ETV Bharat / state

ATM থেকে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার আইনজীবী সহ ভিন রাজ্যের দুষ্কৃতীরা - ATM লুটের ঘটনায় আইনজীবী ও তার ভাই সহ তিনজন গ্রেপ্তার করল পুলিশ

জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি শনিবার থানায় সাংবাদিক বৈঠক করে বলেন, "এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । CCTV ফুটেজ দেখে মনোজ পাশোয়ানকে চিহ্নিত করা হয় । অন্য অভিযুক্তদের মধ্যে চোপড়া থেকে সৈফুদ্দিন মহম্মদকে গ্রেপ্তার করে হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে  শহরের এক আইনজীবী ও তার ভাইকে আমরা গ্রেপ্তার করেছি । ওই দুজন হলেন দীপঙ্কর সরকার ও তার ভাই দিগন্ত সরকার । তাদের বাড়ি অসম মোড়ের মুণ্ডা বস্তিতে ।ATM থেকে টাকা লুটের পর দিপঙ্কর আড়াই লাখ টাকা ভাগে পেয়েছিল । তার কাছ থেকে ৫০ হাজার টাকা পুলিশ  উদ্ধার করেছে ।  অপরাধের  ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনার কিনারা করেছে ।"

Kotwali police station
কোতয়ালি থানার পুলিশ
author img

By

Published : Dec 14, 2019, 5:06 PM IST

জলপাইগুড়ি, 14 ডিসেম্বর : গ্যাস কাটার দিয়ে ATM কেটে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হল এক আইনজীবী । জলপাইগুড়ির ঘটনা । শহরের বেগুনটারিতে ATM থেকে টাকা লুটের ঘটনায় ওই আইনজীবী ও তার ভাই সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, দাদা ও ভাই মিলে ATM থেকে টাকা লুটের আগে এলাকা রেকি করেছিল । তারপর ভিন রাজ্য থেকে তারা দুষ্কৃতীদের ডেকে এনে টাকা লুট করে ।

এই ঘটনায় জড়িত ভিন রাজ্যের দুষ্কৃতীদের ধরতে বিহার গিয়েছিল জলপাইগুড়ি পুলিশের বিশেষ টিম । গতকাল বিহারের মাধেপুরা থেকে মনোজ পাশোয়ান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি নিয়ে আসে পুলিশ । জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি শনিবার থানায় সাংবাদিক বৈঠক করে বলেন, "এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । CCTV ফুটেজ দেখে মনোজ পাশোয়ানকে চিহ্নিত করা হয় । অন্য অভিযুক্তদের মধ্যে চোপড়া থেকে সৈফুদ্দিন মহম্মদকে গ্রেপ্তার করে হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে শহরের এক আইনজীবী ও তার ভাইকে আমরা গ্রেপ্তার করেছি । ওই দুজন হলেন দীপঙ্কর সরকার ও তার ভাই দিগন্ত সরকার । তাদের বাড়ি অসম মোড়ের মুণ্ডা বস্তিতে ।ATM থেকে টাকা লুটের পর দিপঙ্কর আড়াই লাখ টাকা ভাগে পেয়েছিল । তার কাছ থেকে ৫০ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে । অপরাধের ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনার কিনারা করেছে ।"

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীরা গাড়ি চুরির ঘটনাতেও জড়িত । দীপঙ্কর এর আগে গাজিয়াবাদ সহ বিভিন্ন জায়গায় নানা অপরাধ করেছে বলে পুলিশ জানিয়েছে । তবে এই ঘটনায় হরিয়ানার কয়েকজন দুষ্কৃতীও জড়িত বলে পুলিশ জানতে পেরেছে । তাদের খোঁজে সেখানে টিম পাঠাচ্ছে জলপাইগুড়ি পুলিশ ।

জলপাইগুড়ি, 14 ডিসেম্বর : গ্যাস কাটার দিয়ে ATM কেটে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হল এক আইনজীবী । জলপাইগুড়ির ঘটনা । শহরের বেগুনটারিতে ATM থেকে টাকা লুটের ঘটনায় ওই আইনজীবী ও তার ভাই সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, দাদা ও ভাই মিলে ATM থেকে টাকা লুটের আগে এলাকা রেকি করেছিল । তারপর ভিন রাজ্য থেকে তারা দুষ্কৃতীদের ডেকে এনে টাকা লুট করে ।

এই ঘটনায় জড়িত ভিন রাজ্যের দুষ্কৃতীদের ধরতে বিহার গিয়েছিল জলপাইগুড়ি পুলিশের বিশেষ টিম । গতকাল বিহারের মাধেপুরা থেকে মনোজ পাশোয়ান নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি নিয়ে আসে পুলিশ । জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি শনিবার থানায় সাংবাদিক বৈঠক করে বলেন, "এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । CCTV ফুটেজ দেখে মনোজ পাশোয়ানকে চিহ্নিত করা হয় । অন্য অভিযুক্তদের মধ্যে চোপড়া থেকে সৈফুদ্দিন মহম্মদকে গ্রেপ্তার করে হয় । তাদের জিজ্ঞাসাবাদ করে শহরের এক আইনজীবী ও তার ভাইকে আমরা গ্রেপ্তার করেছি । ওই দুজন হলেন দীপঙ্কর সরকার ও তার ভাই দিগন্ত সরকার । তাদের বাড়ি অসম মোড়ের মুণ্ডা বস্তিতে ।ATM থেকে টাকা লুটের পর দিপঙ্কর আড়াই লাখ টাকা ভাগে পেয়েছিল । তার কাছ থেকে ৫০ হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে । অপরাধের ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ ঘটনার কিনারা করেছে ।"

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতীরা গাড়ি চুরির ঘটনাতেও জড়িত । দীপঙ্কর এর আগে গাজিয়াবাদ সহ বিভিন্ন জায়গায় নানা অপরাধ করেছে বলে পুলিশ জানিয়েছে । তবে এই ঘটনায় হরিয়ানার কয়েকজন দুষ্কৃতীও জড়িত বলে পুলিশ জানতে পেরেছে । তাদের খোঁজে সেখানে টিম পাঠাচ্ছে জলপাইগুড়ি পুলিশ ।

Intro:জলপাইগুড়িঃঃ গ্যাস কাটার দিয়ে ATM কাউন্টার কেটে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার আইনজীবী।জলপাইগুড়ি বেগুনটারিতে ATM লুটের ঘটনায় আইনজীবী ও তার ভাই সহ তিনজন গ্রেপ্তার করল পুলিশ। দাদা ভাই মিলে স্কুটি নিয়ে প্রতিদিন এটিএম লুটের রেকি করত।আর তারপর এটিএম কাটার জন্য ভিন রাজ্য ডেকে আনা দুস্কৃতিদের। Body:এই ঘটনায় মাষ্টার মাইন্ডদের ধরতে হরিয়ানা গেল জলপাইগুড়ি পুলিশের বিশেষ টিম। পুরনো আসামীদের জিজ্ঞসাবাদ করে সেই সুত্র ধরেই সাফল্য পেল পুলিশ।গতকাল বিহারের মধেপুরা জেলা থেকে এটিএম লুট কান্ডে মনোজ পাশোয়ানকে কোতয়ালি থানার পুলিশ নিয়ে আসে। Conclusion:জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার অভিষেক মোদী কোতয়ালি থানায় সাংবাদিক সম্মেলন করে জানান আমরা মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।প্রথমে সিসিটিভি দেখে তিথ্য জোগার করে বিহারের মধেপুরা থেকে মনোজ পাশোয়ানকে গ্রেপ্তার করা হয়।তারপর চোপড়া থেকে সৈফুদ্দিন মহম্মদকে গ্রেপ্তার করে হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন করে একজন আইনজীবীকে আমরা গ্রেপ্তার করেছি।আইনজীবী দিপঙ্কর সরকার ও তার ভাই দিগন্ত সরকার। তাদের বাড়ি জলপাইগুড়ি আসাম মোড়ের মুন্ডা বস্তিতে।

দিপঙ্কর আড়াই লক্ষ টাকা ভাগা পেয়েছিল।তার কাছ থেকে ৫০ হাজার ড়াকা উদ্ধার হয়েচগে বলে পুলিশ সুপার জানান।৭২ ঘন্টার মধ্যে এটিএম লুটের ঘটনার কিনারা হওয়ায় খুশি পুলিশ সুপার।




এরা গাড়ি চুরির কাজে যুক্ত আছে।দিপঙ্কর সরকার এর আগেও গাজিয়াবাদে সহ বিভিন্ন জায়গায় ক্রাইম করেছে। এখনো পর্যন্ত আমাদের অধরা রয়েছে হরিয়ানার বাসিন্দা মহম্মদ আসু,মহম্মদ খৈরুশ,মহম্মদ ইমরান,মহম্মদ সোমার আলি।এরাই এই ঘটনার মাষ্টার মাইন্ড।এরা গ্যাস কাটার দিয়ে এটিএম লুট করেছিল। বাকিরা এদের গ্যাস সিলিন্ডার, রেকি করা সব কিছু করে সাহায্য করেছে।আমরা এদের ধরাএ জন্য বিশেষ টিম হরিয়ানায় পাঠিয়েছি।তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার টাকা, গ্যাস কাটার মেশি, সিলিন্ডার।






রবিবার ভোররাতে শহরের SBI এর ATM কাউন্টার থেকে ১৫ লক্ষ টাকা লুটের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা এটিএম কাউন্টারে গ্যাস কাটার দিয়ে কাউন্টারের কেটে একটি এটিএম থেকে টাকা লুট করে অন্য কাউন্টারে গ্যাস কাটার চেস্টা করে। ঘটনার তদন্তে নামেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড। তদন্তে আসেন CID আধিকারিকরাও।এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও ইলওয়াড,DSP হেডকোয়াটার প্রদীপ সরকার।



এদিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন এর সম্পাদক অভিজিৎ সরকার বলেন যে আইনজীবী গ্রেপ্তার হয়েছে তাকে আমরা বার থেকে বের করে দিয়েছি তার বিভিন্ন অপরাধ মুলক কার্যকলাপের জন্য।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.