ETV Bharat / state

জেলা তৃণমূলের ব্রাত্য নেতাদের করা হল ব্লক সভাপতি - Trinamool Congress neglected Leaders

সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল দেবনাথ।

TMC
TMC
author img

By

Published : Dec 7, 2020, 8:17 AM IST

জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : বর্তমান জেলা সভাপতির গুড বুকে না থাকা নেতাদেরকেই ব্লক সভাপতি পদে বসালেন শাখা সংগঠনের নেতা । জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা হয় । আজ জলপাইগুড়ি জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল দেবনাথ।

জলপাইগুড়ি সদর 1-এর ব্লক সভাপতি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিতাই কর ৷ টাউন ব্লক সভাপতি করা হয়েছে জলপাইগুড়ি পানশালা কাণ্ডে অভিযুক্ত ধরম পাশোয়ানকে । অন্যদিকে বানারহাটের প্রাক্তন ব্লক সভাপতি রাজ্য গুরুংকে বানারহাটের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । অপরদিকে, নাগরাকাটা ও মেটেলি-র ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে অমরনাথ ঝাক ও সোনা সরকারকে ৷

দুলাল দেবনাথ জানান, "সন্দীপ মাহাতকে সংগঠনের জেলার মুখপাত্র করা হয়েছে । যারা দলের আগে গুরুত্বপূর্ণ পদে ছিল তাঁরা বর্তমানে জেলা তৃণমূলের কোনও পদ পাননি তাই তাঁদের পদ দেওয়া হয়েছে । যাতে তাঁরা দলের কাজ ভালো করে করতে পারেন ।"

তিনি আরও বলেন, "সবাই দলের সম্পদ ৷ সবাইকে নিয়েই আগামীর বিধানসভা নির্বাচনে দলকে শক্তিশালী করার লক্ষ্যে 65 জনের কমিটি গড়া হয়েছে । প্রাক্তন তৃণমূলকর্মী রাম চক্রবর্তীকে সহ সভাপতি করা হয়েছে ।"

আরও পড়ুন : "মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা আর রাজ করছে ভাইপো", ফের আক্রমণ কৈলাসের

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর জেলা সভাপতির পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কিষাণ কল্যাণীকে নতুন সভাপতি করা হয়। এরপর তিনি তাঁর কমিটি থেকে পুরানো ব্লক সভাপতির অধিকাংশকেই সরিয়ে দেন। দলে বিরোধ দানা বাঁধে এবার সেই সকল নেতাদেরকেই দুলাল দেবনাথ তাঁর সংগঠনের জায়গা করে দিলেন । এবিষয়ে, দুলাল দেবনাথ বলেন দলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্যদের সঙ্গে কথাই বলেই এই কমিটি গড়া হয়েছে ।

জলপাইগুড়ি, 7 ডিসেম্বর : বর্তমান জেলা সভাপতির গুড বুকে না থাকা নেতাদেরকেই ব্লক সভাপতি পদে বসালেন শাখা সংগঠনের নেতা । জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা হয় । আজ জলপাইগুড়ি জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল দেবনাথ।

জলপাইগুড়ি সদর 1-এর ব্লক সভাপতি হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিতাই কর ৷ টাউন ব্লক সভাপতি করা হয়েছে জলপাইগুড়ি পানশালা কাণ্ডে অভিযুক্ত ধরম পাশোয়ানকে । অন্যদিকে বানারহাটের প্রাক্তন ব্লক সভাপতি রাজ্য গুরুংকে বানারহাটের ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে । অপরদিকে, নাগরাকাটা ও মেটেলি-র ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে অমরনাথ ঝাক ও সোনা সরকারকে ৷

দুলাল দেবনাথ জানান, "সন্দীপ মাহাতকে সংগঠনের জেলার মুখপাত্র করা হয়েছে । যারা দলের আগে গুরুত্বপূর্ণ পদে ছিল তাঁরা বর্তমানে জেলা তৃণমূলের কোনও পদ পাননি তাই তাঁদের পদ দেওয়া হয়েছে । যাতে তাঁরা দলের কাজ ভালো করে করতে পারেন ।"

তিনি আরও বলেন, "সবাই দলের সম্পদ ৷ সবাইকে নিয়েই আগামীর বিধানসভা নির্বাচনে দলকে শক্তিশালী করার লক্ষ্যে 65 জনের কমিটি গড়া হয়েছে । প্রাক্তন তৃণমূলকর্মী রাম চক্রবর্তীকে সহ সভাপতি করা হয়েছে ।"

আরও পড়ুন : "মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা আর রাজ করছে ভাইপো", ফের আক্রমণ কৈলাসের

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর জেলা সভাপতির পদ থেকে সৌরভ চক্রবর্তীকে সরিয়ে কিষাণ কল্যাণীকে নতুন সভাপতি করা হয়। এরপর তিনি তাঁর কমিটি থেকে পুরানো ব্লক সভাপতির অধিকাংশকেই সরিয়ে দেন। দলে বিরোধ দানা বাঁধে এবার সেই সকল নেতাদেরকেই দুলাল দেবনাথ তাঁর সংগঠনের জায়গা করে দিলেন । এবিষয়ে, দুলাল দেবনাথ বলেন দলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব সহ অন্যান্যদের সঙ্গে কথাই বলেই এই কমিটি গড়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.