ETV Bharat / state

বাগরাকোটে সেতু ধসে মৃত 2, ডুয়ার্স-শিলিগুড়ি যোগাযোগ বিচ্ছিন্ন - bridge damage

বাগরাকোটের জুরন্তি খোলা সেতু ভেঙে পড়ল । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের । ভারী বৃষ্টি ও রক্ষণাবেক্ষণের অভাবের ফলে সেতুর একাংশ ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে ৷

বাগরাকোটে সেতু ধসে মৃত দুই
বাগরাকোটে সেতু ধসে মৃত দুই
author img

By

Published : Jul 28, 2020, 10:13 AM IST

Updated : Jul 28, 2020, 12:06 PM IST

জলপাইগুড়ি, 28 জুলাই : বাগরাকোটে ভেঙে পড়ল জুরন্তি খোলা সেতু ৷ যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যান । ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের । সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা।

bagrakote bridge collapse
ভেঙে পড়ল জুরন্তি খোলা সেতুর একাংশ

গতকাল রাতে বাগরাকোট থেকে মালবাজার যাওয়ার সময় একটি কলা বোঝাই পিকআপ ভ্যান ওই সেতু থেকে নিচে পড়ে যায় । দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনের। তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

bagrakote bridge collapse
ধসের কবলে পিক আপ ভ্যান

উল্লেখ্য, 26 ডিসেম্বর 2012 সালে ঠিক একই রকমভাবে এই সেতুর মুখে অ্যাপ্রোচ রোড ধসে পড়েছিল। স্থানীয়দের অনুমান, একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই আজকের এই দুর্ঘটনা। সকালে পিক আপ ভ্যানটি অ্যাপ্রোচ রোড থেকে জুরন্তি সেতুতে উঠতেই সেতুর একাংশ ধসে পড়ে। সঙ্গে সঙ্গে ভ্যানটি গর্তে পড়ে যায়। ভ্যানে থাকা দু'জনকে গুরুতর আহত অবস্থায় মালবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে।

বাগরাকোটে ভেঙে পড়ল সেতু

খবর পেয়েই ঘটনাস্থান পরিদর্শনে আসেন মালবাজারের SDPO দেবাশিস চক্রবর্তী । তিনি জানান, "অসম থেকে কলা নিয়ে পিকআপ ভ্যানটি শিলিগুড়ি যাচ্ছিল। সেই সময় জুরন্তি খোলা সেতুটির একাংশ ভেঙে গিয়ে পিকআপ ভ্যানটি গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দিয়েছি। তারা সেতুটি দুইদিনের মধ্যেই ঠিক করে দেবে বলে আশ্বাস দিয়েছে। সেতুটি ধসে যাবার ফলে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মূলত জঁয়গা, বীরপাড়া, মালবাজার, নাগরাকাটা, বিন্নাগুড়ির সঙ্গে এই পথে যোগাযোগ বন্ধ হয়। ডুয়ার্সের যোগাযোগের ক্ষেত্রে 31 নং জাতীয় সড়কের এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ।"

জলপাইগুড়ি, 28 জুলাই : বাগরাকোটে ভেঙে পড়ল জুরন্তি খোলা সেতু ৷ যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে পিকআপ ভ্যান । ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের । সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা।

bagrakote bridge collapse
ভেঙে পড়ল জুরন্তি খোলা সেতুর একাংশ

গতকাল রাতে বাগরাকোট থেকে মালবাজার যাওয়ার সময় একটি কলা বোঝাই পিকআপ ভ্যান ওই সেতু থেকে নিচে পড়ে যায় । দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জনের। তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

bagrakote bridge collapse
ধসের কবলে পিক আপ ভ্যান

উল্লেখ্য, 26 ডিসেম্বর 2012 সালে ঠিক একই রকমভাবে এই সেতুর মুখে অ্যাপ্রোচ রোড ধসে পড়েছিল। স্থানীয়দের অনুমান, একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাবের জেরেই আজকের এই দুর্ঘটনা। সকালে পিক আপ ভ্যানটি অ্যাপ্রোচ রোড থেকে জুরন্তি সেতুতে উঠতেই সেতুর একাংশ ধসে পড়ে। সঙ্গে সঙ্গে ভ্যানটি গর্তে পড়ে যায়। ভ্যানে থাকা দু'জনকে গুরুতর আহত অবস্থায় মালবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে।

বাগরাকোটে ভেঙে পড়ল সেতু

খবর পেয়েই ঘটনাস্থান পরিদর্শনে আসেন মালবাজারের SDPO দেবাশিস চক্রবর্তী । তিনি জানান, "অসম থেকে কলা নিয়ে পিকআপ ভ্যানটি শিলিগুড়ি যাচ্ছিল। সেই সময় জুরন্তি খোলা সেতুটির একাংশ ভেঙে গিয়ে পিকআপ ভ্যানটি গর্তে পড়ে যায়। দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দিয়েছি। তারা সেতুটি দুইদিনের মধ্যেই ঠিক করে দেবে বলে আশ্বাস দিয়েছে। সেতুটি ধসে যাবার ফলে ডুয়ার্সের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মূলত জঁয়গা, বীরপাড়া, মালবাজার, নাগরাকাটা, বিন্নাগুড়ির সঙ্গে এই পথে যোগাযোগ বন্ধ হয়। ডুয়ার্সের যোগাযোগের ক্ষেত্রে 31 নং জাতীয় সড়কের এই সেতুটি খুব গুরুত্বপূর্ণ।"

Last Updated : Jul 28, 2020, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.