ETV Bharat / state

ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন - মাদক

ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন ৷ ধৃতরা সকলেই পড়শি জেলা কোচবিহারের বাসিন্দা ৷ তাদের সাতদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত ৷

Three men arrested in Maynaguri with a Yaba tablet worth Rs 60 lakh
ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন
author img

By

Published : Jun 28, 2021, 8:41 PM IST

জলপাইগুড়ি, 28 জুন : নাকাচেকিং চলাকালীন 60 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ঘটনায় নেশার দ্রব্য় পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনই পড়শি জেলা কোচবিহারের বাসিন্দা ৷ সোমবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় ৷ বিচারক প্রত্যেককেই সাতদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন : ইন্দো-নেপাল সীমান্তে মাদক চোরাচালানের ছক বানচাল, গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ময়নাগুড়ি থানায় নেশার দ্রব্য পাচারের খবর আসে ৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কোচবিহার থেকে ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ির দিয়ে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী পাচার করা হবে ৷ সেই মোতাবেক ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রীর নেতৃত্বে অভিযান চালান পুলিশ কর্মীরা ৷

রবিবার রাতেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি লাগোয়া সীমানা এলাকায় নাকাচেকিং শুরু করা হয় ৷ তখনই তিন যুবককে আটক করে পুলিশ। তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট 60 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজারদর প্রায় 60 লাখ টাকা ৷

আরও পড়ুন : বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা

সোমবার জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে 60 হাজার ইয়াবা ট্য়াবলেট-সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজারদর আনুমানিক 60 লাখ টাকা ৷ নেশার দ্রব্য় পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিপ্লব হোসেন ওরফে আলি, আজিদুল মিয়াঁ এবং হজরত মিয়াঁকে ৷ এরা তিনজনই কোচবিহারের বাসিন্দা ৷’’

জলপাইগুড়ি, 28 জুন : নাকাচেকিং চলাকালীন 60 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ ৷ ঘটনায় নেশার দ্রব্য় পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনই পড়শি জেলা কোচবিহারের বাসিন্দা ৷ সোমবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় ৷ বিচারক প্রত্যেককেই সাতদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আরও পড়ুন : ইন্দো-নেপাল সীমান্তে মাদক চোরাচালানের ছক বানচাল, গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ময়নাগুড়ি থানায় নেশার দ্রব্য পাচারের খবর আসে ৷ গোপন সূত্রে পুলিশ জানতে পারে, কোচবিহার থেকে ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ির দিয়ে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী পাচার করা হবে ৷ সেই মোতাবেক ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রীর নেতৃত্বে অভিযান চালান পুলিশ কর্মীরা ৷

রবিবার রাতেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি লাগোয়া সীমানা এলাকায় নাকাচেকিং শুরু করা হয় ৷ তখনই তিন যুবককে আটক করে পুলিশ। তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে মোট 60 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজারদর প্রায় 60 লাখ টাকা ৷

আরও পড়ুন : বাংলাদেশে মাদক পাচারের আগেই গ্রেফতার 1, উদ্ধার 5 লাখ টাকার ইয়াবা

সোমবার জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বলেন, ‘‘গোপন সূত্রে খবর পেয়ে 60 হাজার ইয়াবা ট্য়াবলেট-সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজারদর আনুমানিক 60 লাখ টাকা ৷ নেশার দ্রব্য় পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিপ্লব হোসেন ওরফে আলি, আজিদুল মিয়াঁ এবং হজরত মিয়াঁকে ৷ এরা তিনজনই কোচবিহারের বাসিন্দা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.