ETV Bharat / state

Pulak Ray on Central Gov: শ্রমিকদের 7029 কোটি টাকা বকেয়া নিয়ে সরব মন্ত্রী

কেন্দ্রীয় প্রতিনিধিরা অভিযোগ করেছেন 100 দিনের কাজে অনিয়ম হয়েছে ৷ কোথায় অনিয়ম তা বুঝিয়ে দিক ৷ কেন্দ্র সরকার 7029 কোটি টাকা শ্রমিকদের দেয়নি ৷ অভিযোগ রাজ্য পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের (Pulak Ray on Central Gov) ৷

Pulak Ray on Central Gov
শ্রমিকদের 7029 কোটি টাকা দেয়নি কেন্দ্র সরকার
author img

By

Published : Jun 2, 2022, 9:11 PM IST

জলপাইগুড়ি, 2 জুন : কেন্দ্র সরকারকে তোপ রাজ্য পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের ৷ আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউজে পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী জেলাশাসক পুলক রায় স্থানীয় জেলাশাসক মৌমিতা গোদারা, সভাধিপতি উত্তরা বর্মনের সঙ্গে কথা বলেন ৷ কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘‘কেন্দ্রীয় প্রতিনিধিরা অভিযোগ করছেন 100 দিনের কাজে অনিয়ম হয়েছে ৷ কোথায় অনিয়ম তা বুঝিয়ে দিক ৷ কেন্দ্র সরকার শ্রমিক 7029 কোটি টাকা দেয়নি ৷’’

এদিন জলপাইগুড়ি সার্কিট হাউজে সংবাদমাধ্যমের সাথে মুখোমুখি হয়ে মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘100 দিনের কাজের টাকা রাজ্য পাচ্ছে না । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে । আধিকারিকরাও যোগাযোগ করছে । গত বছর অগস্ট মাস থেকে মেটিরিয়ালের টাকা দেওয়া হচ্ছে না । অদক্ষ শ্রমিকদের টাকা 2021 সালের 26 ডিসেম্বর থেকে দিচ্ছে না কেন্দ্র সরকার । শ্রমিকদের 7029 কোটি টাকা দেয়নি কেন্দ্র সরকার ৷ কাজ করার 15 দিনের মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। কেন্দ্র সরকার শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে ।’’ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যেমন চিঠি লিখেছেন তেমনিভাবে জন কার্ড হোল্ডারদের অর্থ পারিশ্রমিক দেবার দাবিতে রাজ্য জুড়ে মানুষকে সংগঠিত করে আন্দোলন কর্মসূচী নিয়েছি । আগামী 5-6 তারিখে আন্দোলন গড়ে তোলা হবে (Pulak Ray on Central Gov)।

শ্রমিকদের বকেয়া নিয়ে সরব মন্ত্রী

আরও পড়ুন: Mamata Slams Modi Govt : একশো দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও; পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রকে তোপ মমতার

মন্ত্রী আরও উল্লেখ করেন, বিকল্প কর্মসংস্থানের জন্য সব দফতরকে নিয়ে বৈঠক হয়েছে । একটা জব পোর্টাল তৈরি হয়েছে । কে কী কাজ করছে তা ওই পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে। এই জব কার্ড হোল্ডাররা কাজের ব্যবস্থা করা হবে।

জলপাইগুড়ি, 2 জুন : কেন্দ্র সরকারকে তোপ রাজ্য পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের ৷ আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট হাউজে পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী জেলাশাসক পুলক রায় স্থানীয় জেলাশাসক মৌমিতা গোদারা, সভাধিপতি উত্তরা বর্মনের সঙ্গে কথা বলেন ৷ কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘‘কেন্দ্রীয় প্রতিনিধিরা অভিযোগ করছেন 100 দিনের কাজে অনিয়ম হয়েছে ৷ কোথায় অনিয়ম তা বুঝিয়ে দিক ৷ কেন্দ্র সরকার শ্রমিক 7029 কোটি টাকা দেয়নি ৷’’

এদিন জলপাইগুড়ি সার্কিট হাউজে সংবাদমাধ্যমের সাথে মুখোমুখি হয়ে মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘100 দিনের কাজের টাকা রাজ্য পাচ্ছে না । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে । আধিকারিকরাও যোগাযোগ করছে । গত বছর অগস্ট মাস থেকে মেটিরিয়ালের টাকা দেওয়া হচ্ছে না । অদক্ষ শ্রমিকদের টাকা 2021 সালের 26 ডিসেম্বর থেকে দিচ্ছে না কেন্দ্র সরকার । শ্রমিকদের 7029 কোটি টাকা দেয়নি কেন্দ্র সরকার ৷ কাজ করার 15 দিনের মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। কেন্দ্র সরকার শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করছে ।’’ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যেমন চিঠি লিখেছেন তেমনিভাবে জন কার্ড হোল্ডারদের অর্থ পারিশ্রমিক দেবার দাবিতে রাজ্য জুড়ে মানুষকে সংগঠিত করে আন্দোলন কর্মসূচী নিয়েছি । আগামী 5-6 তারিখে আন্দোলন গড়ে তোলা হবে (Pulak Ray on Central Gov)।

শ্রমিকদের বকেয়া নিয়ে সরব মন্ত্রী

আরও পড়ুন: Mamata Slams Modi Govt : একশো দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও; পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রকে তোপ মমতার

মন্ত্রী আরও উল্লেখ করেন, বিকল্প কর্মসংস্থানের জন্য সব দফতরকে নিয়ে বৈঠক হয়েছে । একটা জব পোর্টাল তৈরি হয়েছে । কে কী কাজ করছে তা ওই পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে। এই জব কার্ড হোল্ডাররা কাজের ব্যবস্থা করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.