ETV Bharat / state

Forest Closer Notification: পর্যটকদের তিন মাস জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা - Forest Closer Notificatio

16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল (Forest Closer Notification)।

Tourists not allowed to enter forest for next three months
Forest Closer Notification
author img

By

Published : Jun 15, 2022, 4:46 PM IST

জলপাইগুড়ি, 15 জুন : আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য (Tourists not allowed to enter forest for next three months)। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশ করতে পারবেন না । উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিন মাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না । রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য একই নিয়ম বলবৎ থাকবে (Forest Closer Notification)।

এই সময়টা বন্যপ্রাণীদের প্রজনন ঋতু । বন্যপ্রাণীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্যই এই সময়কালে কাউকে জঙ্গলে ঢুকতে দেওয়া হবে না । জঙ্গলের ভেতরের রাস্তাগুলি কাঁচা থাকায় বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরও খারাপ হবে, তাই সেই বিষয়টাও মাথায় রাখা হয় । জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরের থাকা সব কটি বনবাংলো বন্ধ থাকবে । কিন্তু জঙ্গলের বাইরে যে সমস্ত বাংলো আছে, তা খোলা থাকবে । গরুমারা জাতীয় উদ্যানের কালিপুর ইকোভিলেজ, ধুপঝোড়া গাছবাড়ি যেহেতু জঙ্গলের বাইরে তাই সেই জায়গাগুলো পর্যটকদের জন্য খোলা থাকবে ।

আরও পড়ুন : Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও অংশু যাদব বলেন, "আগামী তিন মাসের জন্য জাতীয় উদ্যানের জঙ্গলে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা থাকবে । এই জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাই বহিরাগতদের জঙ্গলে প্রবেশ নিষেধ থাকে প্রতি বছরই ।"

জলপাইগুড়ি, 15 জুন : আগামী তিন মাসের জন্য বন্ধ হচ্ছে উত্তরবঙ্গের সবকটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য (Tourists not allowed to enter forest for next three months)। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস পর্যটকদের জন্য জঙ্গলে প্রবেশ করতে পারবেন না । উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিন মাস পর্যটকরা প্রবেশ করতে পারবেন না । রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য একই নিয়ম বলবৎ থাকবে (Forest Closer Notification)।

এই সময়টা বন্যপ্রাণীদের প্রজনন ঋতু । বন্যপ্রাণীদের যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্যই এই সময়কালে কাউকে জঙ্গলে ঢুকতে দেওয়া হবে না । জঙ্গলের ভেতরের রাস্তাগুলি কাঁচা থাকায় বর্ষার সময় যানবাহন চলাচল করলে আরও খারাপ হবে, তাই সেই বিষয়টাও মাথায় রাখা হয় । জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ভেতরের থাকা সব কটি বনবাংলো বন্ধ থাকবে । কিন্তু জঙ্গলের বাইরে যে সমস্ত বাংলো আছে, তা খোলা থাকবে । গরুমারা জাতীয় উদ্যানের কালিপুর ইকোভিলেজ, ধুপঝোড়া গাছবাড়ি যেহেতু জঙ্গলের বাইরে তাই সেই জায়গাগুলো পর্যটকদের জন্য খোলা থাকবে ।

আরও পড়ুন : Teachers Protest : 'এখানে চাকরি না-পেলে বারে গিয়ে ডান্স করতে হত', অধ্যক্ষের মন্তব্যে আন্দোলন

জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও অংশু যাদব বলেন, "আগামী তিন মাসের জন্য জাতীয় উদ্যানের জঙ্গলে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা থাকবে । এই জুন মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজনন ঋতু ৷ তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তাই বহিরাগতদের জঙ্গলে প্রবেশ নিষেধ থাকে প্রতি বছরই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.