মালবাজার, 13 জুন: দলের নির্বাচন পরিচালন কমিটির সদস্যা তিনি ৷ তাও প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষা না-করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা বরা ৷ তিনি সম্প্রতি ব্লক সভাপতি সুশীল প্রসাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছেন ৷ সেই অভিযোগের নিষ্পত্তি না-হওয়ায় স্থানীয় তৃণমূল নেত্রী নির্দল প্রার্থী হিসেবেই লড়ার সিদ্ধান্ত নেন ৷ এই ঘটনায় রাজনৈতিক জল্পনা তুঙ্গে ডুয়ার্সের মালবাজারে ৷
তৃণমূল কংগ্রেস পরিচালিত মাল পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি রীনা বরা ৷ পঞ্চায়েত নির্বাচনে এই নির্দল প্রার্থীকে সমর্থনের আশ্বাস দিয়েছে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ ৷ তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি ৷ এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি দলের সিদ্ধান্ত ঘোষণার আগেই দলের স্থানীয় নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দেন ৷ সরাসরি বিডিও অফিসে এসে মনোনয়নপত্র জমা দেন রীনা বরা ৷
মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, "আমি একজন মহিলা ৷ দলের ব্লক সভাপতি সুশীল প্রসাদের অনৈতিক কাজের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি ৷ অনশন ধরনায় বসেছি ৷ দলের নেতৃত্বের কাছেও জানিয়েছি ৷ জেলা সভাপতি, মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছিলেন ৷" তাঁর অভিযোগ, সাময়িক ভাবে সুশীল প্রসাদকে সরিয়ে দিলেও পঞ্চায়েত নির্বাচনের মুখে তাঁকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তাই দলের বিচার নিয়ে ক্ষুব্ধ রীনা ৷
আরও পড়ুন: তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত প্রধানকে যোগদানে বাধা ! তবু শাসকের 130 গেরুয়া শিবিরে
এদিকে তৃণমূলের পক্ষ থেকে 13 জনের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে ৷ তার মধ্যে রীনাও একজন ৷ তাও তাঁর এই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত কেন ? এর উত্তরে তিনি পরিষ্কার জানান, কমিটি গড়া হলেও সেই কমিটির সভায় তাঁকে ডাকা হয়নি ৷ তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে ৷ তবে স্থানীয় নেতৃত্ব তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন রীনা বরা ৷
এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃনমূল নেতৃত্ব ৷ দলের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ জানান, যে কেউ মনোনয়নপত্র তুলতে পারেন বা জমা দিতে পারেন ৷ তৃণমূল কর্মী-সমর্থ বা নেতা অন্য দল বা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলে দলের কোনও ক্ষতি হবে না ৷ তাঁর দাবি, দলের নির্দেশ মেনেই মনোনয়নপত্র জমা দেওয়া হবে ৷
উল্লেখ্য মাসখানেক আগে রিনা বরা মালবাজার গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশীল কুমার প্রসাদের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে মালবাজার থানায় অভিযোগ জানিয়েছিলেন ৷ এমনকী সুশীলকুমার প্রসাদকে গ্রেফতারির দাবিতে থানার সামনে ধরনায় বসেছিলেন তিনি ৷
আরও পড়ুন: উত্তরবঙ্গে উলটপুরাণ ! তৃণমূলকে হারাতে জোট বাঁধল রাম-বাম-কংগ্রেস