ETV Bharat / state

কলেজে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ TMCP নেতার বিরুদ্ধে - Rape

কলেজে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল TMCP নেতার বিরুদ্ধে ৷ তাকে আটক করেছে পুলিশ ৷

নেতা
author img

By

Published : Sep 19, 2019, 11:59 PM IST

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর : মদ্যপান করে কলেজে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে ৷ মারধর করা হয় ABVP সদস্যদেরও ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ চাপের মুখে পড়ে আটক করা হয় অভিযুক্ত নেতাকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের পালটা অভিযোগ, ABVP সদস্যরাই তাদের উপর হামলা চালিয়েছে ৷ ঘটনাটি ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের ৷

আজ দুপুরে কলেজে লিফলেট বিলি করছিল ABVP সদস্য শুভজয় সরকার ৷ অভিযোগ, সেই সময় মত্ত অবস্থায় TMCP নেতা ইন্দ্রজিৎ বক্সি সেখানে এসে শুভজয়ের পরিচয়পত্র দেখতে চায় ৷ তাকে মারধর করা হয় ৷ ছাত্রীদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ ৷ এরপরই ইন্দ্রজিতের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে ABVP ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF ৷ চাপের মুখে পড়ে কলেজ থেকেই ইন্দ্রজিতকে আটক করা হয় ৷ সেই সময় তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ABVP সদস্যরা ৷ পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ৷ ঘটনাস্থানে যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্দুপ শেরপা ৷ ইন্দ্রজিৎকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ সরিয়ে দেওয়া হয় উত্তেজিত ABVP সদস্যদের ৷ পুলিশ চলে যাওয়ার পরই TMCP কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷

যদিও শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের বক্তব্য, ক্লাসে লিফলেট বিলি করছিল ABVP সদস্যরা ৷ তাদের মধ্যে অধিকাংশ বহিরাগত ৷ TMCP নেতা সুজিত রায় বলেন, "লিফলেট বিলির অনুমতি রয়েছে কি না জানতে চাই ৷ ভালোভাবেই বলি ৷ ওরা ক্লাস থেকে বেরিয়ে এসে গুন্ডাবাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় ৷ আমরাও পালটা দিই ৷ তাতে জখম হয়েছে আমাদের কয়েকজন নেতা ৷"

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর : মদ্যপান করে কলেজে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে ৷ মারধর করা হয় ABVP সদস্যদেরও ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ চাপের মুখে পড়ে আটক করা হয় অভিযুক্ত নেতাকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের পালটা অভিযোগ, ABVP সদস্যরাই তাদের উপর হামলা চালিয়েছে ৷ ঘটনাটি ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের ৷

আজ দুপুরে কলেজে লিফলেট বিলি করছিল ABVP সদস্য শুভজয় সরকার ৷ অভিযোগ, সেই সময় মত্ত অবস্থায় TMCP নেতা ইন্দ্রজিৎ বক্সি সেখানে এসে শুভজয়ের পরিচয়পত্র দেখতে চায় ৷ তাকে মারধর করা হয় ৷ ছাত্রীদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ ৷ এরপরই ইন্দ্রজিতের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে ABVP ৷

খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF ৷ চাপের মুখে পড়ে কলেজ থেকেই ইন্দ্রজিতকে আটক করা হয় ৷ সেই সময় তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ABVP সদস্যরা ৷ পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ৷ ঘটনাস্থানে যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্দুপ শেরপা ৷ ইন্দ্রজিৎকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ সরিয়ে দেওয়া হয় উত্তেজিত ABVP সদস্যদের ৷ পুলিশ চলে যাওয়ার পরই TMCP কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷

যদিও শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের বক্তব্য, ক্লাসে লিফলেট বিলি করছিল ABVP সদস্যরা ৷ তাদের মধ্যে অধিকাংশ বহিরাগত ৷ TMCP নেতা সুজিত রায় বলেন, "লিফলেট বিলির অনুমতি রয়েছে কি না জানতে চাই ৷ ভালোভাবেই বলি ৷ ওরা ক্লাস থেকে বেরিয়ে এসে গুন্ডাবাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় ৷ আমরাও পালটা দিই ৷ তাতে জখম হয়েছে আমাদের কয়েকজন নেতা ৷"

Intro:Body:মদ্যপ অবস্থায় কলেজে ঢুকে মারধর, ছাত্রীদের শ্লীলতাহানর অভিযোগ, তৃণমূলের ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে।ঘটনায় বৃহস্পতিবার বিকালে উত্তাল হয়ে উঠল ধুপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়।এবিভিপি সদস্যকে মারধরের অভিযোগ।প্রতিবাদে জাতীয় সড়কে বসে অবরোধ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।ডেপুটি পুলিস সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী।অভিযুক্তকে থানায় নিয়ে যাবার সময় পুলিশের সামনেই চলল মারধর।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীনের নেতৃত্বে র‍্যাফ। অভিযোগ মদ্যপ অবস্থায় বহিরাগত তৃনমুল ছাত্র পরিষদ নেতা কলেজে ঢুকে এবিভিপি কর্মীকে মারধর করে।এবিভিপির অভিযোগ এদিন দুপুরে কলেজ চত্বরে লিফলেট বিলি করা হচ্ছিল এবিভিপির পক্ষ থেকে। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ নেতা ইন্দ্রজিৎ বক্সী নামে এক যুবক শুভজয় সরকার নামে একছাত্রের কাছে তার পরিচয় পত্র দেখতে চায় এবং তাকে মারধর করে। বিষয়টি এবিভিপির নেতৃত্বদের কানে পৌছালে তারা কলেজ চত্বরে ভিড় জমায় এবং পালটা আক্রমনের চেষ্টা করে বলে দাবি টি এম সিপির। এবিভিপির পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের ঐ নেতার গ্রেফতারির দাবি জানানো হয়।বাধ্য হয়ে পুলিশ কলজ চত্বরে ঢুকে ঐ অভিযুক্তকে কলেজের কার্যালয়ের ভেতরে নিয়ে যায়।সেখানেও পুলিশ হেফাজত থেকে তাকে ছাড়িয়ে মারধরের চেষ্টা চালায় এবিভিপি বলে অভিযোগ।পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি।পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করা হলে পুলিশি নিরাপত্তার মাঝে চলে অভিযুক্তকে মারধর।পিছু হটে পুলিশ।পরে বিক্ষোভকারীদের বুঝিয়ে কোনো ক্রমে তাকে নিয়ে আসা হয় থানায়।ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) ডেন্দুপ শেরপা এবং বিশাল র‍্যাফ। এদিকে উত্তেজিত ছাত্রছাত্রীদের সরিয়ে দেওয়া হলেও ফের তৃণমুল ছাত্র পরিষদের দখলে থাকা ছাত্র সংসদে ভাঙচুর চালায় এবিভিপি ছাত্র নেতারা বলে অভিযোগ।
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.