ETV Bharat / state

ময়নাগুড়ির দশভুজা পেটকাটি মাও - জলপাইগুড়িতে পেটকাটি মাওয়ের পুজো

উদ্ধারের সময় কোদালে পেট কেটে যায়, সেই থেকেই কষ্ঠিপাথরের এই মূর্তির নাম পেটকাটি মাও ৷ এই মূর্তি দশভুজা ৷ জলপাইগুড়ির বাসিন্দাদের কাছে অত্যন্ত জাগ্রত ৷ এমন কী কালী পুজোর সময়ে এই মূর্তিকে কালীরূপে পুজিত করা হয় ৷ তবে সংশয় রয়েছে, এই মূর্তির আকার অনেকটা দেবী চণ্ডী কিংবা তন্ত্রদেবীর ৷ দূরদূরান্ত থেকে পুজো দেখতে এখানে ভিড় জমান ভক্তরা ৷

এখানে মা কালি দশভুজা
এখানে মা কালী দশভুজা
author img

By

Published : Nov 8, 2020, 9:03 PM IST

Updated : Nov 13, 2020, 9:59 PM IST

জলপাইগুড়ি, 8 নভেম্বর : কথিত আছে মাটি খুঁড়তে গিয়ে কোদাল লেগে নাকি পেট কেটে গিয়েছিল । আর তা থেকেই নাম পেটকাটি । সম্পূর্ণ এক রহস্যাবৃত্তের আড়ালে রয়েছে জলপাইগুড়ি জেলার প্রাচীন জনপদ ময়নাগুড়ির পেটকাটি কালী মূর্তি বা পেটকাটি মাও । কালো কষ্টি পাথরের এই প্রাচীন পেটকাটি মূর্তির ছবি দেখলে শিহরণ জাগে । এই দেবী মূর্তি কালী হিসেবে পূজিত হলেও, সংশয় যে এই মূর্তি চণ্ডী না তন্ত্রদেবীর কোনও মূর্তি কি না ।

মূর্তিটির উচ্চতা প্রায় সাড়ে চার ফুট, কষ্টি পাথরের । দশভুজা, তবে 3টি হাত ভেঙে গেছে । একটি পদ্মের উপর আসীন দেবী । বাম দিকের পাঁচটি হাতে রয়েছে হাতি, ঘণ্টা, ছিন্ন নরমুণ্ড, নরমূর্তি ও একহাত ভাঙা রয়েছে । ডানদিকের পাঁচটি হাতে রয়েছে হাতির মুখের অংশ, মানুষের কঙ্কাল, বাদ্য ঘণ্টা, অপর দুটি হাত ভাঙা । মুর্তির পেট কাটা এবং পেটের মধ্যে কাঁকড়া বিছের ছবি । দেবী এখানে সর্প নির্মিত ফণা ভরন তথা মাথায় সর্প শোভিত মুকুট, গলায় নরমুণ্ডের মালা ঝুলছে, সারা শরীর সর্পমালায় শোভিত । অস্থি চর্মসার শরীরে পেটের গহ্বরাকৃতি, শিড় দাঁড়ার উপরের দিকে রয়েছে কাঁকড়া বিছে । দেবীর দুটি চোখ বিস্ফোরিত হলেও কপালে ত্রিনয়ন রয়েছে । দেবীর পায়ের নিচে নারী মূর্তি, একদিকে শেয়াল, অপরদিকে পেঁচা রয়েছে ।

পেটকাটি মা আদপে কালী মূর্তি হলেও একে ধূমাবতী চণ্ডী কালী দেবী হিসেবেই কালী পুজোর সময় পুজো করা হয় বলে পুরোহিত কৈলাস দেব শর্মা জানান । তিনি বলেন, "কয়েক পুরুষ ধরে তারা এই মন্দিরে পুজো করে আসছেন । তবে এই মূর্তির বয়স কত তা আজও অজানা । তবে অত্যন্ত জাগ্রত এই দেবী । প্রতিদিনই দূরদুরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে । কালী পুজোর দিন অসম থেকেও ভক্তরা আসেন পুজো দিতে ।"

দশভূজা মন্দিরের কালী মন্দির...
দশভুজা মন্দিরের কালী মন্দির

তিনি আরও জানান, তাঁর ঠাকুরদা হেমচন্দ্র এবং বাবা কেশব দেব শর্মাও এই দেবী মন্দিরের পুরোহিত ছিলেন । নিত্য পুজো না করলেও ভক্তেরা প্রতিদিন মন্দিরে এসে ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে দেন । কালী পুজোর সময় প্রথমে এই কষ্টি পাথরের মূর্তিকে পুজা করা হয় । তারপর পাশের মন্দিরের শ্যামা কালী প্রতিমার পুজো করা হয় । প্রচুর পাঁঠাও বলি দেওয়া হয় এই সময়ে ৷

জানা গেছে, স্থানীয় বেশ কয়েকজন জমি দান করে এই পেটকাটি মায়ের মন্দির স্থাপন করা হয়েছে । অতীতে ডুয়ার্স অঞ্চল ভুটানের অধীনে ছিল । ডুয়ার্সের প্রবেশদ্বার নামে পরিচিত এই ময়নাগুড়ি । মাটি খনন করার সময় স্থানীয়রা রহস্যময় দেবী মুর্তি পান । সেই সময় কয়েকটি হাত ভেঙে যায় । ধূমাবতী পেটকাটি শ্রীশ্রী চণ্ডীমাতা মন্দির নাম দিয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন স্থানীয়রা । আগে জঙ্গলের মাঝে পাটকাঠি, দেবড়া দিয়েই এই মূর্তি পুজো করা হত । ধীরে ধীরে মন্দির বানানো হয়েছে ।

ময়নাগুড়ির দশভুজা পেটকাটি মাও

স্থানীয় বাসিন্দা দুলাল সাহা বলেন, "আমাদের অত্যন্ত জাগ্রত এই মন্দির । আমরা ছোটো বেলা থেকে শুনেছি মাটি খোঁড়ার সময়েই এই মূর্তির পেট কেটে গিয়েছিল । তা থেকেই এর নাম হয়েছে পেটকাটি মাও ।" মন্দিরে আসা এক ভক্ত তপন অধিকারী বলেন, "মাঝেমধ্যেই এখানে আসি । খুব ভালো লাগে । আগে এখানে মন্দির ছিল না । নতুন তৈরি হয়েছে ।" তবে এই মন্দির সংলগ্ন এলাকায় খনন কাজ করলে বহু ইতিহাস বেরিয়ে আসবে বলে মনে করেন স্থানীয়রা । কালী পুজোর মন্ত্রে এই দেবীর পুজো হয়ে আসলেও এই অদ্ভুত দর্শন দেবী মুর্তির ব্যাখ্যা আজও কেউ দিতে পারেননি । মূর্তির গঠন নিয়ে এখনও অনেক তথ্যই অজানা রয়ে গেছে ।

জলপাইগুড়ি, 8 নভেম্বর : কথিত আছে মাটি খুঁড়তে গিয়ে কোদাল লেগে নাকি পেট কেটে গিয়েছিল । আর তা থেকেই নাম পেটকাটি । সম্পূর্ণ এক রহস্যাবৃত্তের আড়ালে রয়েছে জলপাইগুড়ি জেলার প্রাচীন জনপদ ময়নাগুড়ির পেটকাটি কালী মূর্তি বা পেটকাটি মাও । কালো কষ্টি পাথরের এই প্রাচীন পেটকাটি মূর্তির ছবি দেখলে শিহরণ জাগে । এই দেবী মূর্তি কালী হিসেবে পূজিত হলেও, সংশয় যে এই মূর্তি চণ্ডী না তন্ত্রদেবীর কোনও মূর্তি কি না ।

মূর্তিটির উচ্চতা প্রায় সাড়ে চার ফুট, কষ্টি পাথরের । দশভুজা, তবে 3টি হাত ভেঙে গেছে । একটি পদ্মের উপর আসীন দেবী । বাম দিকের পাঁচটি হাতে রয়েছে হাতি, ঘণ্টা, ছিন্ন নরমুণ্ড, নরমূর্তি ও একহাত ভাঙা রয়েছে । ডানদিকের পাঁচটি হাতে রয়েছে হাতির মুখের অংশ, মানুষের কঙ্কাল, বাদ্য ঘণ্টা, অপর দুটি হাত ভাঙা । মুর্তির পেট কাটা এবং পেটের মধ্যে কাঁকড়া বিছের ছবি । দেবী এখানে সর্প নির্মিত ফণা ভরন তথা মাথায় সর্প শোভিত মুকুট, গলায় নরমুণ্ডের মালা ঝুলছে, সারা শরীর সর্পমালায় শোভিত । অস্থি চর্মসার শরীরে পেটের গহ্বরাকৃতি, শিড় দাঁড়ার উপরের দিকে রয়েছে কাঁকড়া বিছে । দেবীর দুটি চোখ বিস্ফোরিত হলেও কপালে ত্রিনয়ন রয়েছে । দেবীর পায়ের নিচে নারী মূর্তি, একদিকে শেয়াল, অপরদিকে পেঁচা রয়েছে ।

পেটকাটি মা আদপে কালী মূর্তি হলেও একে ধূমাবতী চণ্ডী কালী দেবী হিসেবেই কালী পুজোর সময় পুজো করা হয় বলে পুরোহিত কৈলাস দেব শর্মা জানান । তিনি বলেন, "কয়েক পুরুষ ধরে তারা এই মন্দিরে পুজো করে আসছেন । তবে এই মূর্তির বয়স কত তা আজও অজানা । তবে অত্যন্ত জাগ্রত এই দেবী । প্রতিদিনই দূরদুরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে । কালী পুজোর দিন অসম থেকেও ভক্তরা আসেন পুজো দিতে ।"

দশভূজা মন্দিরের কালী মন্দির...
দশভুজা মন্দিরের কালী মন্দির

তিনি আরও জানান, তাঁর ঠাকুরদা হেমচন্দ্র এবং বাবা কেশব দেব শর্মাও এই দেবী মন্দিরের পুরোহিত ছিলেন । নিত্য পুজো না করলেও ভক্তেরা প্রতিদিন মন্দিরে এসে ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে দেন । কালী পুজোর সময় প্রথমে এই কষ্টি পাথরের মূর্তিকে পুজা করা হয় । তারপর পাশের মন্দিরের শ্যামা কালী প্রতিমার পুজো করা হয় । প্রচুর পাঁঠাও বলি দেওয়া হয় এই সময়ে ৷

জানা গেছে, স্থানীয় বেশ কয়েকজন জমি দান করে এই পেটকাটি মায়ের মন্দির স্থাপন করা হয়েছে । অতীতে ডুয়ার্স অঞ্চল ভুটানের অধীনে ছিল । ডুয়ার্সের প্রবেশদ্বার নামে পরিচিত এই ময়নাগুড়ি । মাটি খনন করার সময় স্থানীয়রা রহস্যময় দেবী মুর্তি পান । সেই সময় কয়েকটি হাত ভেঙে যায় । ধূমাবতী পেটকাটি শ্রীশ্রী চণ্ডীমাতা মন্দির নাম দিয়ে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন স্থানীয়রা । আগে জঙ্গলের মাঝে পাটকাঠি, দেবড়া দিয়েই এই মূর্তি পুজো করা হত । ধীরে ধীরে মন্দির বানানো হয়েছে ।

ময়নাগুড়ির দশভুজা পেটকাটি মাও

স্থানীয় বাসিন্দা দুলাল সাহা বলেন, "আমাদের অত্যন্ত জাগ্রত এই মন্দির । আমরা ছোটো বেলা থেকে শুনেছি মাটি খোঁড়ার সময়েই এই মূর্তির পেট কেটে গিয়েছিল । তা থেকেই এর নাম হয়েছে পেটকাটি মাও ।" মন্দিরে আসা এক ভক্ত তপন অধিকারী বলেন, "মাঝেমধ্যেই এখানে আসি । খুব ভালো লাগে । আগে এখানে মন্দির ছিল না । নতুন তৈরি হয়েছে ।" তবে এই মন্দির সংলগ্ন এলাকায় খনন কাজ করলে বহু ইতিহাস বেরিয়ে আসবে বলে মনে করেন স্থানীয়রা । কালী পুজোর মন্ত্রে এই দেবীর পুজো হয়ে আসলেও এই অদ্ভুত দর্শন দেবী মুর্তির ব্যাখ্যা আজও কেউ দিতে পারেননি । মূর্তির গঠন নিয়ে এখনও অনেক তথ্যই অজানা রয়ে গেছে ।

Last Updated : Nov 13, 2020, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.