ETV Bharat / state

চিনা পণ্য বয়কটের ডাক শিলিগুড়ির ব্যবসায়ীদের - চিনা পণ্য বয়কট

চিনের আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের সুর চড়ছে । ব্যতিক্রম নয়, বাগডোগরাও । রাজ্যের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের মতো বিমানবন্দর বাজারের ব্যবসায়ীরাও চিনা পণ্য বয়কটের ডাক দিলেন ।

siliguri
siliguri
author img

By

Published : Jun 20, 2020, 5:32 AM IST

শিলিগুড়ি, 19 জুন : চিনা পণ্য বয়কটের ডাক দিলেন শিলিগুড়ির ব্যবসায়ীরা । আজ শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে পথে নামলেন ব্যবসায়ীরা । চিনা পণ্যে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ।

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের সুর চড়েছে চিনের বিরুদ্ধে । অর্থনৈতিকভাবে চিনকে মোক্ষম জবাব দিতে মরিয়া আমজনতা । সেক্ষেত্রে চিনা পণ্য বয়কটের বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে । একইভাবে পথে নামলেন বাগডোগরা বিমানবন্দর বাজারের ব্যবসায়ীরাও । চিনা পণ্য রাস্তায় ফেলে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

ব্যবসায়ীরা এই বিষয়ে বলেন, চিন তাদের দেশে তৈরি পণ্য ভারতে রপ্তানি করে বিপুল মুনাফা লাভ করে । তাদের মোক্ষম জবাব দিতে হবে চিনা পণ্য বয়কটের মাধ্যমেই । আমরা সেই পথেই হাঁটা শুরু করেছি । আমরা চাইব সকলেই চিনা পণ্য বর্জন করুক ।

শিলিগুড়ি, 19 জুন : চিনা পণ্য বয়কটের ডাক দিলেন শিলিগুড়ির ব্যবসায়ীরা । আজ শিলিগুড়ি মহকুমার বাগডোগরায় চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে পথে নামলেন ব্যবসায়ীরা । চিনা পণ্যে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ।

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের সুর চড়েছে চিনের বিরুদ্ধে । অর্থনৈতিকভাবে চিনকে মোক্ষম জবাব দিতে মরিয়া আমজনতা । সেক্ষেত্রে চিনা পণ্য বয়কটের বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠছে দেশের বিভিন্ন প্রান্তে । একইভাবে পথে নামলেন বাগডোগরা বিমানবন্দর বাজারের ব্যবসায়ীরাও । চিনা পণ্য রাস্তায় ফেলে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷

ব্যবসায়ীরা এই বিষয়ে বলেন, চিন তাদের দেশে তৈরি পণ্য ভারতে রপ্তানি করে বিপুল মুনাফা লাভ করে । তাদের মোক্ষম জবাব দিতে হবে চিনা পণ্য বয়কটের মাধ্যমেই । আমরা সেই পথেই হাঁটা শুরু করেছি । আমরা চাইব সকলেই চিনা পণ্য বর্জন করুক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.