ধূপগুড়ি , 11 মে : দূরপাল্লার বাসের নীচে গোপন কুঠুরি । আর সেই কুঠুরিতে বেআইনি সেগুন কাঠ বোঝাই করে পাচার হচ্ছিল (Segun Wood Recovered in Dhupguri)। গোপন সূত্রে খবর পেয়ে বাসের পিছু ধাওয়া করে আটক করা হয় বাসটিকে ৷ উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ । ঘটনাটি ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার ।
জানা যায়, মঙ্গলবার রাত 8টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে বেআইনিভাবে কাঠ পাচার হওয়ার খবর আসে । খবর পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জকে নিয়ে ওই সন্দেহভাজন বাসের পিছু ধাওয়া করে । ধূপগুড়ি ওভার ব্রিজ পেরিয়ে একটি হোটেলের সামনে বাসটিকে আটক করে । বাসের পেছন দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানে একটি গোপন কুঠুরি লক্ষ্য করা যায় যা বাসের নীচ বরাবর বিস্তৃত । এছাড়াও বাসের ছাদ থেকেও বিপুল কাঠ উদ্ধার হয় । বাস চালক ও সহকারী সমেত বাসটিকে ধূপগুড়ি থানার পুলিশের তরফে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।
আরও পড়ুন : অবৈধ বালি পাচার রোধে সরকারি অভিযান ধূপগুড়িতে, 1 লক্ষ টাকা জরিমানা
প্রাথমিক তদন্তে জানা যায়, কিছু কাঠ ফালাকাটা এলাকা থেকে এবং কিছু কাঠ ধূপগুড়ি শালবাড়ি এলাকা থেকে বাসে ওঠানো হয়েছিল । মরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে বাসটিকে আটক করে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয় । তবে কাঠগুলির পরিমাপ না করা পর্যন্ত তার মূল্য বলা যাবে না ।"