ETV Bharat / state

এবার কী হবে! বাড়িতে অতিথি, বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি - wild animal elephant attack

Elephant Attack on House: আগামী শনিবার বৌভাতের অনুষ্ঠান। তার আগেই ভোজ খেয়ে গেল হাতি ৷ মাথায় হাত গৃহকর্তার! কীভাবে সামলাবেন পরিস্থিতি ৷

Elephant Attack on House
ভোজ খেয়ে গেল হাতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 7:40 PM IST

Updated : Dec 12, 2023, 7:50 PM IST

বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর: কয়েকদিন পরেই বাড়িতে ছেলের বিয়ের অনুষ্ঠান ৷ আগ থেকে তারই তোড়জোড় করে রাখা ছিল বাড়িতে ৷ বাড়িতে ছেলের বিয়ে । সব আয়োজন চলছে জোর কদমে । আগামী শনিবার বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের জন্য ঘরে রাখা চাল, ডাল, সবজি সব কিছু কেনা হয়ে গিয়েছে ৷ অনুষ্ঠানের আগেই সেই সমস্ত বাজার সাবার করল বুনো হাতি। সোমবার ঘটনাটি ঘটেছে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া দক্ষিণ ধুপঝোরা এলাকায় । গরুমারা জঙ্গল থেকে একটি হাতি এসে ওই বাড়ির ঘরের জানালা ভেঙ্গে যাবতীয় খাদ্যদ্রব্য সাবাড় করে চলে গেল। বৌভাতের আয়োজন নিয়ে কপালে হাত গৃহকর্তার ৷

জানা গিয়েছে, গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে। খাবারের লোভেই দক্ষিণ ঝুপঝোরার গুয়াবাড়ির বাসিন্দা জিতেন রায়ের বাড়িতে হামলা চালায়। এদিকে লোকালয়ে হাতি বের হবার খবরে যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য-সহ বনকর্মীরা হাতি তাড়াতে উপস্থিত হন। দাঁতালটি তেড়ে এসে গাড়িটিকে উলটে দেয়। গাড়িতে থাকা চালক ইমরান আলী গুরুতর আহত হয় । রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ পরে সেখানে থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত চালককে ।

ঘটনা প্রসঙ্গেই ধুপঝোরা 2নং যৌথ বন সুরক্ষা কমিটির কোষাধ্যক্ষ হরিপদ রায় বলেন, "বিয়ে বাড়ির সমস্ত আনাজপত্র হাতি জানালা ভেঙে খেয়ে চলে যায় ৷ হাতি তাড়াতে গেলে বন কর্মীদের গাড়িটিকেও আক্রমণ করে হাতি । চালক ইমরান আলী গুরুতর অবস্থায় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।"

ক্ষতিগ্রস্ত বিয়ের বাড়ির মালিক জিতেন রায় বলেন, "আগামী শুক্রবার ছেলের বিয়ে। ছেলের বৌভাতের জন্য মুদিখানার বাজার-সহ অন্যান্য যা খাদ্য দ্রব্য লাগে সব বাড়িতে এনে মজুত করেছিলাম । হাতি এসে জানালে ভেঙে বিয়ের সমস্ত খাদ্যদ্রব্য খেয়ে চলে গেল । সব মিলিয়ে প্রায় 19 হাজার টাকার বাজার ছিল । কীভাবে বিয়ের অনুষ্ঠান করব সেটাই ভেবে পাচ্ছি না। সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি ।" ঘটনার খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বন কর্মীরা ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান । সরকারি নিয়ম মেনেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো
  2. গজরাজের তাণ্ডবে পরপর মৃ্ত্যু! দুষ্ট হাতিদের বাগে আনতে সংশোধনাগার তৈরি করছে বন দফতর
  3. রিসর্টে ঢুকে পর্যটকের গাড়ি উলটে দিল গজরাজ, দেখুন ভিডিয়ো

বৌভাতের অনুষ্ঠানের আগেই ভোজ খেয়ে গেল হাতি

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর: কয়েকদিন পরেই বাড়িতে ছেলের বিয়ের অনুষ্ঠান ৷ আগ থেকে তারই তোড়জোড় করে রাখা ছিল বাড়িতে ৷ বাড়িতে ছেলের বিয়ে । সব আয়োজন চলছে জোর কদমে । আগামী শনিবার বৌভাতের অনুষ্ঠান। বৌভাতের জন্য ঘরে রাখা চাল, ডাল, সবজি সব কিছু কেনা হয়ে গিয়েছে ৷ অনুষ্ঠানের আগেই সেই সমস্ত বাজার সাবার করল বুনো হাতি। সোমবার ঘটনাটি ঘটেছে গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া দক্ষিণ ধুপঝোরা এলাকায় । গরুমারা জঙ্গল থেকে একটি হাতি এসে ওই বাড়ির ঘরের জানালা ভেঙ্গে যাবতীয় খাদ্যদ্রব্য সাবাড় করে চলে গেল। বৌভাতের আয়োজন নিয়ে কপালে হাত গৃহকর্তার ৷

জানা গিয়েছে, গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে। খাবারের লোভেই দক্ষিণ ঝুপঝোরার গুয়াবাড়ির বাসিন্দা জিতেন রায়ের বাড়িতে হামলা চালায়। এদিকে লোকালয়ে হাতি বের হবার খবরে যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য-সহ বনকর্মীরা হাতি তাড়াতে উপস্থিত হন। দাঁতালটি তেড়ে এসে গাড়িটিকে উলটে দেয়। গাড়িতে থাকা চালক ইমরান আলী গুরুতর আহত হয় । রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ পরে সেখানে থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আহত চালককে ।

ঘটনা প্রসঙ্গেই ধুপঝোরা 2নং যৌথ বন সুরক্ষা কমিটির কোষাধ্যক্ষ হরিপদ রায় বলেন, "বিয়ে বাড়ির সমস্ত আনাজপত্র হাতি জানালা ভেঙে খেয়ে চলে যায় ৷ হাতি তাড়াতে গেলে বন কর্মীদের গাড়িটিকেও আক্রমণ করে হাতি । চালক ইমরান আলী গুরুতর অবস্থায় বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।"

ক্ষতিগ্রস্ত বিয়ের বাড়ির মালিক জিতেন রায় বলেন, "আগামী শুক্রবার ছেলের বিয়ে। ছেলের বৌভাতের জন্য মুদিখানার বাজার-সহ অন্যান্য যা খাদ্য দ্রব্য লাগে সব বাড়িতে এনে মজুত করেছিলাম । হাতি এসে জানালে ভেঙে বিয়ের সমস্ত খাদ্যদ্রব্য খেয়ে চলে গেল । সব মিলিয়ে প্রায় 19 হাজার টাকার বাজার ছিল । কীভাবে বিয়ের অনুষ্ঠান করব সেটাই ভেবে পাচ্ছি না। সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি ।" ঘটনার খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বন কর্মীরা ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান । সরকারি নিয়ম মেনেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন:

  1. চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো
  2. গজরাজের তাণ্ডবে পরপর মৃ্ত্যু! দুষ্ট হাতিদের বাগে আনতে সংশোধনাগার তৈরি করছে বন দফতর
  3. রিসর্টে ঢুকে পর্যটকের গাড়ি উলটে দিল গজরাজ, দেখুন ভিডিয়ো
Last Updated : Dec 12, 2023, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.