জলপাইগুড়ি, 6 মে : মেখলিগঞ্জের তিনবিঘা করিডর সংলগ্ন অঞ্চলে ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকা কাঁটাতারবিহীন রয়েছে ৷ ওই এলাকাকে সুরক্ষিত করতে কাঁটাতার বসানো হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Thorns will Quickly Settle in The Three Bigha Open Corridor) ৷ আজ তিনবিঘায় বিএসএফ ক্যাম্পে যান তিনি ৷ সেখানে বিএসএফের আধিকারিকদের সঙ্গে প্রায় 55 মিনিট বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিএসএফ এর কর্তারা জানান, মেখলিগঞ্জের কুচবিবাড়ির তিনবিঘা সীমান্ত দিয়ে 24 ঘণ্টা বাংলাদেশের দহগ্রাম, আঙ্গরপোতা ও পাচগ্রামের নাগরিকরা যাওয়া আসা করেন ৷ এই পরিস্থিতিতে ওই অঞ্চলে বিএসএফের বাড়তি নজরদারি চলে ৷ কিন্তু, তার পাশেই ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল খালি পড়ে আছে ৷ যেখানে কোনও কাঁটাতারের জাল নেই ৷ ফলে চোরাচালান এবং পাচারের মতো ঘটনা আকছার ঘটতে থাকে ৷ সেই পাচার রুখতে গেলে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় জওয়ানদের ৷
এদিন বিএসএফ কর্তারা অমিত শাহ’র কাছে এই সমস্যার সমাধানের আর্জি জানান ৷ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ কর্তাদের এ নিয়ে আশ্বস্ত করেছেন ৷ তিনি জানিয়েছেন, দিল্লি ফিরে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির সঙ্গে বৈঠক করবেন ৷ যাতে দ্রুত সীমান্তের অরক্ষিত ওই অংশকে সুরক্ষিত করা যায় ৷ এদিন জিগাবাড়ি বর্ডার আউটপোস্টে জওয়ানদের সঙ্গে দেখা করেন অমিত শাহ ৷ সেখানে তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারক উপহার দিয়ে স্বাগত জানান বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি অজয়কুমার সিং ৷