ETV Bharat / state

দশ দিনের মধ্যেই তৃণমূল ছেড়ে ফের BJP-তে বলিরাম এক্কা - বলিরাম এক্কা

9 আগস্ট ক্রান্তি ব্লক কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বলিরাম এক্কা ৷ বলেছিলেন BJP-র কাজ কর্ম ভালো লাগছে না তাই তৃণমূলে এসেছেন ।

বলিরাম এক্কা
ফের BJP-তে বলিরাম এক্কা
author img

By

Published : Aug 23, 2020, 7:37 AM IST

জলপাইগুড়ি, 22 অগাস্ট : 9 আগস্ট BJP ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন 2011 সালের BJP-র প্রার্থী বলিরাম এক্কা । দিন দশেক কাটতে না কাটতেই ঘরের ছেলের ফের ঘর বাপসি । তৃণমূল ছেড়ে ফের BJP-তে এলেন মালবাজারের বলিরাম এক্কা ।

9 আগস্ট ক্রান্তি ব্লক কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বলিরাম এক্কা ৷ বলেছিলেন BJP-র কাজ কর্ম ভালো লাগছে না তাই তৃণমূলে এসেছেন । এবার ঠিক একইরকমভাবে তিনি আজ জানান,‘‘ তৃণমূলে গিয়ে নাড়াচাড়া করে দেখলাম কিন্তু ভালো লাগল না । BJP-র জেলা সভাপতিও বলল তুমি কাজটা ঠিক করলে না ৷ তাই আমি আবার আমার ঘরে ফিরে এলাম । তাছাড়া 2011 সালে BJP-র টিকিটে মালবাজারে প্রার্থী ছিলাম । আমার পুরোনো সঙ্গীরাও বার বার বলছে তুমি ফিরে আসো, তাই ফিরে এলাম । তাদের সাথে করে কাজ করতে চাই ।’’

এদিকে স্বচ্ছ ভাবমূর্তি এবং দুর্নীতি নেই এমন তৃণমূল নেতা কিংবা জনপ্রতিনিধিদের BJP দল গ্রহণ করবে বলে জানালেন জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী । তিনি অভিযোগ করে বলেন,‘‘ তৃণমূল ভুল বুঝিয়ে BJP মণ্ডল কমিটির সদস্য বলিরাম এক্কা কিছুদিন আগে তৃণমূল যোগ করেন । তিনি তাঁর ভুল বুঝতে পেরে আবার দলে চলে এসেছেন ।’’

জলপাইগুড়ি, 22 অগাস্ট : 9 আগস্ট BJP ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন 2011 সালের BJP-র প্রার্থী বলিরাম এক্কা । দিন দশেক কাটতে না কাটতেই ঘরের ছেলের ফের ঘর বাপসি । তৃণমূল ছেড়ে ফের BJP-তে এলেন মালবাজারের বলিরাম এক্কা ।

9 আগস্ট ক্রান্তি ব্লক কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বলিরাম এক্কা ৷ বলেছিলেন BJP-র কাজ কর্ম ভালো লাগছে না তাই তৃণমূলে এসেছেন । এবার ঠিক একইরকমভাবে তিনি আজ জানান,‘‘ তৃণমূলে গিয়ে নাড়াচাড়া করে দেখলাম কিন্তু ভালো লাগল না । BJP-র জেলা সভাপতিও বলল তুমি কাজটা ঠিক করলে না ৷ তাই আমি আবার আমার ঘরে ফিরে এলাম । তাছাড়া 2011 সালে BJP-র টিকিটে মালবাজারে প্রার্থী ছিলাম । আমার পুরোনো সঙ্গীরাও বার বার বলছে তুমি ফিরে আসো, তাই ফিরে এলাম । তাদের সাথে করে কাজ করতে চাই ।’’

এদিকে স্বচ্ছ ভাবমূর্তি এবং দুর্নীতি নেই এমন তৃণমূল নেতা কিংবা জনপ্রতিনিধিদের BJP দল গ্রহণ করবে বলে জানালেন জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী । তিনি অভিযোগ করে বলেন,‘‘ তৃণমূল ভুল বুঝিয়ে BJP মণ্ডল কমিটির সদস্য বলিরাম এক্কা কিছুদিন আগে তৃণমূল যোগ করেন । তিনি তাঁর ভুল বুঝতে পেরে আবার দলে চলে এসেছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.