কলকাতা, 17 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) যখন উত্তরবঙ্গ সফরে (North Bengal Visit) ব্যস্ত, ঠিক সেই সময়েই কলকাতায় বসে তৃণমূল সুপ্রিমো, তাঁর দল এবং সরকারকে তোপ দাগলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ফের বললেন, বাংলার পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও উদ্বেগজনক ৷ মনে করিয়ে দিলেন টানা 21 বছর তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করেছেন তিনি ৷ সেই দলে কোনওকালেই গণতন্ত্র, নিয়ম, নীতি ছিল না ! আজও নেই ! সোমবার কলকাতা থেকেই মালে মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু ৷ উল্লেখ্য, এদিনই মাল নদীতে হড়পা বানে (Jalpaiguri Immersion accident) মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন মমতা ৷
বিজয় দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান আসে ৷ তাতে প্রাণ যায় আটজনের ৷ আহত হন আরও অনেকে ৷ প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভূমিকা ৷ ঘটনার 12 দিন পর সোমবার উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সফর শুরু হয় জলপাইগুড়ির মালবাজার থেকে ৷ হড়পা বানের শিকার যাঁরা হয়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ দেন পাশে থাকার আশ্বাস ৷
আরও পড়ুন: মালবাজারে মমতা, দেখা করলেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে
এ নিয়ে প্রশ্ন করা হলে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু ৷ তাঁর বক্তব্য, যখন মাল নদীতে এতগুলি মানুষ ভেসে গেলেন, তখন মমতা কোথায় ছিলেন ? তখন তিনি ব্যস্ত ছিলেন পুজোর কার্নিভাল নিয়ে ৷ শুভেন্দুর কথায়, হড়পা বানে মানুষ ভেসে যাচ্ছেন ৷ আর মুখ্যমন্ত্রী এখানে কার্নিভাল করছেন ! কাঠি নিয়ে দাঁড়িয়ে নাচ করছেন ! করতাল বাজাচ্ছেন ! কিন্তু, তখন তাঁর ওখানে একবারও যাওয়ার সময় হল না ! এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "দীপাবলি, ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেলে, আমি মালে যাব ৷ আগামী 5 নভেম্বর মালে বিজেপি-এর তরফে মহামিছিল করে মুখ্যমন্ত্রীর মিথ্যে কথাগুলোর জবাব দিয়ে আসব ৷"
এর পাশাপাশি, এদিন সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে (Sourav Ganguly) নিয়ে মমতা যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় যে বাংলার গর্ব, সে কথা মুখ্যমন্ত্রী এত দিনে বুঝেছেন ! আগে যদি বুঝতেন তাহলে অনেক আগেই সৌরভকে বাংলার অ্য়াম্বাস্য়াডর করতেন ৷ মুখ্যমন্ত্রী আগে জবাব দিন, বাংলার অ্যাম্বাস্যাডর সৌরভ গঙ্গোপধ্যায়কে না করে শাহরুখ খানকে কেন করা হল ? মমতার যদি সৌরভকে মর্যাদা দেওয়ার ইচ্ছা থাকত, তাহলে অনেক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করতে পারতেন ৷"