ETV Bharat / state

গণধর্ষণের অভিযোগ, বিষ খেল 2 কিশোরী ; মৃত 1

author img

By

Published : Sep 8, 2020, 5:47 PM IST

চা বাগানে নিয়ে গিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করা হয় ৷ আর তার কিশোরী বোনকে শ্লীলতাহানি করা হয় ৷ আত্মসম্মান রক্ষায় দু'জনে বিষ খায় ৷ একজন বেঁচে গেলেও অন্যজনের মৃত্যু হয়েছে ৷

ছবি
ছবি

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর : একদিন নিঁখোজ থেকে বাড়ি ফেরে দুই কিশোরী ৷ সম্পর্কে তারা বোন ৷ ঘরে ফিরে পরিবারের সদস্যদের জানায়, বড় বোনকে গণধর্ষণ করা হয়েছে ৷ আর ধর্ষণের চেষ্টার সময় কোনওরকমে পালায় ছোটো বোন ৷ আত্মসম্মান রক্ষায় দু'জনেই বিষ খায় ৷ ছোটো বোন বেঁচে গেলেও বড় জনের মৃত্যু হয়েছে ৷

ঘটনাটি জলপাইগুড়ির রাজগঞ্জের ৷ সেখানকার সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের বাসিন্দা ওই দুই কিশোরী ৷ একজনের বয়স ষোলো ৷ অন্যজনের তেরো ৷ শুক্রবার সন্ধে নাগাদ দোকানে যায় তারা ৷ সেই সময় জোর করে চা বাগানের দিকে টেনে নিয়ে যায় পাঁচ যুবক । অভিযোগ, সেখানেই দু'বোনের গণধর্ষণের চেষ্টা করে তারা । বড় বোনকে গণধর্ষণ করে ৷ ছোটো বোনের শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করলে সে কোনওরকমে পালিয়ে যায় । ভয়ে একদিন এলাকা ছাড়া থাকে তারা ৷ এরপর বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের খুলে বলে তারা ।

রবিবার সন্ধেয় বিষ খায় দুই বোন ৷ তড়িঘড়ি তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসক বড় বোনকে মৃত বলে ঘোষণা করেন ৷ ছোটো বোন হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ হাসপাতালে গিয়ে ছোটো বোনের বয়ান নেয় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবকদের মধ্যে 3 জনকে ৷ বাকি দু'জনের খোঁজে তল্লাশি জারি রয়েছে৷ এদিকে অভিযুক্তদের পরিবার গোটা ঘটনার সাথে তাদের ছেলেদের কোনও যোগ নেই বলে জানিয়েছে। তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়েছে ।

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর : একদিন নিঁখোজ থেকে বাড়ি ফেরে দুই কিশোরী ৷ সম্পর্কে তারা বোন ৷ ঘরে ফিরে পরিবারের সদস্যদের জানায়, বড় বোনকে গণধর্ষণ করা হয়েছে ৷ আর ধর্ষণের চেষ্টার সময় কোনওরকমে পালায় ছোটো বোন ৷ আত্মসম্মান রক্ষায় দু'জনেই বিষ খায় ৷ ছোটো বোন বেঁচে গেলেও বড় জনের মৃত্যু হয়েছে ৷

ঘটনাটি জলপাইগুড়ির রাজগঞ্জের ৷ সেখানকার সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতের বাসিন্দা ওই দুই কিশোরী ৷ একজনের বয়স ষোলো ৷ অন্যজনের তেরো ৷ শুক্রবার সন্ধে নাগাদ দোকানে যায় তারা ৷ সেই সময় জোর করে চা বাগানের দিকে টেনে নিয়ে যায় পাঁচ যুবক । অভিযোগ, সেখানেই দু'বোনের গণধর্ষণের চেষ্টা করে তারা । বড় বোনকে গণধর্ষণ করে ৷ ছোটো বোনের শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করলে সে কোনওরকমে পালিয়ে যায় । ভয়ে একদিন এলাকা ছাড়া থাকে তারা ৷ এরপর বাড়ি ফিরে সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের খুলে বলে তারা ।

রবিবার সন্ধেয় বিষ খায় দুই বোন ৷ তড়িঘড়ি তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসক বড় বোনকে মৃত বলে ঘোষণা করেন ৷ ছোটো বোন হাসপাতালে চিকিৎসাধীন ৷

আজ রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার ৷ হাসপাতালে গিয়ে ছোটো বোনের বয়ান নেয় পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবকদের মধ্যে 3 জনকে ৷ বাকি দু'জনের খোঁজে তল্লাশি জারি রয়েছে৷ এদিকে অভিযুক্তদের পরিবার গোটা ঘটনার সাথে তাদের ছেলেদের কোনও যোগ নেই বলে জানিয়েছে। তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.