ETV Bharat / state

নির্বাচনে লড়তে কোমর বেঁধেছে কামতাপুরি ভূমিপুত্র মহাজোট - একুশের নির্বাচনে লড়তে কোমর বেঁধেছে 'কামতাপুরি ভূমিপুত্র মহাজোট'

উত্তরবঙ্গের বিরাট একটা অংশ কামতাপুরি, রাজবংশীদের বসবাস ৷ ভোটে এই মহাজোট একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন মহাজোটের শিবির । কামতাপুর ভূমিপুত্র মহাজোটে চারটি পার্টি ও মোট আটটি সংগঠনকে নিয়ে মহাজোট করা হয়েছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ।

কামতাপুর ভুমিপুত্র মহাজোট
কামতাপুর ভুমিপুত্র মহাজোট
author img

By

Published : Mar 15, 2021, 8:45 PM IST

জলপাইগুড়ি, 15 মার্চ : একুশের নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোট ৷ উত্তরবঙ্গের আদিবাসী, কামতাপুরি, গ্রেটার কোচবিহার ভুমিপুত্রদের একত্রিত করে নির্বাচনে নামল কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর নেতৃত্বে গঠিত কামতাপুর ভুমিপুত্র মহাজোট । কামতাপুর আলাদা রাজ্য ও কামতাপুরি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার ইস্যুকে সামনে রেখে বিধানসভা ভোটে লড়তে চলেছে কামতাপুর ভুমিপুত্র মহাজোট । সঙ্গে রয়েছে আদিবাসী সংগঠন প্রোগ্রেসিভ পিপলস পার্টি, গ্রেটার কোচবিহার থেকে শুরু করে আটটি সামাজিক সংগঠন ।

উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে 40টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কামতাপুর ভূমিপুত্র মহাজোট ৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি তুলে ধরলেও কেন্দ্রীয় বা রাজ্য সরকার আমল দেয়নি বলেই অভিযোগ তাদের ৷ ইতিমধ্যেই অতুল রায়ের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ও বংশী বদন বর্মনের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমুল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়ে এসেছে । এবার অতুল রায় ও বংশীবদনের একেবারে মুখোমুখি কামতাপুর পিপলস পার্টি(ইউনাইটেড) ও কামতাপুর ভুমিপুত্র মহাজোটের সভাপতি নিখিল রায় উত্তরবঙ্গে মহাজোট করে ভোটে চমক দেবার জন্য আসরে নামলেন । তৃণমূল সরকারের রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশী বদন বর্মণ ৷ অন্যদিকে কামতাপুরি ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন অতুল রায় ৷ কিন্তু কেউই পুরোপুরি ভাষা ও রাজ্যের স্বীকৃতির দাবি আদায় করতে পারেনি বলে অভিযোগ মহাজোটের ।

একুশের নির্বাচনে লড়তে কোমর বেঁধেছে 'কামতাপুরি ভূমিপুত্র মহাজোট'

আরও পড়ুন : নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

নিখিল রায় বলেন, "বিভিন্ন কামতাপুরি গণসংগঠন, পার্টিদের নিয়ে মহাজোট করে কামতাপুরিদের মৌলিক অধিকার অর্জনের জন্য আলাদা কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির উন্নয়নের জন্য আমরা বিধানসভা নির্বাচনে লড়াই করব । রাজ্য সরকার রাজবংশী ও কামতাপুরি অ্যাকাডেমিকে আলাদা করে দিয়ে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করেছে মাত্র ৷ কাজের কাজ কিছুই হয়নি ।" প্রাথমিকে পঠন পাঠনের কথা থাকলেও তা বাস্তবে কিছুই হয়নি বলে অভিযোগ নিখিল রায়ের । তিনি আরও বলেন, "যারা সরকারের পকেটে ঢুকে গেছে তারা উত্তরবঙ্গের মানুষের জন্য কিছুই করতে পারবেন না । আমরা উত্তরবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছি ।"

উত্তরবঙ্গের বিরাট একটা অংশ কামতাপুরি, রাজবংশীদের বসবাস ৷ ভোটে এই মহাজোট একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন মহাজোটের শিবির । কামতাপুর ভূমিপুত্র মহাজোটে চারটি পার্টি ও মোট আটটি সংগঠনকে নিয়ে মহাজোট করা হয়েছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে । অন্যান্য বছরের নির্বাচনগুলোতে নিখিল রায় গোষ্ঠী এককভাবে লড়াই করলেও এই প্রথম তারা ভূমিপুত্রদের নিয়ে লড়াই নামলেন । তার ফলে রাজবংশী ভাগে একটা হয়ে একটা অংশ মহাজোটে যাবার সম্ভাবনা রয়েছে । এই আটটি সংগঠন হল কামতাপুর পিপুলস পার্টি (ইউনাইটেড), গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি, প্রোগ্রেসিভ পিপুলস পার্টি, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ, কামতাপুরি রাজবংশী সমন্বয় কমিটি, ক্ষত্রিয় সমিতি (উত্তরবঙ্গ), কামতাপুর ডেমোক্রেটিক পার্টি, উত্তরবঙ্গ সমাজবাদী পার্টি ।

আরও পড়ুন : বলরামপুরে মমতার সভায় ফের হাওয়া বদলের গন্ধ ?

কামতাপুরি রাজবংশী সমন্বয় কমিটির সম্পাদক তথা কামতাপুর ভুমিপুত্র মহাজোটের সম্পাদক মহেশ রায় বলেন, "আমরা উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে কমপক্ষে 45টি আসনে লড়াই করব । রাজ্য সরকার রাজবংশী ভাষা অ্যাকাডেমির আলাদাভাবে তৈরি করে আমাদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি করেছে । এতে আমাদের ক্ষতি বই লাভ হয়নি ৷ রাজ্য সরকার আমাদের কোনও গুরুত্বই দেয়নি ।" তিনি আরও বলেন, "আমরা ভূমিপুত্রদের একত্রিত করে বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি । তাতে আমাদের মহাজোটে কিরণ কালিন্দির নেতৃত্বে পিপিপির মত আদিবাসী সংগঠনও রয়েছে । যেখানে আমরা শক্তিশালী সেখানে আমাদের প্রার্থী থাকবে ৷ যেখানে আদিবাসী শক্তিশালী সেখানে আদিবাসী প্রার্থী থাকবে ।"

জলপাইগুড়ি, 15 মার্চ : একুশের নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জোট ৷ উত্তরবঙ্গের আদিবাসী, কামতাপুরি, গ্রেটার কোচবিহার ভুমিপুত্রদের একত্রিত করে নির্বাচনে নামল কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর নেতৃত্বে গঠিত কামতাপুর ভুমিপুত্র মহাজোট । কামতাপুর আলাদা রাজ্য ও কামতাপুরি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার ইস্যুকে সামনে রেখে বিধানসভা ভোটে লড়তে চলেছে কামতাপুর ভুমিপুত্র মহাজোট । সঙ্গে রয়েছে আদিবাসী সংগঠন প্রোগ্রেসিভ পিপলস পার্টি, গ্রেটার কোচবিহার থেকে শুরু করে আটটি সামাজিক সংগঠন ।

উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে 40টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কামতাপুর ভূমিপুত্র মহাজোট ৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি তুলে ধরলেও কেন্দ্রীয় বা রাজ্য সরকার আমল দেয়নি বলেই অভিযোগ তাদের ৷ ইতিমধ্যেই অতুল রায়ের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ও বংশী বদন বর্মনের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমুল কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়ে এসেছে । এবার অতুল রায় ও বংশীবদনের একেবারে মুখোমুখি কামতাপুর পিপলস পার্টি(ইউনাইটেড) ও কামতাপুর ভুমিপুত্র মহাজোটের সভাপতি নিখিল রায় উত্তরবঙ্গে মহাজোট করে ভোটে চমক দেবার জন্য আসরে নামলেন । তৃণমূল সরকারের রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বংশী বদন বর্মণ ৷ অন্যদিকে কামতাপুরি ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন অতুল রায় ৷ কিন্তু কেউই পুরোপুরি ভাষা ও রাজ্যের স্বীকৃতির দাবি আদায় করতে পারেনি বলে অভিযোগ মহাজোটের ।

একুশের নির্বাচনে লড়তে কোমর বেঁধেছে 'কামতাপুরি ভূমিপুত্র মহাজোট'

আরও পড়ুন : নন্দীগ্রামে মমতার প্রার্থীপদ বাতিলের দাবিতে কমিশনে শুভেন্দু

নিখিল রায় বলেন, "বিভিন্ন কামতাপুরি গণসংগঠন, পার্টিদের নিয়ে মহাজোট করে কামতাপুরিদের মৌলিক অধিকার অর্জনের জন্য আলাদা কামতাপুর রাজ্য, কামতাপুরি ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির উন্নয়নের জন্য আমরা বিধানসভা নির্বাচনে লড়াই করব । রাজ্য সরকার রাজবংশী ও কামতাপুরি অ্যাকাডেমিকে আলাদা করে দিয়ে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করেছে মাত্র ৷ কাজের কাজ কিছুই হয়নি ।" প্রাথমিকে পঠন পাঠনের কথা থাকলেও তা বাস্তবে কিছুই হয়নি বলে অভিযোগ নিখিল রায়ের । তিনি আরও বলেন, "যারা সরকারের পকেটে ঢুকে গেছে তারা উত্তরবঙ্গের মানুষের জন্য কিছুই করতে পারবেন না । আমরা উত্তরবঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছি ।"

উত্তরবঙ্গের বিরাট একটা অংশ কামতাপুরি, রাজবংশীদের বসবাস ৷ ভোটে এই মহাজোট একটা প্রভাব ফেলবে বলে মনে করছেন মহাজোটের শিবির । কামতাপুর ভূমিপুত্র মহাজোটে চারটি পার্টি ও মোট আটটি সংগঠনকে নিয়ে মহাজোট করা হয়েছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে । অন্যান্য বছরের নির্বাচনগুলোতে নিখিল রায় গোষ্ঠী এককভাবে লড়াই করলেও এই প্রথম তারা ভূমিপুত্রদের নিয়ে লড়াই নামলেন । তার ফলে রাজবংশী ভাগে একটা হয়ে একটা অংশ মহাজোটে যাবার সম্ভাবনা রয়েছে । এই আটটি সংগঠন হল কামতাপুর পিপুলস পার্টি (ইউনাইটেড), গ্রেটার কোচবিহার ডেমোক্রেটিক পার্টি, প্রোগ্রেসিভ পিপুলস পার্টি, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ, কামতাপুরি রাজবংশী সমন্বয় কমিটি, ক্ষত্রিয় সমিতি (উত্তরবঙ্গ), কামতাপুর ডেমোক্রেটিক পার্টি, উত্তরবঙ্গ সমাজবাদী পার্টি ।

আরও পড়ুন : বলরামপুরে মমতার সভায় ফের হাওয়া বদলের গন্ধ ?

কামতাপুরি রাজবংশী সমন্বয় কমিটির সম্পাদক তথা কামতাপুর ভুমিপুত্র মহাজোটের সম্পাদক মহেশ রায় বলেন, "আমরা উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে কমপক্ষে 45টি আসনে লড়াই করব । রাজ্য সরকার রাজবংশী ভাষা অ্যাকাডেমির আলাদাভাবে তৈরি করে আমাদের মধ্যে গন্ডগোলের সৃষ্টি করেছে । এতে আমাদের ক্ষতি বই লাভ হয়নি ৷ রাজ্য সরকার আমাদের কোনও গুরুত্বই দেয়নি ।" তিনি আরও বলেন, "আমরা ভূমিপুত্রদের একত্রিত করে বিধানসভা নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি । তাতে আমাদের মহাজোটে কিরণ কালিন্দির নেতৃত্বে পিপিপির মত আদিবাসী সংগঠনও রয়েছে । যেখানে আমরা শক্তিশালী সেখানে আমাদের প্রার্থী থাকবে ৷ যেখানে আদিবাসী শক্তিশালী সেখানে আদিবাসী প্রার্থী থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.