জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর : মদ্যপান করে কলেজে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে ৷ মারধর করা হয় ABVP সদস্যদেরও ৷ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ চাপের মুখে পড়ে আটক করা হয় অভিযুক্ত নেতাকে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের পালটা অভিযোগ, ABVP সদস্যরাই তাদের উপর হামলা চালিয়েছে ৷ ঘটনাটি ধুপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের ৷
আজ দুপুরে কলেজে লিফলেট বিলি করছিল ABVP সদস্য শুভজয় সরকার ৷ অভিযোগ, সেই সময় মত্ত অবস্থায় TMCP নেতা ইন্দ্রজিৎ বক্সি সেখানে এসে শুভজয়ের পরিচয়পত্র দেখতে চায় ৷ তাকে মারধর করা হয় ৷ ছাত্রীদের শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ ৷ এরপরই ইন্দ্রজিতের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে ABVP ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF ৷ চাপের মুখে পড়ে কলেজ থেকেই ইন্দ্রজিতকে আটক করা হয় ৷ সেই সময় তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ABVP সদস্যরা ৷ পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় ৷ ঘটনাস্থানে যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেন্দুপ শেরপা ৷ ইন্দ্রজিৎকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ সরিয়ে দেওয়া হয় উত্তেজিত ABVP সদস্যদের ৷ পুলিশ চলে যাওয়ার পরই TMCP কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ৷
যদিও শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে TMCP ৷ তাদের বক্তব্য, ক্লাসে লিফলেট বিলি করছিল ABVP সদস্যরা ৷ তাদের মধ্যে অধিকাংশ বহিরাগত ৷ TMCP নেতা সুজিত রায় বলেন, "লিফলেট বিলির অনুমতি রয়েছে কি না জানতে চাই ৷ ভালোভাবেই বলি ৷ ওরা ক্লাস থেকে বেরিয়ে এসে গুন্ডাবাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় ৷ আমরাও পালটা দিই ৷ তাতে জখম হয়েছে আমাদের কয়েকজন নেতা ৷"