ETV Bharat / state

গোরুমারায় মৃত্য়ু 2 অসুস্থ হস্তি শাবকের - ডুয়ার্স

মাসখানেক আগে মাল ব্লকে মানাবাড়ির বন্ধ চা বাগান থেকে একটি হস্তি শাবককে উদ্ধার করেন বনকর্মীরা ৷ হাতিটি দলছুট হয়ে গেছিল ৷ তবে, সেটিকে দলে ফেরানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি ৷ এরপর 8-10 দিন আগে ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগান থেকে একইভাবে উদ্ধার হয় আরও একটি হস্তি শাবক ৷

two_elephant_culf_dead_in_gorumata_national_park
গরুমারায় মৃত্য়ু 2 অসুস্থ হস্তি শাবকের
author img

By

Published : Nov 17, 2020, 5:23 PM IST

জলপাইগুড়ি, 17 নভেম্বর : লোকালয়ে এসে দলছুট হয়ে গিয়েছিল দু’টি হস্তি শাবক ৷ তাদের উদ্ধার করে চিকিৎসা শুরু করেছিলেন গোরুমারা জাতীয় উদ্যানের পশু চিকিৎসকরা ৷ তবে, শেষ রক্ষা হল না ৷ অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মারা গেল হস্তি শাবক দু’টি ৷ সোমবার রাতে গোরুমারা জাতীয় উদ্য়ানেই তাদের মৃত্য়ু হয় ৷

বন বিভাগের তরফে জানানো হয়েছে, মাসখানেক আগে মাল ব্লকে মানাবাড়ির বন্ধ চা বাগান থেকে একটি হস্তি শাবককে উদ্ধার করেন বনকর্মীরা ৷ হাতিটি দলছুট হয়ে গেছিল ৷ তবে, সেটিকে দলে ফেরানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি ৷ এরপর 8-10 দিন আগে ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগান থেকে একইভাবে উদ্ধার হয় আরও একটি হস্তি শাবক ৷ এদের দু’জনেই শারীরিকভাবে সুস্থ ছিল না ৷ অপুষ্টিতে ভুগছিল হস্তি শাবক দু’টি ৷ গোরুমারা জাতীয় উদ্য়ানেই তাদের চিকিৎসা চলছিল ৷ তবে, চিকিৎসক ও বনকর্মীরা তাঁদের আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে ব্য়র্থ হলেন ৷

হস্তি শাবক দু’টির রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই ছিল না ৷ সেই কারণেই তাদের বাঁচানো যায়নি ৷ এই মুহূর্তে গেরুমারায় আরও 3টি হস্তি শাবক রয়েছে ৷

জলপাইগুড়ি, 17 নভেম্বর : লোকালয়ে এসে দলছুট হয়ে গিয়েছিল দু’টি হস্তি শাবক ৷ তাদের উদ্ধার করে চিকিৎসা শুরু করেছিলেন গোরুমারা জাতীয় উদ্যানের পশু চিকিৎসকরা ৷ তবে, শেষ রক্ষা হল না ৷ অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মারা গেল হস্তি শাবক দু’টি ৷ সোমবার রাতে গোরুমারা জাতীয় উদ্য়ানেই তাদের মৃত্য়ু হয় ৷

বন বিভাগের তরফে জানানো হয়েছে, মাসখানেক আগে মাল ব্লকে মানাবাড়ির বন্ধ চা বাগান থেকে একটি হস্তি শাবককে উদ্ধার করেন বনকর্মীরা ৷ হাতিটি দলছুট হয়ে গেছিল ৷ তবে, সেটিকে দলে ফেরানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি ৷ এরপর 8-10 দিন আগে ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগান থেকে একইভাবে উদ্ধার হয় আরও একটি হস্তি শাবক ৷ এদের দু’জনেই শারীরিকভাবে সুস্থ ছিল না ৷ অপুষ্টিতে ভুগছিল হস্তি শাবক দু’টি ৷ গোরুমারা জাতীয় উদ্য়ানেই তাদের চিকিৎসা চলছিল ৷ তবে, চিকিৎসক ও বনকর্মীরা তাঁদের আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে ব্য়র্থ হলেন ৷

হস্তি শাবক দু’টির রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই ছিল না ৷ সেই কারণেই তাদের বাঁচানো যায়নি ৷ এই মুহূর্তে গেরুমারায় আরও 3টি হস্তি শাবক রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.