ETV Bharat / state

জলপাইগুড়িতে হাতির দাঁত-সহ গ্রেপ্তার 2 - হাতির দাঁতসহ গ্রেপ্তার

বাংলা-অসম সীমান্তের বারোবিশার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স । তাদের কাছ থেকে পাওয়া গেল হাতির দাঁত ৷

গ্রেপ্তার দুই নাগরিক
author img

By

Published : Nov 12, 2019, 12:01 PM IST

Updated : Nov 12, 2019, 3:25 PM IST

জলপাইগুড়ি, 12 নভেম্বর : গন্ডারের খড়্গ উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল হাতির দাঁত । বাংলা-অসম সীমান্তের বারোবিশার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃত দু'জনের মধ্যে একজনের বাড়ি ভুটানে ৷ অন্যজন অসমের বাসিন্দা ৷

উত্তরবঙ্গের বনবিভাগের মুখ্য বনপাল গোপাল প্রসাদ ছেত্রী বলেন, "আমাদের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর কাছে খবর আসে একটি গন্ডারের খড়্গ পাচার করা হবে ৷ সেই মতো পাচারকারীদের ধরতে তিনি বনকর্মীদের নিয়ে বাংলা-অসম সীমান্তে পৌঁছান । তবে যে দু'জনকে ধরা গেছে, তাদের কাছে গন্ডারের খড়্গ পাওয়া যায়নি । পাওয়া গেছে একটি হাতির দাঁত । ধৃতদের কাছে গন্ডারের খড়্গ বিক্রির জন্য যারা এসেছিল, তাদের ধরা যায়নি ।" তবে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি মন্তব্য করেন ৷

দেখুন ভিডিয়ো

ধৃতদের মধ্যে গেম দর্জি ভুটানের বাসিন্দা ৷ এবং রবীন্দ্র বসুমাতারি অসমের বাসিন্দা ৷ তাদের জেরা করে জানা গেছে, গন্ডারের খড়্গ নেওয়ার জন্য তারা এসেছিল ৷ মনে করা হচ্ছে, জলদাপাড়ার ইস্ট রেঞ্জে যে গন্ডারটি মারা হয়, তারই খড়্গ পাচারের উদ্দেশ্য ছিল ৷ পুরো ঘটনার তদন্ত নেমেছে বনবিভাগ । আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ৷

জলপাইগুড়ি, 12 নভেম্বর : গন্ডারের খড়্গ উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল হাতির দাঁত । বাংলা-অসম সীমান্তের বারোবিশার কাছ থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বন দপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃত দু'জনের মধ্যে একজনের বাড়ি ভুটানে ৷ অন্যজন অসমের বাসিন্দা ৷

উত্তরবঙ্গের বনবিভাগের মুখ্য বনপাল গোপাল প্রসাদ ছেত্রী বলেন, "আমাদের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তর কাছে খবর আসে একটি গন্ডারের খড়্গ পাচার করা হবে ৷ সেই মতো পাচারকারীদের ধরতে তিনি বনকর্মীদের নিয়ে বাংলা-অসম সীমান্তে পৌঁছান । তবে যে দু'জনকে ধরা গেছে, তাদের কাছে গন্ডারের খড়্গ পাওয়া যায়নি । পাওয়া গেছে একটি হাতির দাঁত । ধৃতদের কাছে গন্ডারের খড়্গ বিক্রির জন্য যারা এসেছিল, তাদের ধরা যায়নি ।" তবে তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে তিনি মন্তব্য করেন ৷

দেখুন ভিডিয়ো

ধৃতদের মধ্যে গেম দর্জি ভুটানের বাসিন্দা ৷ এবং রবীন্দ্র বসুমাতারি অসমের বাসিন্দা ৷ তাদের জেরা করে জানা গেছে, গন্ডারের খড়্গ নেওয়ার জন্য তারা এসেছিল ৷ মনে করা হচ্ছে, জলদাপাড়ার ইস্ট রেঞ্জে যে গন্ডারটি মারা হয়, তারই খড়্গ পাচারের উদ্দেশ্য ছিল ৷ পুরো ঘটনার তদন্ত নেমেছে বনবিভাগ । আজ ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ৷

Intro:হাতির দাঁত সহ গ্রেপ্তার আসাম ও ভুটারের নাগরিক।


Body:হাতির দাঁত সহ গ্রেপ্তার আসাম ও ভুটারের নাগরিক।


Conclusion:হাতির দাঁত সহ গ্রেপ্তার আসাম ও ভুটারের নাগরিক।
Last Updated : Nov 12, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.