জলপাইগুড়ি, 15 জুন : আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য (Tourists not allowed to enter forest for next three months)। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশ করতে পারবেন না । উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিন মাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না । রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য একই নিয়ম বলবৎ থাকবে (Forest Closer Notification)।
এই সময়টা বন্যপ্রাণীদের প্রজনন ঋতু । বন্যপ্রাণীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্যই এই সময়কালে কাউকে জঙ্গলে ঢুকতে দেওয়া হবে না । জঙ্গলের ভেতরের রাস্তাগুলি কাঁচা থাকায় বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরও খারাপ হবে, তাই সেই বিষয়টাও মাথায় রাখা হয় । জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরের থাকা সব কটি বনবাংলো বন্ধ থাকবে । কিন্তু জঙ্গলের বাইরে যে সমস্ত বাংলো আছে, তা খোলা থাকবে । গরুমারা জাতীয় উদ্যানের কালিপুর ইকোভিলেজ, ধুপঝোড়া গাছবাড়ি যেহেতু জঙ্গলের বাইরে তাই সেই জায়গাগুলো পর্যটকদের জন্য খোলা থাকবে ।
আরও পড়ুন : Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন
জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও অংশু যাদব বলেন, "আগামী তিন মাসের জন্য জাতীয় উদ্যানের জঙ্গলে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা থাকবে । এই জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাই বহিরাগতদের জঙ্গলে প্রবেশ নিষেধ থাকে প্রতি বছরই ।"