ETV Bharat / state

কোরোনা আক্রান্ত জলপাইগুড়ির SBI কর্মী, বন্ধ হল শাখা - জলপাইগুড়ি পৌরসভা অঞ্চলে 

কোরোনা সংক্রমিত হলেন জলপাইগুড়ির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক কর্মী । ব্যাঙ্কের ওই শাখা দুই দিনের জন্য বন্ধ করা হয়েছে ।

bank
bank
author img

By

Published : Jul 2, 2020, 5:05 PM IST

জলপাইগুড়ি, 2 জুলাই : কোরোনা সংক্রমিত হলেনজলপাইগুড়ির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক কর্মী । দুই দিনের জন্য SBI-র ওই শাখায় বন্ধ করা হল পরিষেবা ।

জলপাইগুড়িস্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চিফ ম্যানেজার সিদ্ধার্থ গুপ্তা জানান, এক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন ।কোরোনা সংক্রমণ রুখতে নির্দিষ্ট ওই শাখা বন্ধ করা হয়েছে । দুইদিনের জন্য ব্যাঙ্কবন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আক্রান্তওই ব্যাঙ্ক কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিতকরণ করা হচ্ছে । ওইব্যাঙ্ক কর্মীর বাড়ি জলপাইগুড়ি শহরে । কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ব্যাঙ্ককর্তৃপক্ষ । তাই ব্যাঙ্ক থেকে কোনওরকমভাবেই সংক্রমণ না ছড়ায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করাহয়েছে বলে সিদ্ধার্থ গুপ্তা জানান ।

জলপাইগুড়ি পৌরসভা অঞ্চলে স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই শাখা পৌরসভার তরফে স্যানিটাইজ় করা হয় । পৌরসভার প্রশাসকবোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্যানিটাইজ়েশন প্রক্রিয়া শুরু করা হয়।

জলপাইগুড়ি, 2 জুলাই : কোরোনা সংক্রমিত হলেনজলপাইগুড়ির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক কর্মী । দুই দিনের জন্য SBI-র ওই শাখায় বন্ধ করা হল পরিষেবা ।

জলপাইগুড়িস্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চিফ ম্যানেজার সিদ্ধার্থ গুপ্তা জানান, এক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন ।কোরোনা সংক্রমণ রুখতে নির্দিষ্ট ওই শাখা বন্ধ করা হয়েছে । দুইদিনের জন্য ব্যাঙ্কবন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আক্রান্তওই ব্যাঙ্ক কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিতকরণ করা হচ্ছে । ওইব্যাঙ্ক কর্মীর বাড়ি জলপাইগুড়ি শহরে । কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না ব্যাঙ্ককর্তৃপক্ষ । তাই ব্যাঙ্ক থেকে কোনওরকমভাবেই সংক্রমণ না ছড়ায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করাহয়েছে বলে সিদ্ধার্থ গুপ্তা জানান ।

জলপাইগুড়ি পৌরসভা অঞ্চলে স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই শাখা পৌরসভার তরফে স্যানিটাইজ় করা হয় । পৌরসভার প্রশাসকবোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্যানিটাইজ়েশন প্রক্রিয়া শুরু করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.