জলপাইগুড়ি, 13 ফেব্রুয়ারি : দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রাকে ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার দুই BJP কর্মী । ধৃতদের দু'জনই ময়নাগুড়ি বাসিন্দা । ময়নাগুড়ি BJP-র দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক ব্রজবাসী রায় ও মহাদেব মণ্ডলকে পুলিশের গাড়ি ভাঙচুরে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গতকাল জাতীয় সড়কে গাড়ি আটকে যানজট সৃষ্টি করে BJP সমর্থকদের আটকানো হয় বলে অভিযোগ করেছিলেন BJP নেতা সায়ন্তন বসু । যদিও জেলা পুলিশ সুপার অভিযোগ অস্বীকার করে বলেন, "যানজট ছাড়ানোর কাজ করছিল পুলিশ । BJP কর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে ।"
দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রায় আসার সময় জাতীয় সড়কের যানজটের কারনে BJP কর্মী ও সমর্থকদের গাড়ি আটকে যায় । যানজটের কারণে সমস্যায় পরে সাধারণ মানুষ । যানজট ছাড়াতে হাইওয়েতে ট্রাফিক পুলিশের গাড়ি উপস্থিত ছিল । এরপরই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছিল । আজ সেই ঘটনায় জড়িত সন্দেহে দুই BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ ।