জলপাইগুড়ি, 3 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরসে দলিত যুবতিকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলন তৃণমূল যুব কংগ্রেস কমিটির ৷ আন্দোলন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি তোলা হয় ৷ জলপাইগুড়ি থানা মোড়ে যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকাও দাহ করা হয় ৷
জলপাইগুড়ি জেলা তৃণমুল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্য়ায়ের নেতৃত্বে থানা মোড়ে যুব তৃণমূলের কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ করেন। যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে স্লোগানও দেন। এরপর যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। সৈকত চট্টোপাধ্যায় বলেন,‘‘আমরা অবিলম্বে যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করছি । কারণ BJP যেভাবে ধর্ষণের ঘটনা ধাপাচাপা দিতে চাইল এবং সংবাদ মাধ্যম ও বিরোধীদের হেনস্থা করল তা মেনে নেওয়া যায় না। তারই প্রতিবাদে আমরা আজ আদিত্যনাথের কুশপুত্তলিকা দাহ করলাম ।’’
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কিষাণ কল্যাণী সাংবাদিক সম্মেলন করে হাথরাসের ঘটনায় দোষীদের সাজার দাবি করেন ৷ না হলে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারও দেন ৷ তিনি বলেন, ‘‘নির্যাতিতার পরিবারকে না জানিয়েই তার দেহ সৎকার করা হয়েছে। নরেন্দ্র মোদি মুখ বুঝে রয়েছেন । দলিতদের কোনও কথা প্রধানমন্ত্রী বললেন না । নির্যাতিত পরিবারকে কোনও পরিষেবা দেওয়া হয়নি ৷