ETV Bharat / state

প্রধানমন্ত্রীর সভা থেকে সার্কিট বেঞ্চের চূড়ান্ত ঘোষণা ! - pm

সূত্রের খবর আগামীকাল সেই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 7, 2019, 6:18 AM IST

জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি : ময়নাগুড়ির সভা থেকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ তৈরির ব্যাপারে সবুজ সংকেত দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল প্রধানমন্ত্রীর সভার আগে BJP সূত্রে এই খবর জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি জলপাইগুড়িতে বিজয় মিছিল করে গেরুয়া শিবির।

২০০৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমোদন দিলেও তা আজও তৈরি হয়নি। এরই মাঝে ডাকবাংলোয় অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে উদ্যোগী ছিল রাজ্য। ৮ কোটি টাকা খরচ করে তৈরি করা হয় পরিকাঠামো। সাজিয়ে তোলা হয় ডাকবাংলো। সব প্রস্তুতির পর এই অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে উদ্বোধনের দিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র না মেলায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দিনে অস্থায়ী সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়নি।

এরপর সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রের টালবাহানার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে শুরু হয় অবস্থান। তাতে সামিল হন উত্তরবঙ্গের মন্ত্রীরাও। এরই মাঝে, আগামীকাল ময়নাগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওই সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী অস্থায়ী সার্কিট বেঞ্চ চালুর সবুজ সংকেত দিতে পারেন। এবং লোকসভা নির্বাচনের আগেই রাষ্ট্রপতির স্বাক্ষরের পর চালু হবে অস্থায়ী সার্কিট বেঞ্চ। এ প্রসঙ্গে BJP নেতা মুকুল রায় বলেন, "প্রধানমন্ত্রীর সভা থেকে ওই ঘোষণার সম্ভাবনা আমরাও জানি। অপেক্ষায় আছি।"

undefined

জলপাইগুড়ি, ৭ ফেব্রুয়ারি : ময়নাগুড়ির সভা থেকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ তৈরির ব্যাপারে সবুজ সংকেত দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল প্রধানমন্ত্রীর সভার আগে BJP সূত্রে এই খবর জানা গেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি জলপাইগুড়িতে বিজয় মিছিল করে গেরুয়া শিবির।

২০০৬ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনুমোদন দিলেও তা আজও তৈরি হয়নি। এরই মাঝে ডাকবাংলোয় অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে উদ্যোগী ছিল রাজ্য। ৮ কোটি টাকা খরচ করে তৈরি করা হয় পরিকাঠামো। সাজিয়ে তোলা হয় ডাকবাংলো। সব প্রস্তুতির পর এই অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করতে উদ্বোধনের দিন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের ছাড়পত্র না মেলায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দিনে অস্থায়ী সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়নি।

এরপর সার্কিট বেঞ্চ নিয়ে কেন্দ্রের টালবাহানার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে শুরু হয় অবস্থান। তাতে সামিল হন উত্তরবঙ্গের মন্ত্রীরাও। এরই মাঝে, আগামীকাল ময়নাগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ওই সভামঞ্চ থেকেই প্রধানমন্ত্রী অস্থায়ী সার্কিট বেঞ্চ চালুর সবুজ সংকেত দিতে পারেন। এবং লোকসভা নির্বাচনের আগেই রাষ্ট্রপতির স্বাক্ষরের পর চালু হবে অস্থায়ী সার্কিট বেঞ্চ। এ প্রসঙ্গে BJP নেতা মুকুল রায় বলেন, "প্রধানমন্ত্রীর সভা থেকে ওই ঘোষণার সম্ভাবনা আমরাও জানি। অপেক্ষায় আছি।"

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
AP via AGENCY POOL (Reuters) - AP CLIENTS ONLY
Paris - 6 February 2019
1. Marine Le Pen, President of the French National Front political party arriving at Elysee Palace
STORYLINE:
The President of the French National Front Marine Le Pen on Wednesday arrived at the Elysee Palace to meet with the French President Emmanuel Macron.
The two were expected to discuss the 'yellow vest' unrest in the country.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.