জলপাইগুড়ি, 23 জুন: জলপাইগুড়ি জেলার ধরধরা নদীতে মরা মাছ ভেসে ওঠাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো । জলপাইগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের ভাটাখানা এলাকার ধরধরা নদীতে মাছের মড়ককে কেন্দ্র করে উদ্বিগ্ন মৎস্য দফতরের কর্তারাও । কিন্তু নদীতে মরা মাছ ধরতে স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পরার মতো । এলাকার বাসিন্দাদের অনুমান নদীতে কেউ বিষ দিয়েছে । যার ফলে মাছের মড়ক লেগেছে ।
এদিকে মাছের মড়ক লাগার ঘটনার তদন্তে নেমেছে মৎস্য দফতর । বুধবার জলপাইগুড়ি পুরসভার 2 নং ওয়ার্ডের ভাটাখানা এলাকার ধরধরা এলাকায় নদীতে বড় বড় মাছ ভেসে উঠতে দেখা যায় । স্থানীয় বাসিন্দা জয়নাল হক জানান, সকাল থেকেই বড় বড় বোয়াল মাছ মারা গিয়েছে । এছাড়াও রুই, ফোলুই সহ বেশকিছু প্রজাতির নদীয়ালি মাছ মারা গিয়েছে ।
আরও পড়ুন: পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তর স্তরের পরীক্ষা জুলাইয়ে
স্থানীয় বাসিন্দাদের অনুমান বিষক্রিয়াতেই মারা গিয়েছে মাছগুলি । তবে যেই কাজটা করুক না কেন খুব খারাপ করেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ এদিন নদীতে মরা মাছ ধরার জন্য নদীতে নামেন স্থানীয়রা । এদিন ধরধরা নদীতে মাছের মড়ক লাগার খবর পেয়ে তদন্ত নামে জেলা মৎস্য দফতর । জলপাইগুড়ি জেলার মৎস আধিকারিক গোপাল গঙ্গোপাধ্যায় জানান, ধরধরা নদীতে মাছের মোড়ক কেন হল তার কারণ জানতে মরা মাছের নমুনা এবং জলের নমুনা সংগ্রহ করা হয়েছে ।