ETV Bharat / state

জরুরি পরিষেবার সঙ্গেু যু্ক্তদের চা-পাতা প্রদান জলপাইগুড়ির ক্ষুদ্র চাষিদের

author img

By

Published : May 22, 2020, 2:10 PM IST

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষ্যে কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের চা পাতা উপহার দিলেন জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা । পাশাপাশি উন্নত মানের চা তৈরি করে তার নিলামের টাকা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার অঙ্গীকার নেন তাঁরা ।

TEA Day
চা দিবস

জলপাইগুড়ি, 22 মে : আন্তর্জাতিক চা দিবস ছিল গতকাল । সেই উপলক্ষ্য কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের চা পাতা উপহার দিলেন জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা । পাশাপাশি উন্নত মানের চা তৈরি করে তার নিলামের টাকা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার অঙ্গীকার নেন তাঁরা ।

গতকাল কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত জেলার প্রায় 5 হাজার জনকে চা পাতা, মাস্ক ও সাবান প্রদান করে জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষি সমিতি । পাশাপাশি এই সমিতির তরফে গতকাল কাঁচা চা পাতা নিলাম করা হয় । তাতে প্রতি কেজি পিছু 40 টাকা করে দাম পায় তারা । তাই এই সমিতির সদস্যরা সিদ্ধান্ত নেন, এই কাঁচা চা পাতা দিয়ে যে উন্নত চা উৎপন্ন হবে তার নিলাম করা হবে । সেই নিলামে যত টাকা উঠবে তার অর্ধেক প্রধানমন্ত্রী ও বাকিটা মুখ্যমন্ত্রী তহবিলে দান করা হবে ।

কাঁচা চা পাতার দাম 40 টাকা করে প্রতি কেজি পাওয়ায় খুশি ক্ষুদ্র চাষিরাও । অন্যদিকে চাষিদের থেকে মাস্ক, সাবান ও চা পেয়ে খুশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পুলিশ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সকলেই ।

জলপাইগুড়ি, 22 মে : আন্তর্জাতিক চা দিবস ছিল গতকাল । সেই উপলক্ষ্য কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের চা পাতা উপহার দিলেন জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষিরা । পাশাপাশি উন্নত মানের চা তৈরি করে তার নিলামের টাকা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর তহবিলে দান করার অঙ্গীকার নেন তাঁরা ।

গতকাল কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত জেলার প্রায় 5 হাজার জনকে চা পাতা, মাস্ক ও সাবান প্রদান করে জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষি সমিতি । পাশাপাশি এই সমিতির তরফে গতকাল কাঁচা চা পাতা নিলাম করা হয় । তাতে প্রতি কেজি পিছু 40 টাকা করে দাম পায় তারা । তাই এই সমিতির সদস্যরা সিদ্ধান্ত নেন, এই কাঁচা চা পাতা দিয়ে যে উন্নত চা উৎপন্ন হবে তার নিলাম করা হবে । সেই নিলামে যত টাকা উঠবে তার অর্ধেক প্রধানমন্ত্রী ও বাকিটা মুখ্যমন্ত্রী তহবিলে দান করা হবে ।

কাঁচা চা পাতার দাম 40 টাকা করে প্রতি কেজি পাওয়ায় খুশি ক্ষুদ্র চাষিরাও । অন্যদিকে চাষিদের থেকে মাস্ক, সাবান ও চা পেয়ে খুশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পুলিশ থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সকলেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.