ETV Bharat / state

Maynaguri attempt rape arrest: ময়নাগুড়িতে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার 2 - য়নাগুড়িতে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার 2

ময়নাগুড়িতে লাগাতার হুমকিতে ছাত্রীর আত্মহত্য়ার চেষ্টার ঘটনায় গ্রেফতার হল দু'জন (student Attempted suicide constant threat in Maynaguri) ৷ ধৃতদের পাঠানো হয়েছে আদালতে ৷ অন্য়দিকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা ওই ছাত্রীর ৷

Maynaguri attempt rape arrest
ময়নাগুড়িতে ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেফতার
author img

By

Published : Apr 15, 2022, 3:39 PM IST

জলপাইগুড়ি, 15 এপ্রিল: ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও তারপর লাগাতার হুমকির ফলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার হল দু'জন (student Attempted suicide constant threat in Maynaguri)। ধৃতদের নাম অজয় রায় এবং তার ভাই তৃণমূল নেতা বিজয় রায় । বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দু'জনের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতের কাছে।

জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের ওই ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগ করতেই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। অভিযুক্তদের তরফে হুমকি সহ্য করতে না পেরে বৃহস্পতিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা।

আরও পড়ুন : Santiniketan Tribal Minor Gang Rape : প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ শান্তিনিকেতনে

নাবালিকার বাবার অভিযোগ, অভিযুক্ত অজয় রায় ও তার বন্ধুরা সকলের তৃণমূল ঘনিষ্ঠ। এই কারণে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না ৷ মাসখানেক আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী অজয় রায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সালিশি সভায় সমস্যার সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। এরপর থেকে বিভিন্নভাবে নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছিল অভিযুক্তের তরফে। দু'দিন আগে অপরিচিত দুই যুবক এসে আবার হুমকি দেয় বলে অভিযোগ করেন নাবালিকার বাবা। এরপরই গায়ে আগুন আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। জলপাইগুড়ি সুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানে চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে ৷ খুব শীঘ্রই ধরা পড়বে ৷"

জলপাইগুড়ি, 15 এপ্রিল: ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও তারপর লাগাতার হুমকির ফলে আত্মহত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার হল দু'জন (student Attempted suicide constant threat in Maynaguri)। ধৃতদের নাম অজয় রায় এবং তার ভাই তৃণমূল নেতা বিজয় রায় । বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়েছে ময়নাগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দু'জনের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে আদালতের কাছে।

জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকের ওই ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগ করতেই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। অভিযুক্তদের তরফে হুমকি সহ্য করতে না পেরে বৃহস্পতিবার গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা।

আরও পড়ুন : Santiniketan Tribal Minor Gang Rape : প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ শান্তিনিকেতনে

নাবালিকার বাবার অভিযোগ, অভিযুক্ত অজয় রায় ও তার বন্ধুরা সকলের তৃণমূল ঘনিষ্ঠ। এই কারণে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না ৷ মাসখানেক আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী অজয় রায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সালিশি সভায় সমস্যার সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার। এরপর থেকে বিভিন্নভাবে নাবালিকাকে হুমকি দেওয়া হচ্ছিল অভিযুক্তের তরফে। দু'দিন আগে অপরিচিত দুই যুবক এসে আবার হুমকি দেয় বলে অভিযোগ করেন নাবালিকার বাবা। এরপরই গায়ে আগুন আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। জলপাইগুড়ি সুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানে চিকিৎসকরা উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে ৷ খুব শীঘ্রই ধরা পড়বে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.