ETV Bharat / state

Dhupguri Segun Wood Recover : বাসের নীচে গোপন কুঠুরি থেকে উদ্ধার বিপুল পরিমাণ সেগুন কাঠ - বাসের নীচে গোপন কুঠুরি থেকে উদ্ধার বিপুল পরিমান সেগুন কাঠ

ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকায় বাসের নীচে গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় বিপুল পরিমান বেআইনি সেগুন কাঠ (Segun Wood Recovered in Dhupguri)৷ ওই বাসটিকে আটক করে ধূপগুড়ি থানার পুলিশ ৷

Dhupguri Segun Wood Recover news
ধূপগুড়িতে উদ্ধার বিপুল পরিমান সেগুন কাঠ
author img

By

Published : May 11, 2022, 10:24 AM IST

ধূপগুড়ি , 11 মে : দূরপাল্লার বাসের নীচে গোপন কুঠুরি । আর সেই কুঠুরিতে বেআইনি সেগুন কাঠ বোঝাই করে পাচার হচ্ছিল (Segun Wood Recovered in Dhupguri)। গোপন সূত্রে খবর পেয়ে বাসের পিছু ধাওয়া করে আটক করা হয় বাসটিকে ৷ উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ । ঘটনাটি ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার ।

জানা যায়, মঙ্গলবার রাত 8টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে বেআইনিভাবে কাঠ পাচার হওয়ার খবর আসে । খবর পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জকে নিয়ে ওই সন্দেহভাজন বাসের পিছু ধাওয়া করে । ধূপগুড়ি ওভার ব্রিজ পেরিয়ে একটি হোটেলের সামনে বাসটিকে আটক করে । বাসের পেছন দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানে একটি গোপন কুঠুরি লক্ষ্য করা যায় যা বাসের নীচ বরাবর বিস্তৃত । এছাড়াও বাসের ছাদ থেকেও বিপুল কাঠ উদ্ধার হয় । বাস চালক ও সহকারী সমেত বাসটিকে ধূপগুড়ি থানার পুলিশের তরফে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন : অবৈধ বালি পাচার রোধে সরকারি অভিযান ধূপগুড়িতে, 1 লক্ষ টাকা জরিমানা

প্রাথমিক তদন্তে জানা যায়, কিছু কাঠ ফালাকাটা এলাকা থেকে এবং কিছু কাঠ ধূপগুড়ি শালবাড়ি এলাকা থেকে বাসে ওঠানো হয়েছিল । মরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে বাসটিকে আটক করে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয় । তবে কাঠগুলির পরিমাপ না করা পর্যন্ত তার মূল্য বলা যাবে না ।"

ধূপগুড়ি , 11 মে : দূরপাল্লার বাসের নীচে গোপন কুঠুরি । আর সেই কুঠুরিতে বেআইনি সেগুন কাঠ বোঝাই করে পাচার হচ্ছিল (Segun Wood Recovered in Dhupguri)। গোপন সূত্রে খবর পেয়ে বাসের পিছু ধাওয়া করে আটক করা হয় বাসটিকে ৷ উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ । ঘটনাটি ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার ।

জানা যায়, মঙ্গলবার রাত 8টা নাগাদ ধূপগুড়ি থানার পুলিশের কাছে বেআইনিভাবে কাঠ পাচার হওয়ার খবর আসে । খবর পেয়ে বনদফতরের মরাঘাট রেঞ্জকে নিয়ে ওই সন্দেহভাজন বাসের পিছু ধাওয়া করে । ধূপগুড়ি ওভার ব্রিজ পেরিয়ে একটি হোটেলের সামনে বাসটিকে আটক করে । বাসের পেছন দিকে যাত্রীদের ব্যাগ রাখার স্থানে একটি গোপন কুঠুরি লক্ষ্য করা যায় যা বাসের নীচ বরাবর বিস্তৃত । এছাড়াও বাসের ছাদ থেকেও বিপুল কাঠ উদ্ধার হয় । বাস চালক ও সহকারী সমেত বাসটিকে ধূপগুড়ি থানার পুলিশের তরফে বনদফতরের হাতে তুলে দেওয়া হয় ।

আরও পড়ুন : অবৈধ বালি পাচার রোধে সরকারি অভিযান ধূপগুড়িতে, 1 লক্ষ টাকা জরিমানা

প্রাথমিক তদন্তে জানা যায়, কিছু কাঠ ফালাকাটা এলাকা থেকে এবং কিছু কাঠ ধূপগুড়ি শালবাড়ি এলাকা থেকে বাসে ওঠানো হয়েছিল । মরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে বাসটিকে আটক করে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয় । তবে কাঠগুলির পরিমাপ না করা পর্যন্ত তার মূল্য বলা যাবে না ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.