জলপাইগুড়ি, 5 এপ্রিল: লকডাউনে কাজ বন্ধ হয়ে গিয়েছে। খাবার জুটছে না। এরকমই 200 পরিবারের প্রতিদিনের খাবারের দায়িত্ব নিল জলপাইগুড়ির সেন্ট পলস স্কুল । আজ থেকেই খাবার বিলি শুরু করে দিলে তারা।
জলপাইগুড়ি বজরাপাড়ার সেন্ট পলস স্কুলের সেবা তহবিলের অর্থে 200 পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হল। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে হাসি ফুটেছে অসহায় মানুষগুলোর মুখে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি মিহির বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের স্কুলের চারপাশে যাঁরা থাকেন তাঁদের অধিকাংশই নিম্নবিত্তের মানুষ। পেশায় শ্রমজীবী। লকডাউনের কারণে এদের অনেকেরই কাজ বন্ধ হয়ে গিয়েছে । ফলে এরা সংকটে পড়েছেন। খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। আমরা খবর পেয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিই, কোনও মানুষকে অভুক্ত থাকতে দেব না। সেই মতোই স্কুলের চ্যারিটি ফান্ডের অর্থে পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়।"
পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়ায় অবস্থিত সেন্ট পলস স্কুলের আশপাশের 180টি পরিবার এবং বাবুপাড়ার আরও 20টি পরিবারকে স্কুলের তরফে খাদ্য সামগ্রী দেওয়া হয় আজ।
মিহির বন্দ্যোপাধ্যায় বলেন, "যতদিন পরিবারগুলির খাবারের সমস্যা থাকবে তত দিন স্কুলের তরফেই খাদ্য সামগ্রী বণ্টন করা হবে।"