ETV Bharat / state

সাংবাদিক সেজে হাতির দাঁত, গন্ডারের খড়গ পাচারের চেষ্টা; ধৃত 3

উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে গতকাল বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে হাতির দাঁত ও গন্ডারের খড়গ ৷ ধৃত তিন । তাদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

arrested
ধৃত তিন পাচারকারী
author img

By

Published : Jan 18, 2020, 1:03 PM IST

Updated : Jan 18, 2020, 2:52 PM IST

জলপাইগুড়ি, 18 জানুয়ারি: সাংবাদিক সেজে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা ৷ ধৃত তিন । তাদের মধ্যে দু'জন ভারতীয় একজন ভুটানের বাসিন্দা ৷ নাম সুভাষ ছেত্রী, পিটার রাই ও অর্জুন তিওয়ারি ৷ ভুটান থেকে শিলিগুড়িতে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা করছিল তারা ৷ তার আগেই মালবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷

উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে গতকাল বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে হাতির দাঁত ও গন্ডারের খড়গ ৷ সুভাষ জলপাইগুড়ির বানারহাট, পিটার আলিপুরদুয়ারের জয়গাঁর বাসিন্দা । ধৃত তিনজনকেই আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

aa
উদ্ধার হওয়া হাতির দাঁত ও গন্ডারের খড়গ

উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, "আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে ভুটানের দিক থেকে তিনটি গাড়ি করে বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীরা আসছে । সেই মত আমরা টিম নিয়ে মালবাজার থেকে শিলিগুড়িগামী ৩১ নং জাতীয় সড়কে অপেক্ষায় ছিলাম ৷ দু'টি গাড়িকে তাড়া করে ধরা হয় । দুটি ভারতীয় TC নম্বরের গাড়ির ভেতরের একটি ব্যাগের থেকে একটি হাতির দাঁত, গন্ডারের খড়গ পাওয়া যায় । ধৃতদের কাছ থেকে প্রেস কার্ড পাওয়া গেছে । সাংবাদিক সেজে পাচার কাজ করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে । জেরায় জানা গেছে, অসম থেকে বন্যপ্রাণীর দেহাংশ পাচারই ছিল উদ্দেশ্য ৷ নেপালে পাচারের উদ্দেশে সেগুলি শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল । তাদের থেকে আরও কয়েকজন অভিযুক্তের নাম-ঠিকানা পাওয়া গেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

শুনুন সঞ্জয় দত্তের বক্তব্য

জলপাইগুড়ি, 18 জানুয়ারি: সাংবাদিক সেজে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা ৷ ধৃত তিন । তাদের মধ্যে দু'জন ভারতীয় একজন ভুটানের বাসিন্দা ৷ নাম সুভাষ ছেত্রী, পিটার রাই ও অর্জুন তিওয়ারি ৷ ভুটান থেকে শিলিগুড়িতে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা করছিল তারা ৷ তার আগেই মালবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় ৷

উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে গতকাল বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে হাতির দাঁত ও গন্ডারের খড়গ ৷ সুভাষ জলপাইগুড়ির বানারহাট, পিটার আলিপুরদুয়ারের জয়গাঁর বাসিন্দা । ধৃত তিনজনকেই আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।

aa
উদ্ধার হওয়া হাতির দাঁত ও গন্ডারের খড়গ

উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন, "আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে ভুটানের দিক থেকে তিনটি গাড়ি করে বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীরা আসছে । সেই মত আমরা টিম নিয়ে মালবাজার থেকে শিলিগুড়িগামী ৩১ নং জাতীয় সড়কে অপেক্ষায় ছিলাম ৷ দু'টি গাড়িকে তাড়া করে ধরা হয় । দুটি ভারতীয় TC নম্বরের গাড়ির ভেতরের একটি ব্যাগের থেকে একটি হাতির দাঁত, গন্ডারের খড়গ পাওয়া যায় । ধৃতদের কাছ থেকে প্রেস কার্ড পাওয়া গেছে । সাংবাদিক সেজে পাচার কাজ করা হচ্ছিল বলেই মনে করা হচ্ছে । জেরায় জানা গেছে, অসম থেকে বন্যপ্রাণীর দেহাংশ পাচারই ছিল উদ্দেশ্য ৷ নেপালে পাচারের উদ্দেশে সেগুলি শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল । তাদের থেকে আরও কয়েকজন অভিযুক্তের নাম-ঠিকানা পাওয়া গেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

শুনুন সঞ্জয় দত্তের বক্তব্য
Intro:জলপাইগুড়িঃঃসাংবাদিক সেজে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের আগে ধৃত তিন বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারী। ভুটান থেকে শিলিগুড়িতে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের আগে মালবাজার থেকে ধৃত দুই ভারতীয় সহ এক ভুটানের নাগরিক।Body:উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে গতকাল বিশেষ অভিযানে উদ্ধার হাতির দাঁত ও গন্ডারের খর্গ। সেই সঙ্গে ধৃত তিনজন।ধৃত তিনজন জলপাইগুড়ির বানারহাট,আলিপুরদুয়ারের জঁয়গা ও ভুটানের বাসিন্দা বলে জানা গেছে। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
Conclusion:উত্তরবঙ্গের বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানান,আমাদের কাছে গোপন সুত্রে খবর আসে ভুটানের দিক থেকে তিনটি গাড়ি করে বন্যপ্রাণীর দেহাংশ পাচারকারীরা আসছে।আমরা সেই মত আমাদের টিম নিয়ে মালবাজার থেকে শিলিগুড়ি গামী ৩১ নং জাতীয় সড়কে ওত পেতে থাকি।দুটি গাড়িকে তাড়া করে ধরা হয়।দুটি ভারতীয় টিসি নম্বরের গাড়ির ভেতরের একটি ব্যাগের থেকে একটি হাতির দাঁত, গন্ডারের খর্গ পাওয়া যায়।ধৃতরা হলেন জলপাইগুড়ি বানারহাটের বাসিন্দা সুভাষ ছেত্রী,আলিপুরদুয়ারের জঁয়গার পিটার রাই এবং ভুটানের অর্জুন তিওয়ারি।সঞ্জয় দত্ত আরও জানান ধৃতদের কাছ থেকে একটি প্রেসকার্ড পাওয়া গেছে।সাংবাদিক সেজে এই পাচার কাজ করা হচ্ছিল।ধৃতদের জেরা করে জানা গেছে তারা আসাম থেকে বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে আসছিল।তারা নেপালে পাচারের উদ্দেশ্যে এই বন্যপ্রাণীর দেহাংশ শিলিগুড়িতে নিয়ে যাচ্ছিল। তাদের সাথে আরও লোক ছিল তাদের নাম ঠিকানা আমরা পেয়েছি।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Last Updated : Jan 18, 2020, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.