি, ‘‘ছত্রধর মাহাতকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে ।’’ তবে তাঁর দাবি, ছত্রধর কোনও অবস্থাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না ।
2009 সালে সিপিএম নেতা প্রবীর মাহাত খুনের ঘটনা এবং ঝাড়গ্রামের বাঁশতলা রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস পণবন্দী ঘটনায় ছত্রধরকে এনআইএ গ্রেফতার করে ৷ ছত্রধরকে 30 মার্চ পর্যন্ত আদালত এনআইএ হেফাজতে দিয়েছে । এই বিষয়ে নিয়তিদেবী বলনে , "জনসাধারণের কমিটি যখন রাজধানী এক্সপ্রেস আটক করছিল, তখন ছত্রধর জেলে ছিল । সে কীভাবে জনসাধারণের কমিটির কর্মীদের নির্দেশ দেবে ?’’
আরও পড়ুন : দামোদরে তলিয়ে 4 কিশোরের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন 4
27 মার্চ স্ত্রী ,পুত্রকে নিয়ে সকাল সকাল ভোট দেন ছত্রধর । ভোট দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাঁকে ৷ রবিবার ভোর সাড়ে তিনটের সময় লালগড়ের আমলিয়া গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যায় এনআইএ । বিকেলে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় ছত্রধরকে ৷ সেখানেই তাঁকে 30 মার্চ পর্যন্ত এনআইএ -এর হেফাজতের নির্দেশ দেন বিচারক ।