ETV Bharat / state

Jawans Missing: ভেসে এল সেনার পোশাক, 1 জন জীবিত উদ্ধার হলেও বাকি জওয়ানদের খোঁজে জারি তল্লাশি - Searching operation is on for missing jawans

তিস্তার ভয়াল রূপে বিপর্যস্ত সিকিম ৷ 23 জন নিখোঁজ জওনাদের মধ্যে একজনকে উদ্ধার করা হলেও বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান ৷

Etv Bharat
ভেসে আসা সেনার পোশাক
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 10:17 AM IST

Updated : Oct 5, 2023, 1:45 PM IST

টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর বৃদ্ধি

জলপাইগুড়ি, 5 অক্টোবর: সিকিমের বিপর্যয়ের ফলে নিখোঁজ জওয়ানদের খোঁজে নামলেন সেনা আধিকারিকরা । 23 জন সেনা নিখোঁজ থাকলেও একজনকে জীবিত উদ্ধার করা গিয়েছে । তাঁর চিকিৎসা চলছে ৷ আর বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ এবার তিস্তা নদীতে ভেসে এল সেনা জওয়ানের পোশাক ৷ তিস্তা নদীর করোনেশন সেতু, গাজোলডোবা ব্যারেজ, তিস্তা সেতুর নিচে তল্লাশি চালান সেনার আধিকারিক ও জওয়ানরা । আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

বুধবার সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাংলা থেকে সিকিমের যোগাযোগকারী 10 নং জাতীয় সড়ক তিস্তার জলের তোড়ে উড়ে গিয়েছে । রাজ্যপালের পাশাপাশি রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক জলপাইগুড়ি জেলার গাজোলডোবাতে বৈঠক শেষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। সেনা সূত্রে জানানো হয়েছে, তিস্তা নদীর জলে জলপাইগুড়ি সেক্টরের বেশ কিছু বিএসএফ বিওপিতে জল ঢুকে যায়। বিবেকানন্দপল্লীর বাসিন্দা সুগ্রীব রায় বলেন, "তিস্তা নদীতে সেনা জওয়ানের একটা পোশাক ভেসে এসেছে আমরা উদ্ধার করেছি । একট বড় ব্যাগ মাটিতে ঢুকে আছে । তবে আজ তিস্তা অনেক শান্ত ।"

Jalpaiguri
বাকি জওয়ানদের খোঁজে সেনা আধিকারিকরা
গতকাল সিকিমের চুংথাং বাঁধ উপচে পড়ে । জলের তোড়ে সিকিমের বেশ কিছু রাস্তা নিশ্চিহ্ন । গতকাল সন্ধ্যার পর তিস্তার জল অনেকটাই কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রশাসন । গতকাল সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ দিয়ে দফায় দফায় জল ছাড়া হয়েছে । জলপাইগুড়িতে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় তিস্তা নদীর তীরে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে । কয়েক হাজার মানুষকে তিস্তার চর থেকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে।
Jalpaiguri
বাকি জওয়ানদের খোঁজে সেনা আধিকারিকরা

সিকিম সংলগ্ন তিস্তা নদীতে জল বাড়লে সমতলে জলপাইগুড়ি ও কোচবিহার সীমান্তের তিস্তায় জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । সিকিমে যেভাবে তিস্তা নদীতে জল বেড়েছিল তাতে সমতলে বড় ক্ষতির আশঙ্কা করা হয়েছিল । আগাম সতর্কতা নেওয়ার ফলে তা এড়ানো সম্ভব হয়েছে ।

আরও পড়ুন : সিকিমের বিপর্যয়ে নড়চড়ে বসল রাজ্যের সেচ দফতর, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ সংস্কার

টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর বৃদ্ধি

জলপাইগুড়ি, 5 অক্টোবর: সিকিমের বিপর্যয়ের ফলে নিখোঁজ জওয়ানদের খোঁজে নামলেন সেনা আধিকারিকরা । 23 জন সেনা নিখোঁজ থাকলেও একজনকে জীবিত উদ্ধার করা গিয়েছে । তাঁর চিকিৎসা চলছে ৷ আর বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ এবার তিস্তা নদীতে ভেসে এল সেনা জওয়ানের পোশাক ৷ তিস্তা নদীর করোনেশন সেতু, গাজোলডোবা ব্যারেজ, তিস্তা সেতুর নিচে তল্লাশি চালান সেনার আধিকারিক ও জওয়ানরা । আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

বুধবার সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাংলা থেকে সিকিমের যোগাযোগকারী 10 নং জাতীয় সড়ক তিস্তার জলের তোড়ে উড়ে গিয়েছে । রাজ্যপালের পাশাপাশি রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক জলপাইগুড়ি জেলার গাজোলডোবাতে বৈঠক শেষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। সেনা সূত্রে জানানো হয়েছে, তিস্তা নদীর জলে জলপাইগুড়ি সেক্টরের বেশ কিছু বিএসএফ বিওপিতে জল ঢুকে যায়। বিবেকানন্দপল্লীর বাসিন্দা সুগ্রীব রায় বলেন, "তিস্তা নদীতে সেনা জওয়ানের একটা পোশাক ভেসে এসেছে আমরা উদ্ধার করেছি । একট বড় ব্যাগ মাটিতে ঢুকে আছে । তবে আজ তিস্তা অনেক শান্ত ।"

Jalpaiguri
বাকি জওয়ানদের খোঁজে সেনা আধিকারিকরা
গতকাল সিকিমের চুংথাং বাঁধ উপচে পড়ে । জলের তোড়ে সিকিমের বেশ কিছু রাস্তা নিশ্চিহ্ন । গতকাল সন্ধ্যার পর তিস্তার জল অনেকটাই কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রশাসন । গতকাল সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ দিয়ে দফায় দফায় জল ছাড়া হয়েছে । জলপাইগুড়িতে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় তিস্তা নদীর তীরে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে । কয়েক হাজার মানুষকে তিস্তার চর থেকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে।
Jalpaiguri
বাকি জওয়ানদের খোঁজে সেনা আধিকারিকরা

সিকিম সংলগ্ন তিস্তা নদীতে জল বাড়লে সমতলে জলপাইগুড়ি ও কোচবিহার সীমান্তের তিস্তায় জল বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় । সিকিমে যেভাবে তিস্তা নদীতে জল বেড়েছিল তাতে সমতলে বড় ক্ষতির আশঙ্কা করা হয়েছিল । আগাম সতর্কতা নেওয়ার ফলে তা এড়ানো সম্ভব হয়েছে ।

আরও পড়ুন : সিকিমের বিপর্যয়ে নড়চড়ে বসল রাজ্যের সেচ দফতর, জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত তিস্তা বাঁধ সংস্কার

Last Updated : Oct 5, 2023, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.