ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত পঞ্চায়েত কর্মী, বন্ধ গ্রাম-পঞ্চায়েতের অফিস - COVID-19

জলপাইগুড়িতে SBI কর্মীর পর এ'বার কোরোনায় আক্রান্ত পঞ্চায়েত কর্মী । পৌরসভার তরফে ইতিমধ্যেই আক্রান্তের বাড়ি ঘিরে দেওয়া হয়েছে । এলাকা স্যানিটাইজ় করা হবে ।

Corona
COVID-19
author img

By

Published : Jul 3, 2020, 6:56 PM IST

জলপাইগুড়ি, 3 জুলাই : ব্যাঙ্ক কর্মীর পর এবার পঞ্চায়েত অফিসের এক কর্মী আক্রান্ত কোরোনায় । যার জেরে বন্ধ করে দেওয়া হল গ্রাম-পঞ্চায়েত অফিস । তবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্যরা বাড়ি থেকেই কাজ করবেন বলে জানানো হয়েছে ।

জলপাইগুড়ি SBI-এর এক কর্মীর কোরোনায় আক্রান্ত হওয়ার পর ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয় । এবার জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেকটর । সংক্রমণ হওয়ার পরেই তাঁকে COVID হাসপাতালে ভর্তি করা হয়েছে । শহর লাগোয়া হওয়ায় সকালেই পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় ঘটনাস্থানে যান । পৌরসভার পক্ষ থেকে ওই এলাকা স্যানিটাইজ় করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন চ্যালেঞ্জ ক্লাব মোর এলাকার অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ৬৫ বছরের ওই ব্যক্তির কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই পৌরসভার পক্ষ থেকে পঞ্চায়েত সদস্যরা ওই এলাকায় যান ।জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, “কোরোনায় আক্রান্ত খড়িয়া গ্রাম-পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ওই ব্যক্তির বাড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েত এলাকায় । আমরা পৌরসভার পক্ষ থেকে এই এলাকা স্যানিটাইজ় করে দেব । এবং কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তার তালিকা তৈরির জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করা হবে ।” এ'দিকে স্থানীয় অরবিন্দ গ্রামপঞ্চায়েতের সদস্য বিকাশ সেন বলেন, ওই ব্যক্তি আমাদের এলাকায় থাকলেও তিনি খড়িয়া গ্রাম-পঞ্চায়েতের রাজস্ব আদায় করেন ।আমরা তাঁর বাড়ি ঘিরে দিচ্ছি । যাতে কেউ যাতায়াত না করতে পারে ওই বাড়িতে।"

জলপাইগুড়ি, 3 জুলাই : ব্যাঙ্ক কর্মীর পর এবার পঞ্চায়েত অফিসের এক কর্মী আক্রান্ত কোরোনায় । যার জেরে বন্ধ করে দেওয়া হল গ্রাম-পঞ্চায়েত অফিস । তবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্যরা বাড়ি থেকেই কাজ করবেন বলে জানানো হয়েছে ।

জলপাইগুড়ি SBI-এর এক কর্মীর কোরোনায় আক্রান্ত হওয়ার পর ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয় । এবার জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেকটর । সংক্রমণ হওয়ার পরেই তাঁকে COVID হাসপাতালে ভর্তি করা হয়েছে । শহর লাগোয়া হওয়ায় সকালেই পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় ঘটনাস্থানে যান । পৌরসভার পক্ষ থেকে ওই এলাকা স্যানিটাইজ় করা হবে বলেও জানিয়েছেন তিনি ।

জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন চ্যালেঞ্জ ক্লাব মোর এলাকার অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ৬৫ বছরের ওই ব্যক্তির কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পরই পৌরসভার পক্ষ থেকে পঞ্চায়েত সদস্যরা ওই এলাকায় যান ।জলপাইগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, “কোরোনায় আক্রান্ত খড়িয়া গ্রাম-পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ওই ব্যক্তির বাড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েত এলাকায় । আমরা পৌরসভার পক্ষ থেকে এই এলাকা স্যানিটাইজ় করে দেব । এবং কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন তার তালিকা তৈরির জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আবেদন করা হবে ।” এ'দিকে স্থানীয় অরবিন্দ গ্রামপঞ্চায়েতের সদস্য বিকাশ সেন বলেন, ওই ব্যক্তি আমাদের এলাকায় থাকলেও তিনি খড়িয়া গ্রাম-পঞ্চায়েতের রাজস্ব আদায় করেন ।আমরা তাঁর বাড়ি ঘিরে দিচ্ছি । যাতে কেউ যাতায়াত না করতে পারে ওই বাড়িতে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.